কলকাতা: ব্যক্তিগত কারণে পারথ টেস্টে নাও খেলতে পারেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ক্রিকেট মহলে কান পাতলে শোনা যাচ্ছে, রোহিতের স্ত্রী ঋতিকা দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন। যে কারণে ২২ নভেম্বর থেকে শুরু হতে চলা বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে খেলা হবে না হিটম্যানের। সম্প্রতি ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকর জানিয়েছিলেন, তাঁর মনে হয় রোহিত শর্মা যদি প্রথম টেস্টে ভারতীয় টিমকে নেতৃত্ব না দেন, তা হলে বাকি সিরিজে তাঁর দলের অন্যান্য প্লেয়ারদের মতো খেলা উচিত। তাঁর পরিবর্তে সহ-অধিনায়ক জসপ্রীত বুমরাকেই (Jasprit Bumrah) পুরো সিরিজের দায়িত্ব যেন দেওয়া হয়। এক পডকাস্টে এ বার সানির এই মতামত নিয়ে বিরোধ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ (Aaron Finch)।
সানির মন্তব্যের পাল্টা দিতে গিয়ে বিশ্বজয়ী অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেন, ‘সানির মন্তব্যের সঙ্গে আমি একেবারেই সহমত নই। ভারতীয় ক্রিকেট টিমের ক্যাপ্টেন রোহিত শর্মা। যদি তোমার স্ত্রী সন্তানের জন্ম দিতে চলেছে, আর সেই কারণে তুমি তাঁর পাশে থাকার জন্য বাড়িতে থাকতে চাও, সেটা একটা দারুণ মুহূর্ত হতে চলেছে। আমার মনে হয় এই বিষয়টায় ঠিক যতটা সময় মনে হয় তুমি নিতে পারো।’
এর আগে ভারতের শেষ অজি সফরে প্রথম টেস্টের পর বিরাট কোহলি পিতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন। সেই সফরেই অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে অল আউট হয়েছিল টিম ইন্ডিয়া। বিরাট অস্ট্রেলিয়া ছাড়ার পর ভারতীয় দলকে নেতৃত্ব দেন অজিঙ্ক রাহানে। ৩৬এ অল আউটের লজ্জা থেকে ঘুরে দাঁড়িয়ে এরপর ওই টেস্ট সিরিজ জেতে টিম ইন্ডিয়া। এ বার দেখার রোহিতের অনুপস্থিতিতে কে হন ভারতীয় টিমের ক্যাপ্টেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে, এ বারের অজি সফরে গিয়ে টিম ইন্ডিয়াকে ৫ টেস্টের সিরিজের মধ্যে ৪টে টেস্ট ম্যাচ জিততে হবে।