Virat Kohli : ‘কোহলি হ্যায় তো মুমকিন হ্যায়’, WTC ফাইনালের পঞ্চম দিনের আগে অজিদের সতর্কবার্তা দিলেন কে?
IND vs AUS, WTC Final 2023 : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফির জন্য প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া ৪৪৪ রানের টার্গেট দিয়েছে ভারতকে। ওভালে এই টার্গেট টিম ইন্ডিয়ার জন্য খুব একটা সহজ নয়। আজ WTC ফাইনালের পঞ্চম তথা শেষ দিন। বিরাট-রাহানেরা কি পারবেন ভারতীয় শিবিরে আইসিসি ট্রফির খরা কাটাতে?
লন্ডন : ‘হার কর জিতনে ওয়ালে কো বাজিগর ক্যাহতে হ্যায়’… ভারতীয় সমর্থকরা আজ এ কথাই বলবে যদি বিরাট কোহলি, অজিঙ্ক রাহানেরা ওভালে আজ WTC ফাইনালে ভারতকে জিতিয়ে দেন। গত ২ বছরের অক্লান্ত পরিশ্রমের ফল পাওয়ার দিন আজ। ওভালে এ বারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (WTC Final) শুরু থেকেই পিছিয়ে ছিল ভারত। একটা সময় দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থাও তৈরি হয়েছিল ভারতের। সেখান থেকে অজিঙ্ক রাহানে-শার্দূল ঠাকুররা প্রথম ইনিংসে লড়াই করেন। এরপর দ্বিতীয় ইনিংসে রোহিত শর্মা-শুভমন গিলের উইকেট হারানোর পর, সকলের চোখ বিরাট কোহলি (Virat Kohli) ও অজিঙ্ক রাহানে জুটিতে। এই জুটি ক্রিজে পঞ্চম দিন জমে গেলে অজিরা প্রায় জেতা ম্যাচ হেরে যেতে পারে। প্রথম বার WTC ফাইনাল ট্রফি জয়ের জন্য অস্ট্রেলিয়ার চতুর্থ দিনে প্রয়োজন ৭টি উইকেট। আর ভারতের প্রথম বিশ্ব টেস্ট ফাইনাল জয়ের জন্য প্রয়োজন ২৮০ রান। এই পরিস্থিতিতে ক্রিকেট মহলে বেশিরভাগই বলছেন ভারতের জন্য WTC ফাইনালের জয়টা কঠিন হতে চলেছে। এটা মানছেন না অজিদের প্রাক্তন কোচ জাস্টিন ল্যাঙ্গার (Justin Langer)। আজ WTC ফাইনালের পঞ্চম তথা শেষ দিন। তার আগে অজিদের সতর্কবার্তা দিয়েছেন প্রাক্তন কোচ ল্যাঙ্গার। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৬৯ রান করেছিল। ভারতীয় দল এরপর প্রথম ইনিংসে মাত্র ২৯৬ রান করে। এরপর দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ৮ উইকেট হারিয়ে ২৭০ রান করার পর ডিক্লেয়ার করে এবং ভারতকে ৪৪৪ রানের লক্ষ্য দেয়। চতুর্থ দিনের খেলা শেষে ভারত দ্বিতীয় ইনিংসে তিন উইকেট হারিয়ে ১৬৪ রান করেছে। জয়ের জন্য এখনও ভারতের প্রয়োজন ২৮০ রান। এই পরিস্থিতিতে চতুর্থ দিনের শেষে ৪৪ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন বিরাট কোহলি। তাঁর সঙ্গে ২০ রানে অপরাজিত রয়েছেন অজিঙ্ক রাহানে।
Justin Langer said, “till Virat Kohli is at the crease, India can still win the Test match. Great players produce miracles, Australia will not relax till Kohli’s wicket”. pic.twitter.com/hTvztZth0T
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 10, 2023
অস্ট্রেলিয়ার প্রাক্তন কোচ জাস্টিন ল্যাঙ্গার মনে করেন, কোহলি যতক্ষণ মাঠে থাকবেন, ততক্ষণ টিম ইন্ডিয়ার পক্ষে জয় সম্ভব। তাই অজিদের সতর্কবার্তা দিয়ে ল্যাঙ্গার বলেন, ‘বিরাট কোহলি যতক্ষণ ক্রিজে থাকবেন, টিম ইন্ডিয়ার জয়ের আশাও অটুট থাকবে। দুর্দান্ত ক্রিকেটাররা মিরাকেল করতে পারে। কোহলির উইকেট না নেওয়া অবধি অস্ট্রেলিয়ার রিল্যাক্স করা উচিত নয়।’