IND vs ZIM, 1st T20: অভিষেকের অভিষেক, জিম্বাবোয়ের বিরুদ্ধে শুভমনের একাদশে ‘অভিমানী’ ক্রিকেটারও

Jul 07, 2024 | 6:19 PM

India vs Zimbabwe: সিকান্দার রাজার জিম্বাবোয়ের বিরুদ্ধে আজ থেকে শুর হচ্ছে শুভমন গিলের ভারতের ৫ ম্যাচের টি-২০ সিরিজ। হারারেতে প্রথম টি-২০ ম্যাচে টস জিতেছেন শুভমন গিল। প্রথমে রাজাদের ব্যাটিং করতে পাঠালেন গিল।

IND vs ZIM, 1st T20: অভিষেকের অভিষেক, জিম্বাবোয়ের বিরুদ্ধে শুভমনের একাদশে অভিমানী ক্রিকেটারও
IND vs ZIM, 1st T20: অভিষেকের অভিষেক, জিম্বাবোয়ের বিরুদ্ধে শুভমনের একাদশে 'অভিমানী' ক্রিকেটারও
Image Credit source: X

Follow Us

কলকাতা: টিম ইন্ডিয়ার বিশ্বজয়ের রেশ কাটছেই না। তারই মাধে নতুন টিম ইন্ডিয়া (Team India) নতুন অভিযান শুরু করছে। শুভমন গিলের নেতৃত্বে আজ থেকে জিম্বাবোয়ের মাটিতে ৫ ম্যাচের টি-২০ সিরিজ শুরু ভারতের। টিম ইন্ডিয়ার স্কোয়াড তারুণ্যে ভরপুর। ৬জন ক্রিকেটার প্রথম বার জাতীয় দলে টি-২০ ফর্ম্যাটে ডাক পেয়েছেন। বিরাট-রোহিতরা দেশের জার্সিতে আর টি-২০ খেলবেন না। এ বার দেখার ভারতের ভবিষ্যৎ প্রজন্ম টি-২০ (T20) ফর্ম্যাটে দাপট দেখাতে পারে কিনা। জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতীয় টিমে আজ ৩ ক্রিকেটারের অভিষেক হয়েছে। ধ্রুব জুরেল, অভিষেক শর্মা এবং এক অভিমানী ক্রিকেটারের। কে তিনি?

ধ্রুব, অভিষেকের পাশাপাশি জিম্বাবোয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ডেবিউ হল রিয়ান পরাগের। তিনি বিশ্বকাপের সময় বলেছিলেন, এই মেগা টুর্নামেন্ট তিনি দেখতে চান না। রাজস্থান রয়্যালসের এই ক্রিকেটারের মন্তব্য শুনে রীতিমতো রেগে গিয়েছিলেন শ্রীসন্থ। অসমের ক্রিকেটার রিয়ানকে তিনি বার্তা দিয়েছিলেন, আগে দেশভক্ত হতে। অনেক সমালোচনা শুনতে হয়েছে রিয়ান পরাগকে। এ বার তাঁর সামনে সুযোগ দেশের জার্সিতে ভালো পারফর্ম করে সব সমালোচনার জবাব দেওয়ার।


হারারেতে টস জিতেছেন ভারত অধিনায়ক শুভমন গিল। প্রথমে জিম্বাবোয়েকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন শুভমন। টস জিতে শুভমন বলেন, ‘আমরা প্রথমে ফিল্ডিং করব। উইকেট ভালো দেখাচ্ছে। মনে হচ্ছে না পরের দিকে কিছু বদল হবে। আমরা ১১ বছর পর আইসিসি ইভেন্টে জিতলাম। নিজের থেকে সব সময় প্রত্যাশা রাখতে হয়। আমাদের টিমে ৩ জনের ডেবিউ হচ্ছে অভিষেক শর্মা, ধ্রুব জুরেল ও রিয়ান পরাগের।’ ভারত-জিম্বাবোয়ের শেষ ৫ সাক্ষাৎ দেখা হলে নজরে পড়বে ৩ বার জিতেছে টিম ইন্ডিয়া এবং ২ বার জিতেছে জিম্বাবোয়ে।

Next Article