Kylian Mbappe : প্যারিসে সম্মান পাননি মেসি, পিএসজি ছাড়ার পথে এমবাপেও!

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jun 14, 2023 | 10:36 AM

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন খোদ এমবাপে। সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, চুক্তি না বাড়ানোর কথা জানিয়ে পিএসজিকে দেওয়া চিঠি সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ায় তিনি দুঃখিত।

Kylian Mbappe : প্যারিসে সম্মান পাননি মেসি, পিএসজি ছাড়ার পথে এমবাপেও!
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: লিওনেল মেসি চলে গিয়েছেন। এ বার পিএসজি (PSG) ছাড়ার পথে দলের গোলমেশিন কিলিয়ান এমবাপেও। ফরাসি তারকার পিএসজি ছাড়ার গুঞ্জন আজকের নয়। বছর দুয়েক আগে থেকেই শোনা যাচ্ছেন গুঞ্জন। দুটি মরসুম ধরে তাঁকে ধরে বেঁধে রাখলেও আর ধৈর্য রাখতে পারছে না প্যারিসের ক্লাবটি। পিএসজির ইতিহাসে সর্বাধিক গোলস্কোরারকে যেতে দিতেই হবে। আগামী মরসুম শেষে ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে এমবাপের (Kylian Mbappe)। এরপর চাইলে আরও এক বছরের জন্য বাড়াতে পারেন ফরাসি ফুটবলার। চলতি বছরের জুলাই মাসের মধ্যে তা নিশ্চিত করতে হবে। কিন্তু বিশ্বকাপজয়ী ফুটবলার জানিয়ে দিয়েছেন, তিনি আর পিএসজির সঙ্গে চুক্তি বাড়াতে চান না। চুক্তি পর্যন্ত ক্লাবে থেকে তারপরই বিদায় নিতে চান। কিন্তু বিষয়টি হল ফ্রি এজেন্ট হিসেবে তাঁকে ছাড়তে চায় না পিএসজি। তাই চুক্তি না বাড়লে এ বারের দলবদলেই তাঁকে ছেড়ে দিতে চায় লিগ ওয়ানের ক্লাবটি। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন খোদ এমবাপে। সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, চুক্তি না বাড়ানোর কথা জানিয়ে পিএসজিকে দেওয়া চিঠি সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ায় তিনি দুঃখিত। তবে চুক্তি যে বাড়াতে চান না সেটা ২০২২ সালেই জানিয়ে দেওয়া হয়েছিল। নতুন করে চিঠি পাঠানোর উদ্দেশ্য হল, তিনি যে আগের সিদ্ধান্তে অনড় সেটাই আরও একবার মনে করিয়ে দেওয়া। তাঁর এই মন্তব্যের পর এমবাপের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া নিয়ে গুঞ্জন চরমে উঠেছে। ফরাসি তারকাকে দলে টানতে ঝাঁপিয়ে পড়েছিল স্প্যানিশ জায়ান্টরা। এমবাপে নিজেও রিয়ালে যোগ দিতে চেয়েছিলেন। তবে পিএসজির নাছোড় মনোভাবের জন্য শেষমেশ সরে আসতে হয় রিয়াল মাদ্রিদকে। এই গুঞ্জনের জবাবও দিয়েছেন তিনি। এমবাপে জানিয়েছেন, পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার কোনও কথা হয়নি। আমাকে পিএসজি ছাড়তে অথবা রিয়াল মাদ্রিদে যোগ দিতে বলা হয়নি। আমি শুধু ক্লাবকে জানিয়েছি যে ২০২৫ সালের জুন মাস পর্যন্ত চুক্তি বাড়াতে চাই না। নতুন ডিল নিয়ে আলোচনা হয়নি।

লিওনেল মেসিকে নিয়েও মুখ খুলেছেন এমবাপে। পিএসজির সঙ্গে চুক্তি শেষ হওয়ার পথে লিও-র। তারপরই যোগ দেবেন আমেরিকার মেজর লিগ সকারের টিম ইন্টার মায়ামিতে। ক্লাব সতীর্থ এমবাপে বলেছেন, “মেসি হল ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা। তাঁর মতো ফুটবলারের ক্লাব ছেড়ে যাওয়া কখনওই ভালো খবর হতে পারে না। আমি বুঝতে পারছি না মেসি চলে যাওয়ায় লোকে এতটা নিশ্চিত কেন? ফ্রান্সে তাঁর যে সম্মান পাওয়া উচিত ছিল সেটা পাননি মেসি।”

Next Article