বার্বাডোজ: সকাল থেকে সেই যে ফোন বাজতে শুরু করেছে তাঁর, দিনভর তা আর থামেনি। ২৮ বছরের ক্যাবিরিয়ান ব্যাটসম্যান কাইল মেয়ার্স বাংলাদেশের বিরুদ্ধে অভিষেক টেস্ট ম্যাচেই বিশ্বরেকর্ডে করে ফেলেছেন ২১০ নট আউট করে। তাঁর ডাবল সেঞ্চুরিটাই সর্বকালের সেরা অভিষেককারী ইনিংস কিনা, তা নিয়ে আলোচনাও চলছে। তার পরের গল্প অবশ্য মেয়ার্সের বাবা শির্লে ক্লার্ককে নিয়ে।
Kyle Mayers becomes the 6th player to score a Test double century on debut!?? What an innings!?#BANvWI #MenInMaroon
Live Scorecard⬇️https://t.co/4n69vxp0Oj pic.twitter.com/n1fgPnysOo
— Windies Cricket (@windiescricket) February 7, 2021
চট্টগ্রামে মেয়ার্স যখন ব্যাট করতে নামে বার্বাডোজে তখন রাত সাড়ে ১১টা। সারা রাত জেগে ছেলের ঐতিহাসিক টেস্ট ইনিংস দেখতে দেখতে ঘুম উড়ে গিয়েছিল ক্লার্কের। মেয়ার্সের বাবা অবশ্য এতটা ভাবেননি। তবে ছেলের ওই ইনিংস দেখে আপ্লুত। বলেছেন, ‘রাতে সেই যে খেলা দেখতে শুরু করেছিলাম, আর ঘুম আসেনি। তারপর সকাল থেকেও আর ঘুমোনোর সুযোগই মেলেনি। তাতে অবশ্য আক্ষেপ নেই। ঘুমোনোর অনেক সুযোগ পাওয়া যাবে। কিন্তু এই সময়টা আর ফিরে আসবে না।’
ঐতিহাসিক ইনিংসটা খেলার আগে মেয়ার্সের সঙ্গে কথা হয়েছিল ক্লার্কের। কী বলেছিলেন ছেলেকে? ‘ওকে বলেছিলাম, তোমার স্বাভাবিক খেলাটা খেলো। প্রতিটা বলে তোমার ফোকাস রেখো। আর যে টার্গেটটা থাকবে সামনে, সেটা তোলার চেষ্টা করো। মেয়ার্স কিন্তু ভালো ব্যাটিং করেছে।’
Kyle Mayers speaks to CWI Media after his historic test match debut!#MenInMaroon #BANvWI ?? pic.twitter.com/zX0ZMvsFTO
— Windies Cricket (@windiescricket) February 7, 2021
রাতে টিভির সামনে বসে ছেলের ইনিংস দেখতে দেখতে কেঁদে ফেলেছিলেন বাবা ক্লার্ক। মেয়ার্সের ইনিংস ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জকে গর্বিত করেছে, তেমনই ক্লার্ককেও। মেয়ার্সের পরিবারে তার পর থেকে উৎসব চলছে।
আরও পড়ুন:অ্যানফিল্ডে হারের হ্যাটট্রিক লিভারপুলের
ছেলেকে নিয়ে ক্লার্ক বলেছেন, ‘আমার প্রয়াত ভাই টেরি ক্লার্কই ওর মধ্যে প্রথম ক্রিকেট প্রতিভা দেখতে পেয়েছিল। টেরিই ওকে প্রিমিয়ার স্কুল ক্রিকেটে খেলার সুযোগ করে দিয়েছিল। যাতে বড়দের সঙ্গে খেলতে খেলতে ওর ক্রিকেট প্রতিভা দ্রুত বিকশিত হয়। সেটাই হয়েছিল।’