CWG 2022: বার্মিংহ্যাম কমনওয়েলথে প্রথম পদক ভারতের, ভারোত্তোলনে রুপো পেলেন সংকেত

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 30, 2022 | 5:09 PM

Commonwealth Games 2022: বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিন রুপো পেলেন ভারতীয় ভারোত্তোলক সংকেত মহাদেব।

CWG 2022: বার্মিংহ্যাম কমনওয়েলথে প্রথম পদক ভারতের, ভারোত্তোলনে রুপো পেলেন সংকেত
বার্মিংহ্যাম কমনওয়েলথে প্রথম পদক ভারতের, ভারোত্তলনে রুপো পেলেন সংকেত

Follow Us

বার্মিংহ্যাম: এ বারের কমনওয়েলথ গেমসের (Birmingham Commonwealth Games 2022) দ্বিতীয় দিনই ভারতকে পদক এনে দিলেন ভারতের সংকেত মহাদেব সারগর (Sanket Mahadev Sargar)। অল্পের জন্য সেই পদকের রং সোনা হল না। ক্লিন অ্যান্ড জার্কে দ্বিতীয় প্রয়াসের সময় ডান হাতের কুনুইয়ে চোট পেয়ে যান সংকেত। যার ফলে তাঁকে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনই ভারতের পদক জয়ের সম্ভবনা ছিল ভারোত্তোলন থেকে। সেই সম্ভবনা বাস্তবে পরিণত করলেন নাগপুরের ২১ বছরের তরুণ সংকেত। কমনওয়েলথে পুরুষদের ভারোত্তোলনের ৫৫ কেজি বিভাগে রুপো পেলেন তিনি।

মাত্র ১ কেজির ব্যবধানে সোনা হাতছাড়া হল সংকেতের। পুরুষদের ৫৫ কেজি বিভাগের ভারোত্তোলনে সোনা জিতেছেন মালয়েশিয়ার বিন কাসদান মহম্মদ আনিক। স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মোট ২৪৯ কেজি তোলেন তিনি। ভারতের সংকেত সারগর স্ন্যাচে প্রথম প্রয়াসে তু্লেছিলেন ১০৭ কেজি। স্ন্যাচে দ্বিতীয় প্রয়াসে তিনি তোলেন ১১১ কেজি। এবং স্ন্যাচে তৃতীয় প্রয়াসে তিনি তোলেন সব থেকে বেশি, ১১৩ কেজি। এরপর পুরুষদের ৫৫ কেজি বিভাগে ক্লিন অ্যান্ড জার্কে প্রথম প্রয়াসে সংকেত তোলেন ১৩৫ কেজি। ক্লিন অ্যান্ড জার্কে দ্বিতীয় প্রয়াসে ১৪১ কেজি তুলতে গিয়ে ডান হাতের কুনুইয়ে চোট পান সংকেত। যার ফলে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মোট ২৪৮ কেজি তুলে পুরুষদের ৫৫ কেজি বিভাগে রুপো পেলেন ভারতের সংকেত।

রুপো পাওয়ার পর সংকেত বলেন, “আমি আমার রুপোর পদক স্বাধীনতা সংগ্রামীদের উৎসর্গ করতে চাই। যাঁরা ভারতের স্বাধনতার জন্য নিজেদের জীবন দিয়েছেন।”

২০২০ সালে খেলো ইন্ডিয়া যুব গেমস থেকে উত্থান সংকেতের। তার ঠিক আগেই অবশ্য সিনিয়র ওয়েটলিফ্টিং ন্যাশনালেও চ্যাম্পিয়ন হয়েছিল। ৫৫ কেজি বিভাগের বার্মিংহ্যাম গেমসে যে তিনি দারুণ কিছু করতে পারেন, তা নিয়ে একপ্রকার নিশ্চিতই ছিল ভারতীয় ক্রীড়ামহল। কোলাপুরের শিবাজী ইউনিভার্সিটির ছাত্রের লক্ষ্য ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে নামা। আর সেই লক্ষ্যপূরণের জন্য দিনে ১২ ঘণ্টা প্র্যাক্টিস করেন। তারই সুফল পেলেন বার্মিংহ্যাম গেমসের দ্বিতীয় দিনই।

Next Article