Gautam Gambhir: প্লেয়াররা পারফর্ম করতে না পারলে কোচ ছাঁটাই! গম্ভীরের চাকরি প্রসঙ্গে সরব প্রাক্তনী

Nov 10, 2024 | 6:45 PM

Border Gavaskar Trophy: অজি সফরে গিয়ে ভারতীয় টিম পারফর্ম করতে না পারলে চাকরি যেতে পারে ভারতের বর্তমান হেড কোচের। সম্প্রতি এমন কথা ভারতীয় ক্রিকেট মহলে ঘোরাফেরা করছে। এ বার নাকি ভারতীয় টিমে লাল ও সাদা বলের আলাদা কোচও হতে পারেন।

Gautam Gambhir: প্লেয়াররা পারফর্ম করতে না পারলে কোচ ছাঁটাই! গম্ভীরের চাকরি প্রসঙ্গে সরব প্রাক্তনী
Gautam Gambhir: প্লেয়াররা পারফর্ম করতে না পারলে কোচ ছাঁটাই! গম্ভীরের চাকরি প্রসঙ্গে সরব প্রাক্তনী
Image Credit source: BCCI

Follow Us

কলকাতা: প্লেয়াররা ভালো পারফর্ম করতে না পারলে চাকরি যায় কোচের। ফুটবলে এই চল রয়েছে। বিদেশে তো বটেই, ভারতেও এমন একাধিক উদাহরণ প্রায়শই চোখে পড়ে। ভারতীয় ক্রিকেটে এ বার তেমনটা কি হতে চলেছে? সম্প্রতি শোনা গিয়েছে, আসন্ন বর্ডার গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy) ভারত পারফর্ম করতে না পারলে কোচের চাকরি খোয়াতে হতে পারে গৌতম গম্ভীরকে (Gautam Gambhir)। এ কথা অবশ্য ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়নি। এ বার গম্ভীরের চাকরি প্রসঙ্গে সরব দেশের এক প্রাক্তনী।

অজি সফরে গিয়ে ভারতীয় টিম পারফর্ম করতে না পারলে চাকরি যেতে পারে ভারতের বর্তমান হেড কোচের। সম্প্রতি এমন কথা ভারতীয় ক্রিকেট মহলে ঘোরাফেরা করছে। এ বার নাকি ভারতীয় টিমে লাল ও সাদা বলের আলাদা কোচও হতে পারেন। এই প্রসঙ্গে নিজের ইউটিউব চ্যানেলে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া বলেন, ‘আমার মনে হয় এটা পুরোপুরি গুজব। ভারতীয় টিম যদি বর্ডার গাভাসকর ট্রফিতে ভালো পারফর্ম করতে না পারে, তা হলে কোচ বদলে দেওয়া হবে, এই খবরটা পুরোপুরি ভিত্তিহীন। বলা হচ্ছে আলাদা আলাদা ফর্ম্যাটে আলাদা আলাদা কোচ করা হবে ভারতীয় টিমের। আমি তো বলব, সেটা হলে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া হবে।’

একইসঙ্গে আকাশ চোপড়া বলেন, ‘আমি যা দেখছি, তাতে মনে হচ্ছে বিদ্বেষপূর্ণ অভিপ্রায়ে এই গুজবটা ছড়াচ্ছে। প্লেয়াররা পারফর্ম করতে না পারলে হেড কোচকে ছেঁটে ফেলো, এমনটা হওয়া ঠিক নয়। এটা হতে পারে না। এই ভাবনার সঙ্গে সহমত পোষণ করতে পারছি না।’

এই খবরটিও পড়ুন

গৌতম যখন ভারতের হেড কোচ হয়েছিলেন, সেই সময় তিনি বিসিসিআইয়ের কাছে যা যা দাবি রেখেছিলেন, তা মেনেছিল বোর্ড। সেই প্রসঙ্গ টেনে আকাশ জানান, যা চেয়েছেন বিশেষ করে যেমন সাপোর্ট স্টাফ চেয়েছেন গৌতম সেটাই পেয়েছেন। ফলে তাঁর থেকে প্রত্যাশা যে বেশি থাকবে, এটা স্বাভাবিক।

Next Article