Vastu Tips: এই দিনগুলোতে তুলসি গাছে জল দেবেন না, ঘোর বিপদ নেমে আসতে পারে সংসারে
Tulsi: বাস্তু শাস্ত্রেও তুলসি গাছের বিশেষ ভূমিকা রয়েছে। বাস্তু শাস্ত্রের মতে তুলসি গাছে মা লক্ষ্মী বিরাজ করে।

হিন্দু শাস্ত্র ধর্মে তুলসি গাছের বিশেষ ভূমিকা রয়েছে। হিন্দু ধর্ম এবং বাস্তু শাস্ত্রে তুলসি গাছকে শুভ বলে মনে করা হয়। প্রতিটা হিন্দু বাড়িতে তুলসী গাছ থেকে। সকাল সন্ধ্যে তুলসি গাছকে পুজো করা হয়। তুলসি গাছের গোড়ায় জল দেওয়া হয়। তুলসি গাছের গোড়ায় ধুপ, ধুনো দেওয়া হয়। বিশ্বাস করা হয় যে, তুলসি গাছকে পুজো করলে দেবী লক্ষ্মী খুশি হব। পাশাপাশি নারায়ণের আশীর্বাদ পাওয়া যায়।
বাস্তু শাস্ত্রেও তুলসি গাছের বিশেষ ভূমিকা রয়েছে। বাস্তু শাস্ত্রের মতে তুলসি গাছে মা লক্ষ্মী বিরাজ করে। আর্থিক দুঃখ-কষ্ট দূর করার জন্য বাড়িতে তুলসি গাছ লাগানো এবং তার পুজো করা জরুরি। বাস্তু শাস্ত্রের মতে, তুলসি গাছ রাখলে বিশেষ কিছু নিয়ম মানতে হয়। যেমন বাড়ির কোন দিকে তুলসি গাছ লাগানো শুভ, কোন কোন দিনে তুলসি গাছে জল দিলে সৌভাগ্য ফিরে আসবে ইত্যাদি।
বাস্তু শাস্ত্রের মতে, বাড়ির প্রবেশদ্বারে তুলসি গাছ রাখা অত্যন্ত শুভ হিসেবে বিবেচিত হয়। পাশাপাশি, বাড়ির উত্তর দিকে তুলসি গাছ রাখা উচিত। এই দিক শুভ হিসেবে বিবেচনা করা হয়। স্নান সেরে তুলসি মঞ্চে বা তুলসি গাছে ধুপ দেওয়া উচিত। একই ভাবে সন্ধ্যেবেলা তুলসি মঞ্চে সন্ধ্যেবেলা প্রদীপ দেওয়ার রীতি রয়েছে। এতে দেবী লক্ষ্মী প্রসন্ন হন।
তুলসি গাছের গোড়া কখনও শুকনো রাখতে নেই। খেয়াল রাখুন যাতে তুলসি গাছের মাটি সব সময় ভেজা অবস্থায় রয়েছে। কিন্তু সপ্তাহের প্রতিদিন তুলসি গাছে জল দিতে নেই। এতে নাকি দেবী লক্ষ্মী রুষ্ট হন। তাহলে সপ্তাহের কোন কোন দিন তুলসি গাছে জল দেবেন? চলুন জেনে নেওয়া যাক…
রবিবার তুলসি গাছে জল দেবেন না। রবিবার হল সূর্যের দিন। বাস্তু শাস্ত্র মতে, রবিবার তুলসি গাছে জল দিতে নেই। এই দিন ভুলেও তুলসি গাছ স্পর্শ করবেন না। এটাও অশুভ হিসেবে হয়। এমনকী ভুলেও এই দিন তুলসি পাতা ছিঁড়বেন না। একই ভাবে, একাদশীর দিন তুলসি গাছে জল দেবেন না। বাস্তু শাস্ত্রে এবং হিন্দু ধর্মে বিশেষ মাহাত্ম্য রয়েছে একাদশীর। একাদশীতেও তুলসি গাছ স্পর্শ করতে নেই। এতে সংসারে অমঙ্গল হয়। সূর্যগ্রহণের দিনও তুলসি গাছ স্পর্শ করবেন না। এই দিনও তুলসি গাছে ভুলেও জল দেবেন না।
