AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Saina Nehwal-Parupalli Kashyap: ব্যাডমিন্টন কোর্টে ভালোবাসা, ‘কোর্টেই’ শেষ; মন ভাঙার খবর দিলেন সাইনা নেহওয়াল

Indian Badminton Couple: ভারতীয় ব্যাডমিন্টনের কিংবদন্তি সাইনা নেহওয়াল ঘোষণা করেছেন, পারুপল্লী কাশ্যপের সঙ্গে তাঁর বিচ্ছেদের কথা। দু-জনের সম্মতিতে শান্তির খোঁজে এই ছাড়াছাড়ি, এমনটাই জানিয়েছেন সাইনা।

Saina Nehwal-Parupalli Kashyap: ব্যাডমিন্টন কোর্টে ভালোবাসা, 'কোর্টেই' শেষ; মন ভাঙার খবর দিলেন সাইনা নেহওয়াল
Image Credit: INSTAGRAM
| Updated on: Jul 14, 2025 | 5:35 PM
Share

একসঙ্গে ব্যাডমিন্টন শেখা। একই খেলার প্রতি ভালোবাসা। আর সেই ভালোবাসাই বন্ধুত্ব গাঢ় করে। বন্ধুত্ব পরিণত হয় ভালোবাসায়। যার ফলে গড়ে তুলেছিলেন এক ভালো-বাসা। কিন্তু তাতে ফাঁটল ধরেছে। ভারতের ব্যাডমিন্টন তারকা জুটি বিচ্ছিন্ন। ভারতীয় ব্যাডমিন্টনের কিংবদন্তি সাইনা নেহওয়াল ঘোষণা করেছেন, পারুপল্লী কাশ্যপের সঙ্গে তাঁর বিচ্ছেদের কথা। দু-জনের সম্মতিতে শান্তির খোঁজে এই ছাড়াছাড়ি, এমনটাই জানিয়েছেন সাইনা।

ভারতের টেনিস তারকা পারুপল্লী কাশ্য়প। দেশের হয়ে নানা পদক জিতেছেন। তেমনই ভারতীয় ব্য়াডমিন্টনকে বিশ্বের দরবারে এগিয়ে দিয়েছিলেন সাইনা নেহওয়াল। রয়েছে অলিম্পিক পদকও। ২০১৮ সালে দীর্ঘদিনের বন্ধু, প্রেমিক পারুপল্লী কাশ্য়পকে বিয়ে করেন সাইনা নেহওয়াল। সংসার সুখেই চলছিল। তবে অনেক সময়ই তা দীর্ঘস্থায়ী হয় না। তাঁদের জীবনেও এমন কিছুই হয়তো! সাত বছরের বিবাহিত জীবনের ইতি। বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন সাইনাই।

সোশ্যাল মিডিয়া পোস্টে ভক্তদের জন্য মন ভাঙা বার্তায় সাইনা লিখেছেন, ‘অনেক সময় জীবন আমাদের ভিন্ন পথে নিয়ে যায়। অনেক চিন্তা-ভাবনার পর পারুপল্লী ও আমি মিলিত ভাবে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। শান্তি, দু-জনের উন্নতি এবং মানসিক স্বাস্থ্যের জন্য দু-জনের ক্ষেত্রেই তা জরুরি হয়ে উঠেছিল।’ সাইনা আরও যোগ করেন, ‘একসঙ্গে কাটানো মুহূর্তগুলো আজীবনের সম্পদ হয়ে থাকবে। পারুপল্লীকে নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা। আশা করি ভক্তরা এই পরিস্থিতি বুঝবেন এবং আমাদের ব্য়ক্তিগত জীবনে একটু শান্তিতে থাকার সুযোগ করে দেবেন।’