CWG 2022 Highlights, Day 6: কমনওয়েলথে ইতিহাস সৌরভ-তেজস্বিনের, জুডোয় পদক তুলিকার ; ভারোত্তোলনে দশম পদক ভারতের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 04, 2022 | 11:49 AM

Commonwealth Games 2022 Day 6 Live Updates in Bengali: বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের ষষ্ঠ দিনে ভারতীয় অ্যাথলিটদের পারফরম্যান্সের খুটিনাটি খবর জানতে চোখ রাখুন লাইভ আপডেটে।

CWG 2022 Highlights, Day 6: কমনওয়েলথে ইতিহাস সৌরভ-তেজস্বিনের, জুডোয় পদক তুলিকার ; ভারোত্তোলনে দশম পদক ভারতের
কমনওয়েলথ গেমসের ছয় নম্বর দিনে নজরে ভারতীয় অ্যাথলিটরা

Follow Us

বার্মিংহ্যাম: বুধবার ছিল বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) ছয় নম্বর দিন। ভারতের ঝুলিতে এখনও অবধি এ বারের কমনওয়েলথ থেকে এসেছে ১৮টি পদক। ১০টি এসেছে ভারোত্তোলন বিভাগ থেকে। ৩টি জুডো থেকে। ১টি লন বল থেকে। ১টি ব্যাডমিন্টন থেকে ও ১টি টেবল টেনিস, ১টি স্কোয়াশ এবং ১টি হাই জাম্প থেকে। ইতিহাস গড়লেন বাংলার ছেলে সৌরভ ঘোষাল। প্রথম ভারতীয় স্কোয়াশ সিঙ্গলস খেলোয়াড় হিসেবে ব্রোঞ্জ পদক জিতলেন। ইতিহাসে পা রেখেছেন অ্যাথলিট তেজস্বিন শঙ্করও। হাই জাম্পে প্রথম বার কোনও ভারতীয় পদক জিতল। এছাড়া জুডো থেকে তুলিকা মান, ভারোত্তোলন থেকে গুরদীপ সিং পদক পেয়েছেন। সেমিফাইনালে পা রেখেছে ভারতের মহিলা ক্রিকেট টিম। পদক নিশ্চিত করেছেন বক্সার নিখাত জারিন। তবে কোয়ার্টার ফাইনাল থেকে হেরে বিদায় নিয়েছেন অলিম্পিকে পদক জয়ী বক্সার লভলিনা বরগোহাইন।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 04 Aug 2022 02:36 AM (IST)

    বক্সিং: আশিস কুমারের হার

    বুধবার বক্সিংয়ে ভারতের মোট পাঁচটি কোয়ার্টার ফাইনাল থেকে এল তিনটি পদক। ৭০-৮০ কেজি লাইট হেভিওয়েটে দিনের শেষ ম্যাচটি হেরে গেলেন বক্সার আশিস কুমার।

  • 04 Aug 2022 02:11 AM (IST)

    ইতিহাস তেজস্বিন শঙ্করের

    হাই জাম্পে এই প্রথম কোনও ভারতীয় পদক জিতলেন। ছেলেদের হাই জাম্পে ব্রোঞ্জ পেয়ে ইতিহাস তেজস্বিন শঙ্করের।


  • 04 Aug 2022 01:56 AM (IST)

    বক্সিং: অ্যাকশনে আশিস কুমার

    ছেলেদের ৮০ কেজি লাইট হেভিওয়েটের কোয়ার্টার ফাইনাল। ভারতের আশিস কুমার বনাম ইংল্যান্ডের অ্যারন বওয়েন।

  • 04 Aug 2022 01:40 AM (IST)

    ক্রিকেট: সেমিফাইনালে হরমনপ্রীতরা

    বার্বাডোজকে ১০০ রানের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে পা রাখল ভারতের মেয়েদের ক্রিকেট দল।

  • 04 Aug 2022 01:29 AM (IST)

    হাই জাম্প: তেজস্বিনের ব্রোঞ্জ

    ছেলেদের হাই জাম্প ফাইনালে দারুণ পারফরম্যান্স তেজস্বিন শঙ্করের। কড়া টক্কর দিচ্ছিলেন তিনি। শেষমেশ তৃতীয় স্থানে শেষ করে ব্রোঞ্জ নিয়ে ঘরে ফিরছেন। বার্মিংহ্যামে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতের এটি প্রথম পদক।

  • 04 Aug 2022 01:26 AM (IST)

    শট পুট: দ্বাদশ স্থানে শেষ করলেন মনপ্রীত

    মেয়েদের শট পুট ফাইনালে দ্বাদ্বশ স্থানে শেষ করলেন মনপ্রীত কউর। ফাইনালে তাঁর সেরা থ্রো ১৫.৫৯ মিটার।

  • 04 Aug 2022 01:24 AM (IST)

    বক্সিং: লভলিনার হার

    ৭০ কেজির লাইট মিডল ওয়েটের সেমিফাইনালে উঠতে পারলেন না বক্সার লভলিনা বরগোহাইন। ২-৩ ব্যবধানে ওয়েলস প্রতিপক্ষর কাছে হেরে গেলেন লভলিনা।

  • 04 Aug 2022 01:21 AM (IST)

    হাই জাম্প: ২.২৫ মিটার বার

    প্রথম দু’বারের প্রচেষ্টায় ২.২৫ মিটারের বার অতিক্রম করতে পারলেন না তেজস্বিন শঙ্কর। আর একবার সুযোগ পাবেন তিনি। বর্তমানে তৃতীয় স্থানে রয়েছেন।

  • 04 Aug 2022 01:08 AM (IST)

    বক্সিং: অ্যাকশনে লভলিনা

    ৭০ কেজি লাইট মিডলওয়েটের কোয়ার্টারফাইনালের বাউটে লভলিনা বরগোহাইন। প্রতিপক্ষ ওয়েলস বক্সার রোজি একলেস।

  • 04 Aug 2022 01:06 AM (IST)

    শট পুট: দ্বাদশ স্থানে মনপ্রীত

    দ্বিতীয় প্রচেষ্টায় ১৫.৫৬ মিটার থ্রো করে শট পুট ফাইনালের দ্বাদশ স্থানে মনপ্রীত কউর।

  • 04 Aug 2022 01:00 AM (IST)

    ভারোত্তোলন: দশম পদক ভারতের

    ভারোত্তোলনে পদকের বৃষ্টি। ১০৯ কেজি হেভিওয়েটে ব্রোঞ্জ জিতলেন গুরদীপ সিং। এই নিয়ে ভারোত্তোলনে দশম পদক ভারতের।

     

     

  • 04 Aug 2022 12:57 AM (IST)

    শট পুট: অ্যাকশনে মনপ্রীত

    ১৫.৫৭ মিটার থ্রো করে শট পুট শুরু করলেন মনপ্রীত কউর।

  • 04 Aug 2022 12:48 AM (IST)

    হাই জাম্প: যুগ্মভাবে শীর্ষে তেজস্বিন

    ২.১৯ মিটার হার্ডলস টপকে পুরুষদের হাই জাম্পের ফাইনালে যুগ্মভাবে শীর্ষে ভারতের তেজস্বিন শঙ্কর।

  • 04 Aug 2022 12:26 AM (IST)

    হাই জাম্প: তেজস্বীন শঙ্করের প্রথম প্রচেষ্টা সফল

    প্রথম প্রচেষ্টাতেই ২.১৫ মিটার অতিক্রম তেজস্বীন শঙ্করের। এখনও পর্যন্ত প্রথম প্রচেষ্টায় ৩ জন অ্যাথলিট ২.১৫ -এর গণ্ডি অতিক্রম করেছেন।

  • 04 Aug 2022 12:09 AM (IST)

    হাই জাম্প: ফাইনালের ম্যাচে তেজস্বীন শঙ্কর

    ছেলেদের হাই জাম্পের ফাইনালে তেজস্বিন শঙ্কর। ২.১০ মিটার হার্ডলস সহজেরই পার করে ফেললেন।

  • 03 Aug 2022 11:49 PM (IST)

    বক্সিং: পদক নিশ্চিত নিখাতের

    কমনওয়েবথ গেমসে বিশ্ব চ্যাম্পিয়ন খেতাবের মান বজায় রেখেছেন বক্সার নিখাত জারিন। কোয়ার্টার ফাইনাল বাউট জিতে ক্যামেরার দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠলেন ‘হ্যাপি বার্থডে আম্মি’ বলে। কমনওয়েলথ গেমস পদক নিশ্চিত করে মাকে জন্মদিনের উপহার নিখাতের।

  • 03 Aug 2022 11:46 PM (IST)

    জুডো: তুলিকার রুপো

    জুডোয় তুলিকা মান বনাম সারা অ্যাডলিংটন গোল্ড  মেডেল ম্যাচে হেরে গিয়ে ব্রোঞ্জ পদকে শেষ করলেন ভারতীয় প্রতিযোগী।

     

  • 03 Aug 2022 11:31 PM (IST)

    চোখের জলে ভাসলেন সৌরভ

    এই প্রথম কোনও ভারতীয় স্কোয়াশ খেলোয়াড় সিঙ্গলসে পদক জিতলেন। ইতিহাস গড়ে আবেগপ্রবণ সৌরভ ঘোষাল। ম্যাচ শেষে বারবার চোখ মুছতে দেখা গেল তাঁকে।

  • 03 Aug 2022 10:51 PM (IST)

    স্কোয়াশ: সৌরভের ব্রোঞ্জ

    ঝড়ের গতিতে ইংল্যান্ডের প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচ জিতে ব্রোঞ্জ পেলেন বাঙালি স্কোয়াশ খেলোয়াড় সৌরভ ঘোষাল। একতরফা ম্যাচ ৩-০তে জিতলেন। ম্যাচের ফলাফল ১১-৬, ১১-১, ১১-৪।

  • 03 Aug 2022 10:44 PM (IST)

    স্কোয়াশ: আসছে পদক

    প্রথম দুটি গেম জিতে নিয়েছেন সৌরভ ঘোষাল। তৃতীয় গেমের খেলা চলছে। সেখানেও দাপট বাঙালি স্কোয়াশ খেলোয়াড়ের। ব্রোঞ্জ নিশ্চিত।

  • 03 Aug 2022 10:38 PM (IST)

    স্কোয়াশ: দ্বিতীয় গেম জিতলেন সৌরভ

    দ্বিতীয় গেমে প্রতিপক্ষকে দাঁড়াতেই দিলেন না সৌরভ ঘোষাল। এক তরফা দাপটে ১১-১ ব্যবধানে গেম জিতে নিলেন।

  • 03 Aug 2022 10:23 PM (IST)

    স্কোয়াশ: ব্রোঞ্জ পদক ম্যাচে প্রথম গেমে জিতলেন সৌরভ

    স্কোয়াশে পুরুষদের সিঙ্গলসে ব্রোঞ্জ পদক ম্যাচে, ইংল্যান্ডের জেমস উইলস্ট্রপের বিরুদ্ধে প্রথম গেমে ১১-৬ ব্যবধানে জিতলেন ভারতের সৌরভ ঘোষাল।

  • 03 Aug 2022 10:12 PM (IST)

    স্কোয়াশ: ব্রোঞ্জ পদক ম্যাচে অ্যাকশনে সৌরভ

    স্কোয়াশে পুরুষদের সিঙ্গলসে ইংল্যান্ডের জেমস উইলস্ট্রপের বিরুদ্ধে সৌরভ ঘোষাল নামলেন ব্রোঞ্জ পদক ম্যাচে

  • 03 Aug 2022 10:08 PM (IST)

    স্কোয়াশ: প্লেট ফাইনালে জিতলেন সুনয়না

    সুনয়না কুরুভিল্লা জিতলেন স্কোয়াশে মহিলাদের সিঙ্গলসের প্লেট ফাইনালে। গায়ানার মেরি ফাঙকে ১১-৭, ১৩-১১, ১১-২ ব্যবধানে হারালেন সুনয়না।

  • 03 Aug 2022 09:02 PM (IST)

    স্কোয়াশ: সৌরভ নামবেন ব্রোঞ্জ পদক ম্যাচে

    স্কোয়াশে পুরুষদের সিঙ্গলসে সৌরভ ঘোষাল আজ রাত ৯টা ৩০ মিনিট নাগাদ নামবেন ব্রোঞ্জ পদক ম্যাচে। সেই ম্যাচে তাঁর প্রতিপক্ষ ইংল্যান্ডের জেমস উইলস্ট্রপ।

  • 03 Aug 2022 08:49 PM (IST)

    ভারোত্তোলন: পারলেন না পূর্ণিমা পান্ডে

    মহিলাদের ভারোত্তোলনের ৮৭ কেজি বিভাগে ক্লিন অ্যান্ড জার্কে দ্বিতীয় বারের পর তৃতীয় বারের প্রয়াসেও ভারতের পূর্ণিমা পান্ডে ১৩৩ কেজি তুলতে পারলেন না। যার ফলে পদকের দৌড় থেকে ছিটকে গেলেন তিনি।

  • 03 Aug 2022 08:46 PM (IST)

    ভারোত্তোলন: ক্লিন অ্যান্ড জার্কে পূর্ণিমা পান্ডের দ্বিতীয় প্রয়াস

    মহিলাদের ভারোত্তোলনের ৮৭ কেজি বিভাগে ক্লিন অ্যান্ড জার্কে দ্বিতীয় বারের প্রয়াসে ভারতের পূর্ণিমা পান্ডে ১৩৩ কেজি তুলতে পারেননি। ছয় নম্বরে শেষ করলেন তিনি।

  • 03 Aug 2022 08:35 PM (IST)

    ভারোত্তোলন: ক্লিন অ্যান্ড জার্কে পূর্ণিমা পান্ডের প্রথম প্রয়াস

    মহিলাদের ভারোত্তোলনের ৮৭ কেজি বিভাগে ক্লিন অ্যান্ড জার্কে প্রথম বারের প্রয়াসে ভারতের পূর্ণিমা পান্ডে ১২৫ কেজি তুলে দ নিলেন।

  • 03 Aug 2022 08:03 PM (IST)

    হকি: কানাডার বিরুদ্ধে জিতল ভারত

    গ্রুপ স্টেজে পুল বি-তে ভারত তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল কানাডার। এই ম্যাচে কানাডাকে ৮ গোলের মালা পরিয়েছেন হরমনপ্রীতরা।

  • 03 Aug 2022 07:51 PM (IST)

    ভারোত্তোলন: স্ন্যাচে পূর্ণিমা পান্ডের তৃতীয় প্রয়াস

    মহিলাদের ভারোত্তোলনের ৮৭ কেজি বিভাগে স্ন্যাচে তৃতীয় বারের প্রয়াসে ভারতের পূর্ণিমা পান্ডে ১০৮ কেজি তুলতে ব্যর্থ হলেন। ফলে স্ন্যাচে তাঁর সেরা ১০৩ কেজি।

  • 03 Aug 2022 07:44 PM (IST)

    ভারোত্তোলন: স্ন্যাচে পূর্ণিমা পান্ডের দ্বিতীয় প্রয়াস

    মহিলাদের ভারোত্তোলনের ৮৭ কেজি বিভাগে স্ন্যাচে প্রথম বার না পারলেও, দ্বিতীয় বারের প্রয়াসে ভারতের পূর্ণিমা পান্ডে তুলে নেন ১০৩ কেজি।

  • 03 Aug 2022 07:44 PM (IST)

    ভারোত্তোলন: স্ন্যাচে পূর্ণিমা পান্ডের প্রথম প্রয়াস

    মহিলাদের ভারোত্তোলনের ৮৭ কেজি বিভাগে স্ন্যাচে প্রথম বারের প্রয়াসে ভারতের পূর্ণিমা পান্ডে ১০৩ কেজি তুলতে পারলেন না।

  • 03 Aug 2022 07:35 PM (IST)

    হকি: গোওওললল…

    ৩৮ মিনিটের মাথায় ভারতের হয়ে চতুর্থ গোল করলেন আকাশদীপ

    ভারত ৫ : কানাডা ০

  • 03 Aug 2022 07:16 PM (IST)

    ভারোত্তোলন: অ্যাকশনে পূর্ণিমা পান্ডে

    মহিলাদের ভারোত্তোলনের ৮৭ কেজি বিভাগে অ্যাকশনে ভারতের পূর্ণিমা পান্ডে।

  • 03 Aug 2022 07:10 PM (IST)

    হকি: গোওওললল…

    ২৭ মিনিটের মাথায় ভারতের হয়ে চতুর্থ গোল করলেন গুরজন্ত সিং।

    ভারত ৪ : কানাডা ০

  • 03 Aug 2022 07:06 PM (IST)

    হকি: গোওওললল…

    ২০ মিনিটের মাথায় ভারতের হয়ে তৃতীয় গোল করলেন ললিত উপাধ্যায়।

    ভারত ৩ : কানাডা ০

  • 03 Aug 2022 07:01 PM (IST)

    হকি: ভারতের পুরুষ হকি দল নেমেছে কানাডার বিরুদ্ধে

    • প্রথম কোয়ার্টারে জোড়া গোল ভারতের।
    • ৭ মিনিটের মাথায় প্রথম গোল হরমনপ্রীত সিংয়ের।
    • ১০ মিনিটের মাথায় দ্বিতীয় গোল অমিত রুইদাসের।
  • 03 Aug 2022 06:18 PM (IST)

    বক্সিং: পদক নিশ্চিত করলেন হুসামুদ্দিন মহম্মদ 

    পুরুষদের ৫৭ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে নামিবিয়ার বক্সারকে হারালেন হুসামুদ্দিন মহম্মদ। এবং ভারতের জন্য় আরও একটি পদক নিশ্চিত করলেন হুসামুদ্দিন

  • 03 Aug 2022 06:12 PM (IST)

    ভারোত্তোলন: নজরে পূর্ণিমা পান্ডে

    আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ভারোত্তোলনে মহিলাদের ৮৭ কেজি বিভাগে নামতে চলেছেন পূর্ণিমা পান্ডে

  • 03 Aug 2022 05:07 PM (IST)

    হকি: ৩-২ গোলে জিতল ভারত

    কানাডার বিরুদ্ধে ৩-২ ব্যবধানে জিতল ভারতের মেয়েরা। এবং সেমিফাইনালে পৌঁছে গেল ভারতীয় মহিলা দল

  • 03 Aug 2022 05:06 PM (IST)

    বক্সিং: মহিলাদের ৪৮ কেজি বিভাগের সেমি ফাইনালে নীতু গংঘাস

    ভারতীয় বক্সার নীতু গংঘাস নর্দান আয়ারল্যান্ডের নিকোলা ক্লাইদিকে হারিয়ে মহিলাদের ৪৮ কেজি বিভাগের সেমিফাইনালে পৌঁছে গেলেন।

  • 03 Aug 2022 05:03 PM (IST)

    জুডো: ফাইনালে তুলিকা

    মহিলাদের +৭৮ কেজি বিভাগের সেমিফাইনালে নিউজিল্যান্ডের সিডনি অ্যান্ড্রুসকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেলেন ভারতীয় জুডোকা তুলিকা মান। এ বার তুলিকা নামবেন সোনার লড়াইয়ে। আপাতত জুডো থেকে ভারতের আরও একটি রুপো নিশ্চিত

     

  • 03 Aug 2022 04:59 PM (IST)

    হকি: গোওওললল

    তৃতীয় কোয়ার্টারে ভারতের গোল। ৩-২ এগিয়ে গেল ভারত

  • 03 Aug 2022 04:55 PM (IST)

    ভারোত্তোলন: বাড়ল ভারতের পদক সংখ্যা, লভপ্রীতের ঝুলিতে ব্রোঞ্জ

    ভারোত্তোলন থেকে এই নিয়ে নবম পদক এল ভারতের ঝুলিতে। আর ভারতের মোট পদক সংখ্যা আপাতত গিয়ে দাঁড়াল ১৪টি

    পড়ুন বিস্তারিত: CWG 2022: বাড়ল ভারতের পদক সংখ্যা, লভপ্রীতের ঝুলিতে ব্রোঞ্জ

     

  • 03 Aug 2022 04:46 PM (IST)

    প্যারা টেবল টেনিস: জয় দিয়ে ভাবিনার যাত্রা শুরু

    ভারতের প্যারা টেবিল টেনিস খেলোয়াড় ভাবিনা প্যাটেল জয় দিয়ে মাল্টি স্পোর্টস ইভেন্টের যাত্রা শুরু করেছেন। তিনি অস্ট্রেলিয়ার দানিয়া ডি তোরোকে ৩-১ ব্যবধানে হারিয়েছেন। টোকিও প্যারালিম্পিকের চ্যাম্পিয়নের কাছ থেকে সোনার আশা রয়েছে দেশবাসীর

  • 03 Aug 2022 04:43 PM (IST)

    হকি: তৃতীয় কোয়ার্টার শেষে ভারত ২ : কানাডা ২

    তৃতীয় কোয়ার্টারে কোনও গোল করতে পারেননি সবিতারা। তবে একটি গোল শোধ করেছে কানাডা।

  • 03 Aug 2022 04:36 PM (IST)

    স্কোয়াশ: শেষ ১৬-তে জোৎস্না-হরিন্দর

    স্কোয়াশের মিক্সড ডাবলসের শেষ ১৬-তে পৌঁছে গেলেন জোৎস্না-হরিন্দর

  • 03 Aug 2022 04:32 PM (IST)

    জুডো: সেমিফাইনালে তুলিকা মান

    মরিসাসের ট্র্যাকি ডারহোনকে হারিয়ে ভারতীয় জুডোকা তুলিকা মান পৌঁছে গেলেন মহিলাদের +৭৮ কেজি বিভাগের সেমিফাইনালে। সেখানে তাঁর প্রতিপক্ষ নিউজিল্যান্ডের সিডনি অ্যান্ড্রুস।

     

  • 03 Aug 2022 04:28 PM (IST)

    হকি: চলছে তৃতীয় কোয়ার্টার

    • প্রথম কোয়ার্টারে ভারত এগিয়ে ছিস ১-০ ব্যবধানে।
    • দ্বিতীয় কোয়ার্টারে সমতায় ফেলে কানাডা।
    • তবে দ্বিতীয় কোয়ার্টারেই ফের এগিয়ে যায় ভারত।  ভারতের হয়ে দ্বিতীয় গোলটি করেন নভনীত।
    • আপাতত স্কোরলাইন ভারত ২ : কানাডা ১
  • 03 Aug 2022 04:00 PM (IST)

    ভারোত্তোলন: ব্রোঞ্জ লভপ্রীতের

    চলতি কমনওয়েলথ গেমসে ভারোত্তোলন থেকে এল আরও একটি পদক। এ বার পুরুষদের ১০৯ কেজিতে ব্রোঞ্জ পেলেন ভারতের লভপ্রীত সিং। স্ন্যাচে সেরা ১৬৩ কেজি তুলেছিলেন তিনি। ক্লিন অ্যান্ড জার্কে সেরা ১৯২ কেজি তোলেন তিনি। মোট ৩৫৫ কেজি তুলে ব্রোঞ্জ পেলেন লভপ্রীত।

  • 03 Aug 2022 03:45 PM (IST)

    ভারোত্তোলন: ক্লিন অ্যান্ড জার্কে লভপ্রীতের তৃতীয় প্রচেষ্টা

    পুরুষদের ১০৯ কেজি ভারোত্তোলনে ক্লিন অ্যান্ড জার্কে তৃতীয় বারের প্রয়াসে ১৯২ কেজি তুললেন লভপ্রীত সিং।

     

  • 03 Aug 2022 03:44 PM (IST)

    হকি: গোওওললল

    সালিমা তেতে এগিয়ে দিলেন ভারতকে।

    ভারত ১ : কানাডা ০

  • 03 Aug 2022 03:39 PM (IST)

    ভারোত্তোলন: ক্লিন অ্যান্ড জার্কে লভপ্রীতের দ্বিতীয় প্রচেষ্টা

    পুরুষদের ১০৯ কেজি ভারোত্তোলনে ক্লিন অ্যান্ড জার্কে দ্বিতীয় বারের প্রয়াসে ১৮৯ কেজি তুললেন লভপ্রীত সিং।

     

  • 03 Aug 2022 03:34 PM (IST)

    ভারোত্তোলন: ক্লিন অ্যান্ড জার্কে লভপ্রীতের প্রথম প্রচেষ্টা

    পুরুষদের ১০৯ কেজি ভারোত্তোলনে ক্লিন অ্যান্ড জার্কে প্রথম বারের প্রয়াসে ১৮৫ কেজি তুললেন লভপ্রীত সিং।

     

  • 03 Aug 2022 03:32 PM (IST)

    হকি: কানাডার বিরুদ্ধে ভারতের মেয়েদের গ্রুপ স্টেজের শেষ ম্যাচ

    হকিতে ভারতের মহিলা দল গ্রুপ স্টেজের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে কানাডার।

  • 03 Aug 2022 03:17 PM (IST)

    লন বল: ওমেন্স প্যারিসে জিতল ভারত, পুরুষদের সিঙ্গলসে জিতলেন মৃদুল

    • লন বলে ওমেন্স প্যারিস – সেকশন বি – রাউন্ড ২ -তে ভারতের মেয়েরা ২৩-৬ ব্যবধানে হারাল নিউকে।
    • লন বলে পুরুষদের সিঙ্গলসে – সেকশন ডি – রাউন্ড ২ -তে ভারতের মৃদুল বরগোহাইন হারালেন ফকল্যান্ড আইল্যান্ডের ক্রিস লোকিকে।

     

  • 03 Aug 2022 03:02 PM (IST)

    আজ বিশেষ নজরে এই ইভেন্টগুলি

    ভারতীয় বক্সাররা আজ জিতলেই পদক নিশ্চিত…

    ভারোত্তোলন

    • লভপ্রীত সিং: পুরুষ ১০৯ কেজি : দুপুর ২টো থেকে
    • পূর্ণিমা পাণ্ডে: মহিলা ৮৭ কেজি : বিকেল ৬.৩০
    • গুরুদীপ সিং: পুরুষ ১০৯ কেজি : রাত ১১টা

    শট পুট

    • মেয়েদের শট পুট ফাইনাল : সীমা পুনিয়া (রাত ১২.৩৫)

    বক্সিং

    1.  মহিলাদের ৪৫ কেজি থেকে ৪৮ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনাল: নীতু গংঘাস (বিকেল ৪.৪৫)
    2. ৪৮ থেকে ৫০ কেজি কোয়ার্টার ফাইনাল : নিখাত জারিন (রাত ১১.১৫)
    3.  ৬৬ থেকে ৭০ কেজি কোয়ার্টার ফাইনাল : লভলিনা বরগোহাইন (রাত ১২.৪৫)
    4. ৫৪ থেকে ৫৭ কেজি কোয়ার্টার ফাইনাল : হুসামুদ্দিন মহম্মদ (৫.৪৫)
    5. ৭৫ থেকে ৮০ কেজি কোয়ার্টার ফাইনাল : আশিস কুমার (রাত ২.০০টো)

    স্কোয়াশ

    •  স্কোয়াশে পুরুষ সিঙ্গলস (ব্রোঞ্জ ম্যাচ) সৌরভ ঘোষাল : রাত ৯.৩০

    হাইজাম্প

    • তেজস্বিন শঙ্কর – ছেলেদের হাই জাম্প ফাইনাল – রাত ১১:৩০
  • 03 Aug 2022 02:59 PM (IST)

    ভারোত্তোলন: লভপ্রীত স্ন্যাচে তৃতীয় বার তুললেন ১৬৩ কেজি

    পুরুষদের ১০৯ কেজি ভারোত্তোলনে স্ন্যাচে তৃতীয় বারের প্রয়াসে ১৬৩ কেজি তুললেন লভপ্রীত

  • 03 Aug 2022 02:57 PM (IST)

    ভারোত্তোলন: লভপ্রীত স্ন্যাচে দ্বিতীয় বার তুললেন ১৬১ কেজি

    পুরুষদের ১০৯ কেজি ভারোত্তোলনে স্ন্যাচে দ্বিতীয় বারের প্রয়াসে ১৬১ কেজি তুললেন লভপ্রীত

  • 03 Aug 2022 02:53 PM (IST)

    ভারোত্তোলন: অ্যাকশনে লভপ্রীত

    পুরুষদের ১০৯ কেজি ভারোত্তোলনে স্ন্যাচে প্রথম প্রয়াসে ১৫৭ কেজি তুললেন লভপ্রীত

  • 03 Aug 2022 02:45 PM (IST)

    জুডো: দীপক দেসওয়াল কোয়ার্টার ফাইনালে

    পুরুষদের ১০০ কেজি বিভাগে এরিক ফৌদাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন দীপক দেসওয়াল।

     

  • 03 Aug 2022 01:43 PM (IST)

    লন বল: পুরুষদের সিঙ্গলসে অ্যাকশনে মৃদুল

    লন বলে পুরুষদের সিঙ্গলসে অ্যাকশনে ভারতের মৃদুল বরগোহাইন

  • 03 Aug 2022 12:58 PM (IST)

    ভারোত্তোলন: নজরে লভপ্রীত সিং

    আজ ভারোত্তোলনে পুরুষদের ১০৯ কেজি বিভাগে নজরে থাকবেন ভারতের লভপ্রীত সিং।

  • 03 Aug 2022 12:57 PM (IST)

    সাইক্লিং: দেশে ফিরে এলেন ভারতের সাইক্লিস্টরা

    বার্মিংহ্যাম থেকে দেশে ফিরে এলেন ভারতের সাইক্লিস্টরা।

  • 03 Aug 2022 12:34 PM (IST)

    ৩ অগস্ট নজরে ভারতের যে ইভেন্টগুলি

    আজ নজরে ভারতের যে ইভেন্টগুলি, দেখে নিন সূচিতে –

  • 03 Aug 2022 12:29 PM (IST)

    এক ঝলকে দেখুন আজকের সূচি

    নজর ষষ্ঠ দিনের দিকে। আজ বেশ কয়েকটি ইভেন্ট থেকে পদক জয়ের সম্ভাবনা

    পড়ুন বিস্তারিত – CWG 2022 India Day 6 Schedule: মঙ্গলে ফলেছে জোড়া সোনা, বুধে ভারতের ঝুলিতে আসছে কটা পদক?