Ranji Trophy 2024-25: ক্লাস টেনে পড়া অঙ্কিত রঞ্জিতে রেকর্ড ভাঙলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের

Jan 23, 2025 | 5:43 PM

বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ডে আজ, বৃহস্পতিবার শুরু হয়েছে বাংলা বনাম হরিয়ানা রঞ্জি ট্রফির ম্যাচ। এটি অঙ্কিত চট্টোপাধ্যায়ের রঞ্জি ট্রফিতে অভিষেক ম্যাচ। বাঁ হাতি ব্যাটার অঙ্কিত বাংলার হয়ে অভিষেক ম্যাচেই ভাঙলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের এক রেকর্ড।

Ranji Trophy 2024-25: ক্লাস টেনে পড়া অঙ্কিত রঞ্জিতে রেকর্ড ভাঙলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের
বামদিকে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ডানদিকে অঙ্কিত চট্টোপাধ্যায়।
Image Credit source: PTI, X

Follow Us

কলকাতা: বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ডে আজ, বৃহস্পতিবার শুরু হয়েছে বাংলা বনাম হরিয়ানা রঞ্জি ট্রফির ম্যাচ। এই ম্যাচে অভিষেক হয়েছে বাংলার (Bengal) এক ক্রিকেটারের। ক্লাস টেনে পড়েন তিনি। নাম, অঙ্কিত চট্টোপাধ্যায়। বাঁ হাতি ব্যাটার অঙ্কিত বাংলার হয়ে অভিষেক ম্যাচেই ভাঙলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) এক রেকর্ড।

অনূর্ধ্ব-১৯ স্তরে ভালো খেলার সুবাদে রঞ্জি ট্রফির ষষ্ঠ রাউন্ড শুরু হওয়ার আগে বাংলা শিবিরে ডাক পেয়েছিলেন অঙ্কিত চট্টোপাধ্যায় এবং বিশাল ভাতি। সেখান থেকে অঙ্কিত সুযোগ পেয়েছেন হরিয়ানার বিরুদ্ধে খেলার। আর মাঠে নেমেই রেকর্ডবুকে নাম তুলে ফেলেছেন বাংলার ছেলে অঙ্কিত। এতদিন বাংলার হয়ে সবচেয়ে কম বয়সে রঞ্জি খেলার রেকর্ড ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামে। এ বার সেই রেকর্ড নিজের নামে করলেন অঙ্কিত।

হরিয়ানার বিরুদ্ধে মাত্র ১৫ বছর ৩৬১দিন বয়সে বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক হল অঙ্কিতের। এর আগে ১৯৮৯-৯০ মরসুমের রঞ্জি ট্রফির ফাইনালে বাংলার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তিনি ইডেন গার্ডেন্সে দিল্লির বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে নিজের অভিষেক ম্যাচ খেলেছিলেন।

এই খবরটিও পড়ুন

উল্লেখ্য, টস জিতে হরিয়ানাকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান বাংলার অধিনায়ক অনুষ্টুপ মজুমদার। প্রথম ইনিংসে ১৫৭ রানে অল আউট হরিয়ানা। এরপর শুরু হয় বাংলার প্রথম ইনিংস। সেখানে প্রথম দিনের খেলা শেষে ওপেনিংয়ে নামা অঙ্কিত অপরাজিত রয়েছেন ৫ রানে। তিনি খেলেছেন ২০টি বল।

রঞ্জি ট্রফিতে সবচেয়ে কম বয়সে অভিষেক হওয়া ক্রিকেটার বৈভব সূর্যবংশী। বিহারের তরুণ তুর্কি বৈভবের রঞ্জি ট্রফিতে ডেবিউ হয় মাত্র ১২ বছর বয়সে।

Next Article