Anil Kumble’s Birthday: ৫৩-এ পা ভারতীয় কিংবদন্তি অনিল কুম্বলের, তাঁর জীবনের এই অজানা কাহিনিগুলি জানেন?
Anil Kumble: বিবাহ বিচ্ছেদের পর চেতনাকে বিয়ের প্রস্তাব দেন কুম্বলে। কিন্তু চেতনা তাতে সাড়া দেননি। কিন্তু এখানেই নিজের জেদ থেকে এক পা সরেননি কুম্বলে। একইভাবে চেতনার সঙ্গে থেকে গিয়েছেন। এরপর চেতনাও তাঁকে ভালোবেসে ফেলেন। পরে বিয়েতেও রাজি হন।
Most Read Stories