Sawan Month: শ্রাবণ মাসে পৃথিবী ভ্রমণ করেন শিব-পার্বতী! এই মাসে সোমবারগুলি এত গুরুত্ব কেন?

হিন্দু মতে, এই মাসটি শিবকে উত্সর্গ করা হয়। শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের পুজো করা জন্য অধীর আগ্রহ করে থাকেন। এই মাসে শিবের মন্দিরগুলিতে দলবদ্ধ হয় বা বাড়িতেই শিবের পুজো করে পুণ্য লাভ করার জন্য অপেক্ষা করেন ভক্তরা।

Sawan Month: শ্রাবণ মাসে পৃথিবী ভ্রমণ করেন শিব-পার্বতী! এই মাসে সোমবারগুলি এত গুরুত্ব কেন?
মনস্কামনা পূর্ণ করতে মহাদেবের পুজো করুন
Follow Us:
| Edited By: | Updated on: Jun 26, 2021 | 1:25 PM

আষাঢ় শেষে শ্রাবণের ধারা শুধু কি প্রকৃতির খেলা, নাকি এই বাংলা মাসের সঙ্গে জড়িয়ে রয়েছে আরও অনেক কিছু? পুরাণ মতে, শ্রাবণ মাস হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র একটি মাস, যা জ্যোতিষচর্চা, আধ্যাত্মিক সব দিক থেকেই সমান মাহাত্ম্য রয়েছে। এই মাসে বেশ কিছু নিয়ম আচার রয়েছে, হিন্দুদের বিশ্বাস অনুযায়ী তা করলে যাবতীয় মনস্কামনা পূরণ হয়। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, ২৫ জুন থেকে শুরু হয়েছে শ্রাবণ মাস। এই মাসে মহাদেবের পুজো করা হয়। শ্রাবণে মাসের প্রতি সোমবার উপবাস রেখে সিবের পুজো করলে মনস্কামনা ও জীবনে সুখ-সমৃদ্ধি বিরাজ করে।

হিন্দু মতে, এই মাসটি শিবকে উত্সর্গ করা হয়। শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের পুজো করা জন্য অধীর আগ্রহ করে থাকেন। এই মাসে শিবের মন্দিরগুলিতে দলবদ্ধ হয় বা বাড়িতেই শিবের পুজো করে পুণ্য লাভ করার জন্য অপেক্ষা করেন ভক্তরা।

আরও পড়ুন: জীবনে উন্নতি করতে গীতার এই ৫ উপদেশ অবশ্য়ই মেনে চলুন

পঞ্চাঙ্গ অনুসারে, আষাঢ় মাস শুরু হয়েছে ২৫ জুন থেকে। শেষ হবে জুলাইয়ের ২৪ তারিখে। অন্য়দিকে,আগামী ২৫ জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হবে, শেষ হবে ২২ অগষ্ট মাসে। শ্রাবণ বা শাওয়ান মাসের প্রিত সোমবারকে শুভ বলে মনে করা হয়। ২৬ জুলাই শাওয়ান মাসের প্রথম সোমবার হিসেবে মানা হবে। এবছর শ্রাবণ মাসে মোট ৪টি সোমবার পড়েছে। ওই দিন শিবলিঙ্গ বা শিবের মূর্তে আরাধনা করে শ্রাবণ-শিবব্রত পালন করা হয়। দুধ দিয়ে স্নান করিয়ে ব্রত পালন করার একটিই উদ্দেশ্য হল, মনস্কামনা পূরণ করা।

শ্রাবণ মাসের গুরুত্ব

এই পবিত্র মাসে শিবের উপাসনা করা হয়। মনে করা হয় যে, শাওয়ান মাসে শিব-পার্বতী , উভয়েই মর্ত্যে নেমে এসে পৃথিবী ভ্রমণ করেন ও ভক্তদের প্রার্থনায় সাড়া দিয়ে আর্শীবাদ করেন। প্রতি সোমবার শিবভক্তরা উপবাস রাখেন ও বিশ্বাস করেন, জীবনের যাবতীয় সমস্যার কাণ্ডারি ওসুখ-সমৃদ্ধি অর্জনে সহায়তা করবেন মহাদেব। বিবাহতি জীবনে সমস্যায় জেরবার ভক্তরাও সোমবার উপবাস করে শিবের পুজো করে সমাধানের আশায় অপেক্ষা করেন।