Asia Cup 2023 : বিশ্বকাপের জন্য বড় সমঝোতা! এশিয়া কাপে পাকিস্তানের হাইব্রিড মডেল পেতে চলেছে গ্রিন সিগন্যাল
Asia Cup : অবশেষে এশিয়া কাপের ভেনু নিয়ে বড় খবর প্রকাশ্যে। সূত্রের খবর, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) এশিয়া কাপের জন্য পাকিস্তানের (Pakistan) হাইব্রিড মডেলে গ্রিন সিগন্যাল দিতে চলেছে।
নয়াদিল্লি : দীর্ঘদিন ধরে এশিয়া কাপের (Asia Cup) ভেনু নিয়ে ভারত ও পাকিস্তানের (India vs Pakistan) ঝামেলা চলছিল। এ বারের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। কিন্তু ভারত জানিয়ে দেয়, কোনওমতেই তারা পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে না। যা শুনে পাক ক্রিকেট বোর্ড হুঁশিয়ারি দিয়েছিল, ভারত যদি পাকিস্তানে এশিয়া কাপ না খেলতে যায়, তা হলে তারাও ওডিআই বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না। পিসিবির হুমকি কাজ দেয়নি। ভারত কোনও মতেই পাকিস্তানে গিয়ে এশিয়া কাপে খেলতে রাজি হয়নি। অন্যদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড বারবার চাইছিল যে ভাবে হোক সে দেশে এশিয়া কাপ আয়োজন করতে। তার জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে হাইব্রিড মডেলের প্রস্তাব দেয় পাকিস্তান। সূত্রের খবর, এ বার এশিয়ান ক্রিকেট কাউন্সিল এশিয়া কাপের জন্য সেই হাইব্রিড মডেলকেই গ্রিন সিগন্যাল দিতে চলেছে। নেপথ্যে কোন কারণ? তবে কি বিশ্বকাপের জন্যই বড় সমঝোতা! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
সূত্রের খবর, আগামী মঙ্গলবার (১৩ জুন) এশিয়া কাপে পাকিস্তানের হাইব্রিড মডেলের প্রস্তাবে সম্মতি জানিয়ে এসিসি আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে। ক্রিকেট মহলে কান পাতলে শোনা যাচ্ছে, চলতি বছরে ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপের জন্যই এশিয়া কাপ নিয়ে পাকিস্তানের সঙ্গে সমঝোতা করা হচ্ছে। সূত্রের খবর, এই পরিস্থিতিতে এশিয়া কাপে পাকিস্তানের হাইব্রিড মডেলের প্রস্তাব গ্রহণ করা হলে, ভারতের মাটিতে হতে চলা অক্টোবর-নভেম্বরের ওডিআই বিশ্বকাপে আসতে তৈরি বাবর আজমের গ্রিন আর্মি।
এ বছরের এশিয়া কাপ হওয়ার কথা সেপ্টেম্বরে। কয়েকদিন আগে আইসিসি সিইও জিওফ অ্যালর্ডিস ও আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে পাকিস্তানে গিয়েছিলেন। করাচিতে গিয়ে তাঁরা পিসিবি চেয়ারম্যান নাজম শেঠির সঙ্গে দেখা করেন। এবং সেই সাক্ষাতের পর সিদ্ধান্ত নেওয়া হয় যে, এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব যেহেতু পাকিস্তানের কাছে রয়েছে তাই, সে দেশে চারটি ম্যাচ হলে তারা আর ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে আসার জন্য কোনও শর্ত রাখবে না। ফলে, পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেল এশিয়া কাপে মেনে নেওয়া হলে বাবর আজমরা বিনা শর্তে ভারতে ওডিআই বিশ্বকাপ খেলতে আসবে।
পিসিবির প্রস্তাবিত হাইব্রিড মডেল কী?
পিসিবি প্রধান নাজম শেঠি এর আগে এশিয়া কাপের জন্য জন্য দু’টি হাইব্রিড মডেলের প্রস্তাব করেছিলেন। প্রথম মডেলে, ভারত তাদের সমস্ত ম্যাচ একটি নিরপেক্ষ ভেনুতে খেলবে। এবং দ্বিতীয় মডেলে টুর্নামেন্টের প্রথম চারটি ম্যাচের পরে, ফাইনাল সহ বাকি সব ম্যাচ তৃতীয় ভেনুতে স্থানান্তরিত হবে।