মিক্সড ডাবলসেও বিদায় বোপান্নার

Feb 13, 2021 | 3:12 PM

এ বারের অস্ট্রেলিয়ান ওপেনে ভারতীয়দের কেউই প্রথম রাউন্ড টপকাতে পারলেন না।

মিক্সড ডাবলসেও বিদায় বোপান্নার
মিক্সড ডাবলসেও বিদায় বোপান্নার

Follow Us

মেলবোর্ন: ডাবলস খেলতে নেমে প্রথম রাউন্ডেই হেরে ছিটকে গিয়েছিলেন। মিক্সড ডাবলসেও (mixed doubles) প্রথম রাউন্ডে বিদায় ভারতের রোহন বোপান্নার (Rohan Bopanna)।

এ বারের অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open) ভারতীয়দের কেউই প্রথম রাউন্ড টপকাতে পারলেন না। শেষ আশা ছিলেন বোপান্না। চিনা পার্টনার ইংইং ডুয়ানকে নিয়ে খেলতে নেমে ৪-৬, ৪-৬ স্ট্রেট সেটে হার বেথানি মাটেক-জেমি মারের কাছে।

আরও পড়ুন: India vs England 2nd Test, Day 1 LIVE Score: হিটম্যানের সেঞ্চুরি, ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন রোহিত-অজিঙ্কা

করোনার জন্য দীর্ঘদিন কোর্টে নামেননি বোপান্না। অস্ট্রেলিয়ান ওপেনের আগেও যে কারণে প্র্যাক্টিসও মেলেনি। তারই প্রভাব পড়ল টুর্নামেন্টে। এ দিন মেলবোর্ন পার্কে সে ভাবে প্রতিরোধই গড়তে পারেননি তাঁরা। বোঝাই যাচ্ছিল, সে ভাবে প্রস্তুতিই নিতে পারেননি।

আরও পড়ুন: রোহিতের সেঞ্চুরিতে চাপ কাটাচ্ছে ভারত

এ বারের অস্ট্রেলিয়ান ওপেনে সুমিত নাগাল নেমেছিলেন সিঙ্গলস খেলতে। তিনি হেরেছেন প্রথম ম্যাচেই। তার পর আরও দুই ভারতীয় দ্বিবিজ শরণ ও অঙ্কিতা রায়নাও বিন্দুমাত্র প্রত্যাশা জাগাতে পারেননি। বোপান্নাও সেই পথেই হাঁটলেন। এর আগে অবশ্য ভারতীয় টেনিস প্লেয়ার ডাবলসের দুনিয়ায় বেশ পরিচিত নাম ছিলেন। কিন্তু সেরা ছন্দ থেকে এখন অনেক দূরে বোপান্না।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ান ওপেন থেকে সরে দাঁড়াতে পারেন জোকার!

Next Article