IPL 2022: সিভিসিকে ক্লিনচিট দিতে চলেছে বিসিসিআই

নানা মহল থেকে অভিযোগ উঠতে শুরু করায় বোর্ড খতিয়ে দেখার জন্য তিন সদস্যের এক কমিটি তৈরি করে। তাঁরাই সব দিক দেখে সিভিসিকে সবুজ সঙ্কেত দিয়েছেন।

IPL 2022: সিভিসিকে ক্লিনচিট দিতে চলেছে বিসিসিআই
ভারতীয় ক্রিকেট বোর্ড (ছবি-টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 23, 2021 | 3:49 PM

নয়াদিল্লি: যে বিতর্ক এতদিন চলছে, তা মিটতে চলেছে। আইপিএলের (IPL) টিম কেনা সিভিসি ক্যাপিটাল পার্টনার্সকে দু-একদিনের মধ্যে ছাড়পত্র দিতে চলেছে বিসিসিআই (BCCI)। মাসখানেক আগে আইপিএলের নতুন দুটো টিমের নিলাম করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। লখনওয়ের টিম সঞ্জীব গোয়েঙ্কার সংস্থা কেনার পাশাপাশি আমেদাবাদের ফ্র্যাঞ্চাইজি কিনেছিল সিভিসি। কিন্তু ললিত মোদীর প্রাক্তন কর্তা দাবি তুলেছিলেন, জুয়ায় লগ্নি করে এমন সংস্থা কি করে আইপিএলের টিম কেনার সুযোগ পেল? তার পরই হইচই পড়ে যায়। নানা মহল থেকে অভিযোগ উঠতে শুরু করায় বোর্ড খতিয়ে দেখার জন্য তিন সদস্যের এক কমিটি তৈরি করে। তাঁরাই সব দিক দেখে সিভিসিকে সবুজ সঙ্কেত দিয়েছেন।

বোর্ডের এক কর্তা বলছেন, ‘তিন সদস্যের এক আইনি কমিটি তৈরি করা হয়েছিল সব দিক খতিয়ে দেখার জন্য। তারা ক্লিনচিট দিয়েছে। দু-একদিনের মধ্যে ওদের চিঠি পাঠিয়ে জানিয়েও দেওয়া হবে বোর্ডের সিদ্ধান্ত।’

জানুয়ারিতে মেগা নিলাম হওয়ার কথা থাকলেও তা হবে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে। ওই কর্তা অবশ্য বলছেন, ‘নিলাম পিছিয়ে দেওয়া নিয়ে কিছু বলার নেই। কয়েক সপ্তাহ পিছিয়ে দেওয়া ছাড়া উপায় ছিল না। তার মধ্যে ভালো দিক হচ্ছে, সিভিসিকে যাবতীয় জটিলতা কেটে যাওয়া।’

আইপিএলের কথা ভেবে টিম গোছাতে নেমে পড়ছে লখনও। কোচ হিসেবে অ্যান্ডি ফ্লাওয়ারকে নেওয়ার পাশাপাশি কেকেআরের হয়ে দু’বার আইপিএল জেতা গৌতম গম্ভীরকে টিমের মেন্টর নিযুক্ত করা হয়েছে। সহকারী কোচ হয়েছে বিজয় দাহিয়া। ক্যাপ্টেন হিসেবে লোকেশ রাহুলকে পেতে চাইছে টিম ম্যানেজমেন্ট। সে দিক থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে সিভিসি। বোর্ডের কাছ থেকে সরকারি চিঠি পেলেই টিম গোছাতে নেমে পড়বেন তাঁরা।

আরও পড়ুন: IPL 2022: আইপিএলে প্রথম কোচের ভূমিকায় ব্রায়ান লারা