Test Cricket: ৫০এর কোঠা পেরিয়েও টেস্ট ক্রিকেট খেলেছেন কোন ক্রিকেটার?
Image Credit source: X
কলকাতা: টেস্ট ক্রিকেটে (Test Cricket) যে ক্রিকেটার খেলার সুযোগ পান, নিজেকে অনেক ভাগ্যবান মনে করেন। সাদা জার্সি গায়ে চাপানোর অনুভূতি আলাদাই হয়। দেশ বিদেশের অনেক ক্রিকেটার রয়েছেন, যাঁরা টি-২০, ওডিআইতে খেললেও টেস্টে খেলার সুযোগ পান না। ৩৫ বছরের বেশি বয়স হলেই ক্রিকেটাররা তো আজকাল অবসর নিয়ে নেন। সেখানে টেস্ট ক্রিকেটের ইতিহাস দেখলে নজরে পড়বে এমন বেশ কয়েকজন ক্রিকেটারকে, যাঁরা ৫০ এর কোঠা পেরিয়ে গেলেও টেস্টে খেলেছেন। জানেন কারা তাঁরা?
এক ঝলকে দেখে নিন টেস্ট ক্রিকেটে খেলা পাঁচ বয়স্ক ক্রিকেটারের তালিকা —
- উইলফ্রেড রোডস – সবচেয়ে বেশি বয়সে টেস্ট ক্রিকেট খেলা ক্রিকেটারদের তালিকার শীর্ষে রয়েছেন উইলফ্রেড রোডস। ইংল্যান্ডের ক্রিকেটার রোডস ৫২ বছর ১৬৫ দিন বয়সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টেস্ট খেলেছিলেন। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বয়স্ক ক্রিকেটার তিনি।
- হোবার্ট আয়রনমঙ্গার – অস্ট্রেলিয়ার হোবার্ট আয়রনমঙ্গার ১৯৩৩ সালে সিডনিতে তাঁর শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ওই ম্যাচটি খেলেছিলেন তিনি। তখন তাঁর বয়স ছিল ৫০ বছর ৩২৭ দিন।
- ডব্লিউজি গ্রেস – ইংল্যান্ডের ডব্লিউ জি গ্রেস ১৮৯৯ সালে নটিংহামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন। সেই সময় গ্রেসের বয়স ছিল ৫০ বছর ৩২০ দিন।
- জর্জ গান – ইংল্যান্ডের জর্জ গান ৫০ বছর ৩০৩ দিন বয়সে তাঁর শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন। কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই টেস্ট খেলেছিলেন তিনি।
- জেমস সাদারটন – ইংল্যান্ডের জেমস সাদারটন তাঁর শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৯ বছর ১৩৯ দিন বয়সে। এই টেস্ট ম্যাচটি ১৯৭৭ সালে মেলবোর্নে হয়েছিল।