Virat Kohli: ‘ভুল তথ্য দিয়েছি’, বিরাটের দ্বিতীয় বার বাবা হওয়া নিয়ে মন্তব্য বদল এবিডির

ABD on Virat: বিরাট কোহলির খুবই কাছের বন্ধু প্রোটিয়া তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। এ কথা সকলেই জানেন। কয়েকদিন আগে এবিডি তাঁর ইউটিউব চ্যানেলে জানিয়েছিলেন, দ্বিতীয় বার বাবা হতে চলেছেন বিরাট কোহলি। যে কারণে তাঁকে ইংল্যান্ড সিরিজে দেখা যাচ্ছে না। এ বার হঠাৎ করেই এবিডি জানিয়েছেন, তিনি ভুল তথ্য দিয়েছেন।

Virat Kohli: 'ভুল তথ্য দিয়েছি', বিরাটের দ্বিতীয় বার বাবা হওয়া নিয়ে মন্তব্য বদল এবিডির
Virat Kohli: 'ভুল তথ্য দিয়েছি', বিরাটের দ্বিতীয় বার বাবা হওয়া নিয়ে মন্তব্য বদল এবিডির
Follow Us:
| Updated on: Feb 09, 2024 | 1:32 PM

কলকাতা: ভারতের মাটিতে ইংল্যান্ড সিরিজে বিরাট কোহলি (Virat Kohli) না থাকায় অনেক ক্রিকেট প্রেমী হতাশ হয়েছেন। অবশ্য ওই সিরিজের এখনও ৩টি ম্যাচ বাকি। তাতে কোহলির ফেরার সম্ভাবনা নেই বলেই শোনা যাচ্ছে। কারণ হিসেবে অনুষ্কার দ্বিতীয় বার গর্ভবতী হওয়ার তত্ত্বই ঘুরে ফিরে আসছে। বিরাট কোহলির খুবই কাছের বন্ধু প্রোটিয়া তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স (AB de Villiers)। এ কথা সকলেই জানেন। কয়েকদিন আগে এবিডি তাঁর ইউটিউব চ্যানেলে জানিয়েছিলেন, দ্বিতীয় বার বাবা হতে চলেছেন বিরাট কোহলি। যে কারণে তাঁকে ইংল্যান্ড সিরিজে দেখা যাচ্ছে না। এ বার হঠাৎ করেই এবিডি জানিয়েছেন, তিনি ভুল তথ্য দিয়েছেন। হঠাৎ প্রোটিয়া তারকা ক্রিকেটারের এই মন্তব্যের পর প্রশ্ন উঠছে তা হলে চাপে পড়েই কি স্বীকারোক্তি এবিডির?

সম্প্রতি দৈনিক ভাস্করকে দেওয়া এক সাক্ষাৎকারে এবিডি বলেছেন, ‘পরিবার সব সময় সবার আগে। এটা আমি আমার ইউটিউব চ্যানেলে আগেও বলেছি। একইসঙ্গে আমি কিছু ভুল তথ্য শেয়ার করে ভয়ঙ্কর ভুল করে ফেলেছি। যা মোটেও সত্যি নয়। কী হচ্ছে কেউ জানে না। আমি শুধু বিরাটকে শুভেচ্ছা জানাতে পারি।’ এবিডি এই তথ্য জানানোর পর অনেকেই প্রশ্ন তুলেছেন যে, তা হলে কি চাপে পড়ে মন্তব্য বদল করলেন প্রোটিয়া তারকা?

ফেব্রুয়ারি মাসের শুরুতে ইউটিউবে বিরাটকে নিয়ে এবিডি বলেন, ‘এই মুহূর্তে আমি এটাই বলবো যে বিরাট একেবারে ঠিক আছে। ও নিজের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে। তাই প্রথম ২টো টেস্টে খেলল না। আমি পাকাপাকিভাবে আর কিছু জানাতে চাই না। ওকে আমি দ্রুত মাঠে দেখতে চাই।’ এ ছাড়াও এবিডি বলেছিলেন, ‘আমি ওকে মেসেজ করেছিলাম, কেমন আছে জানতে। ও আমায় জানিয়েছিল যে ভালোই আছে এবং এই মুহূর্তে নিজের পরিবারকে সময় দিচ্ছে। এটা ঠিক যে খুব শীঘ্রই ও ফের বাবা হতে চলেছে। ওর দ্বিতীয় সন্তান আসতে চলেছে এই পৃথিবীতে। সুতরাং এখন ওর পরিবারকেই বেশি সময় দেওয়া উচিত, আর এটাই স্বাভাবিক।’ প্রোটিয়া তারকার এই কথা শুনে বিরাটের অনুরাগীরা ধরেই নিয়েছিলেন যে তা হলে বিরুষ্কার কোল আলো করে আসতে চলেছে দ্বিতীয় সন্তান। কিন্তু এ বার এবিডি মন্তব্য বদল করায় বিরাটকে নিয়ে আরও ধোঁয়াশা বাড়ল।