Ajaz Patel: ১০ উইকেট নিয়ে পরের টেস্টে বাদ পড়লেন আজাজ

TV9 Bangla Digital | Edited By: Prantik Deb

Dec 23, 2021 | 5:00 PM

New Zealand: সারা বিশ্ব একটাই উত্তর খুঁজছে--- ১০ উইকেট নিয়েও টিম তেকে বাদ পড়ে গেলেন আজাজ? গ্রিন টপ পিচের কারণে প্রথম একাদশে তাঁকে না রাখার একটা যুক্তি তাও সাজানো যেতে পারে। কিন্তু একেবারে টিম থেকে বাদ পড়া কিন্তু অন্য তত্ত্ব তুলে ধরছে।

Ajaz Patel: ১০ উইকেট নিয়ে পরের টেস্টে বাদ পড়লেন আজাজ
১০ উইকেটও দলে জায়গা পাক করার জন্য যথেষ্ট নয়? Pics Courtesy: Twitter

Follow Us

ওয়েলিংটন: ভারত সফরে এসে বিশ্বের তৃতীয় বোলার হিসেবে টেস্টের এক ইনিংসে ১০ উইকেট নিয়ে হইচই ফেলে দিয়েছিলেন নিউজিল্যান্ডের (New Zealand) স্পিনার আজাজ প্যাটেল (Ajaz Patel)। কিন্তু ভারত থেকে দেশে ফিরে বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে টেস্ট সিরিজ (Test Series) থেকে বাদ পরলেন আজাজ। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য ১৩ জনের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড বোর্ড। উইকেটে ঘাস আছে, এটাই যুক্তি আজাজের বাদ পড়ার।

আজাজ না থাকলেও দলে আছেন, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, কাইল জেমিসেনের মত পেসাররা। আছেন নিল ওয়েগনার ও ম্যাট হেনরিও। স্পিমার হিসেবে সুযোগ পেয়েছেন রচিন রবীন্দ্র। কিন্তু জায়গা হয়নি আজাজের। ১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম ম্যাচ বে ওভাল ও ক্রাইস্ট চার্চে। এই দুই জায়গার পিচই গ্রিন টপ হয়। পেসাররাই মূলত শাসন করেন ম্যাচ। স্পিনারদের খুব বেশি উপযোগী হন না।

 

 

এই অবাক দল নির্বাচনের পর নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড জানিয়েছেন, “আজাজের মনের অবস্থাটা বুঝতে পারছি। কিন্তু দল নির্বাচনে আমাদের সব সময় মাথায় থাকে পরিবেশ-পরিস্থিতির কথা। যে পরিস্থিতিতে যে ক্রিকেটার সেরাটা দিতে পারবে তাকেই দলে রাখা হয়। দলে ব্যালেন্সের জন্য রচিন ও ড্যারেলকে রাখা হয়েছে।”

চোটের জন্য এই সিরিজেও খেলবেন না অধিনায়ক কেন উইলিয়ামসন (Kane Williamson)। নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। অধিনায়ক নিয়ে কিউয়ি কোচ গ্রে স্টিড জানিয়েছেন, “উইলিমায়সনকে না পাওয়াটা আমাদের জন্য খারাপ খবর। কিন্তু ভারত সফরের সময়ই আমরা বুঝতে পেরেছিলেম, কিছুটা সময় লাগবে ওর। চোট মুক্ত হয়ে রি-হ্যাব প্রক্রিয়া পার করে মাঠের ফেরার সময়টুকু ওকে দিতেই হবে।’

উইলিয়ামসন নন, সারা বিশ্ব একটাই উত্তর খুঁজছে— ১০ উইকেট নিয়েও টিম তেকে বাদ পড়ে গেলেন আজাজ? গ্রিন টপ পিচের কারণে প্রথম একাদশে তাঁকে না রাখার একটা যুক্তি তাও সাজানো যেতে পারে। কিন্তু একেবারে টিম থেকে বাদ পড়া কিন্তু অন্য তত্ত্ব তুলে ধরছে। স্পিনারদের কেরিয়ার অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এমনিতেই কম হয়!

 

আরও পড়ুন : IPL 2022: সিভিসিকে ক্লিনচিট দিতে চলেছে বিসিসিআই

Next Article