Sri Lanka vs Pakistan: মাত্র ৫ ম্যাচের অভিজ্ঞতা, আবরার আহমেদের স্পিনে কুপোকাত লঙ্কানরা

Abrar Ahmed: দেশের হয়ে ২০২২ সালে টেস্ট ডেবিউ হয়েছে পাক স্পিনার আবরার আহমেদের। লঙ্কানদের বিরুদ্ধে প্রথম টেস্টে তিনি দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন ৬ উইকেট। এ বার দ্বিতীয় টেস্টেও সেই ছন্দ ধরে রেখেছেন আবরার আহমেদ।

Sri Lanka vs Pakistan: মাত্র ৫ ম্যাচের অভিজ্ঞতা, আবরার আহমেদের স্পিনে কুপোকাত লঙ্কানরা
মাত্র ৫ ম্যাচের অভিজ্ঞতা, আবরার আহমেদের স্পিনে কুপোকাত লঙ্কানরা
Follow Us:
| Edited By: | Updated on: Jul 24, 2023 | 5:20 PM

কলম্বো: ক্রিকেটে অনেক সময় বলা হয়, কোনও টিমকে তাদের দেশের মাটিতে চাপে ফেলা কঠিন। কিন্তু বাবর আজমের পাকিস্তানের (Pakistan) শ্রীলঙ্কা (Sri Lanka) সফর দেখলে তা হয়তো অনেকেই বলবেন না। গল টেস্ট জয়ের আত্ববিশ্বাস সঙ্গে নিয়ে আজ, ২৪ জুলাই বাবর আজমের পাকিস্তান কলম্বোতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নেমেছে। এই কলম্বো টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নে। প্রথম দিনই লঙ্কানদের চাপে ফেলে দিয়েছে পাকিস্তানের বোলাররা। পাক তারকা পেসার নাসিম শাহ ও স্পিনার আবরার আহমেদের (Abrar Ahmed) দাপটে প্রথম দিনই ১৬৬ রানে গুটিয়ে গিয়েছে শ্রীলঙ্কা। জানলে অবাক হবেন, লঙ্কানদের নাকানিচোবানি খাওয়ানো তরুণ বোলার আবরার আহমেদ আন্তর্জাতিক কেরিয়ারের ষষ্ঠ ম্যাচে খেলছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

কলম্বোয় প্রথম ইনিংসে ১৬৬ রানে অল আউট শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার প্রথম ইনিংসের তৃতীয় ওভারে নিশান মধুশঙ্কা (৪) রান আউট হন। সেই শুরু হয় লঙ্কানদের উইকেটের পতন। এরপর সপ্তম ওভারে শাহিন আফ্রিদি তুলে নেন কুশল মেন্ডিসের (৬) উইকেট। এরপর একদিক থেকে নাসিম শাহ ও অপর দিক থেকে আবরার আহমেদ ক্রমাগত চাপে ফেলতে থাকে শ্রীলঙ্কাকে। পাক তরুণ পেসার নাসিম শাহ-র গতি আর কেরিয়ারের ষষ্ঠ টেস্ট খেলতে নামা স্পিনার আবরার আহমেদের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে ৪৮.৪ ওভারে ১৬৬ রান তুলে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা।

লঙ্কানদের হয়ে সর্বাধিক রান করেন ধনঞ্জয় ডি সিলভা (৫৭)। দ্বিতীয় সর্বাধিক রান, ৩৪ দিনেশ চান্ডিমলের। পাকিস্তানের হয়ে ১৪ ওভার বল করে ৩টি মেডেনসহ ৩ উইকেট নেন নাসিম শাহ। আর ২০.৪ ওভার বল করে ৩টি মেডেনসহ ৪ উইকেট নেন আবরার আহমেদ। মাত্র ৫ ম্যাচের অভিজ্ঞতা থাকা আবরার আহমেদের দেশের হয়ে ২০২২ সালে টেস্ট ডেবিউ হয়েছে। পাক স্পিনার আবরার আহমেদ লঙ্কানদের বিরুদ্ধে প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন ৬ উইকেট। এ বার দ্বিতীয় টেস্টেও সেই ছন্দ ধরে রেখেছেন আবরার আহমেদ। শ্রীলঙ্কার প্রথম ইনিংসে সদিরা সমরবিক্রম, ধনঞ্জয় ডি সিলভা, অসিথা ফের্নান্ডো ও রমেশ মেন্ডিসের উইকেট নেন আবরার আহমেদ।