কোপেনহেগেন: আর কখনও যাতে হৃদরোগের সমস্যায় পড়তে না হয়, তার জন্য আইসিডি বা হার্ট স্টার্টার ডিভাইস বসবে ক্রিশ্চিয়ান এরিকসেনের (Christian Eriksen) বুকে। বৃহস্পতিবার ডেনমার্ক (Denmark) টিমের ডাক্তার মর্টেন বোয়েসেন জানিয়েছেন এক বিবৃতিতে।
ফিনল্যান্ডের বিরুদ্ধে ইউরো কাপের প্রথম ম্যাচে হঠাত্ই মাঠে হৃদরোগে আক্রান্ত হন এরিকসেন। প্রাথমিক চিকিত্সায় সাড়া দেওয়ার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। বেশ কিছু ডাক্তারি পরীক্ষার পর আইসিডি বা হার্ট স্টার্টার বসানোর সিদ্ধান্তে পৌঁছেছেন চিকিত্সকরা।
ডাঃ বোয়েসন বলেছেন, ‘হঠাত্ হৃদরোগে আক্রান্ত হলে এইরকম যন্ত্রের দরকার পড়ে। যাতে হৃদযন্ত্রের ছন্দ ব্যহত না হয়। এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন এরিকসেন।’ কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। তাঁ। কথায়, ‘হঠাত্ করে হৃদরোগে আক্রান্ত হলে আইসিডি বসানোর পরামর্শ দেন চিকিত্সকরা। এরিকসেনের ক্ষেত্রেও তাই কোনও রকম ঝুঁকি না নিয়ে এই পথই বেছে নেওয়া হয়েছে। এই সময় ক্রিশ্চিয়ান ও তাঁর পরিবারের পাশে সবাই থাকুন, এই প্রত্যাশ্যাই করব।’
এরিকসেনকে নিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ ডেনমার্কের ফুটবল ফেডারেশন। তাই যাবতীয় শারীরিক পরীক্ষা করিয়ে নিশ্চিত হতে চাইছে তারা। দ্রুত আইসিডি বসানোর কাজও সেরে ফেলা হবে।
একই সঙ্গে আরও জোরালো হয়ে উঠছে প্রশ্ন, এরিকসেন কি আর ফুটবল খেলতে পারবেন? পরিস্থিতি যে দিকে গড়াচ্ছে, তাতে হয়তো ফুটবল মাঠে আর নামা হবে না ইন্তার মিলানের মিডফিল্ডারের। আপতত কেউই এ সব নিয়ে ভাবছেন না। সবাই চাইছেন, দ্রুত সুস্থ হয়ে উঠুন।
আরও পড়ুন: EURO 2020 : আজ এরিকসনের জন্য গলা ফাটাবেন দর্শকরা, অভিনব উদ্যোগ লুকাকুরও