Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Afghanistan Women’s Cricket: আইসিসির কাছে আর্জি, দেশের জার্সিতে ফের খেলতে চান আফগান মহিলা ক্রিকেটাররা

তালিবান ক্ষমতায় আসার পর, আফগানিস্তানের মহিলা ক্রিকেটাররা একে একে তাঁদের ব্যাট-বল এবং ক্রিকেটের সব সরঞ্জাম পুড়িয়ে দিতে বাধ্য হয়েছিলেন। ক্রিকেট খেলার স্বপ্ন চিরতরে ভুলতে বসেছিলেন।

Afghanistan Women's Cricket: আইসিসির কাছে আর্জি, দেশের জার্সিতে ফের খেলতে চান আফগান মহিলা ক্রিকেটাররা
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 01, 2023 | 1:40 PM

নয়াদিল্লি: চোখের সামনে একের পর এক তরতাজা প্রাণ চলে যাচ্ছে। যে দৃশ্য সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। ছবিটা আফগানিস্তানের। বছর দু’য়েক আগে আফগানিস্তানের রাজধানী কাবুল দখব করেছিল তালিবান। আফগানিস্তানে (Afghanistan) তার পর থেকে চলছে তালিবান শাসন। ২০২১ সালের ১৫ অগস্টের পর আফগানিস্তানের পরিস্থিতি আগের মতো নেই। তালিবান ক্ষমতায় আসতেই সেখানকার বহু নাগরিক ঘর-বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে যান। তাঁদের মধ্যে রয়েছেন আফগানিস্তানের মহিলা ক্রিকেটাররাও (Afghanistan Women’s Cricket)। রশিদ খান, মহম্মদ নবিরা দেশের হয়ে এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন। কিন্তু আফগান মহিলা ক্রিকেটাররা দেশের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন না। এ বার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা, আইসিসির কাছে ক্রিকেট খেলার আর্জি জানাল আফগান মহিলা ক্রিকেটাররা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

সংবাদ সংস্থা দ্য অ্যাসেসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে আফগানিস্তানের এক মহিলা ক্রিকেটার ফিরোজা আমিরি বলেন, ‘সপ্তাহ দু’য়েক আগে তালিবানের ক্ষমতা দখলের ২ বছর পূর্তি হয়েছে। যা আমাদের জন্য কালো দিবস ছিল।’ তালিবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর অনেকের মতো আমিরি এবং তাঁর পরিবার সেখান থেকে পালিয়ে যায়। তাঁর বাড়ি ছিল আফগানিস্তানের তৃতীয় বৃহত্তম শহর হেরাতে।

তালিবানরা ক্ষমতায় আসার কথা মনে করে আফগান মহিলা ক্রিকেটার ফিরোজা আমিরি বলেন, ‘হেরাতের অবস্থা খারাপ হওয়ার পর আমরা কাবুলে যাই। সেখানে এক বিদেশি দূতাবাসে আমরা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কাবুল পৌঁছে দেখি আফগানিস্তান পুরোপুরি তালিবানের দখলে চলে গিয়েছে। সকলে দেশ ছেড়ে যাওয়ার জন্য বিমানবন্দর যাচ্ছে। আমরাও তাই করেছিলাম।’

বর্তমানে অস্ট্রেলিয়াতে আছেন ফিরোজা আমিরি। তাঁর একাধিক সতীর্থও সেখানেই রয়েছেন। আমিরি এবং তাঁর সতীর্থরা এখন ক্রিকেট খেলেন। মেলবোর্নে এক লোকাল লিগে খেলছেন তাঁরা। কিন্তু আফগান পুরুষ দলের মতো তাঁরাও খেলতে চায়। তাই ২০২২ সালের ডিসেম্বরে আইসিসিকে একটি মেইল করেন আফগান মহিলা ক্রিকেটাররা। তাতে জানতে চাওয়া হয়, আফগান মহিলা ক্রিকেটারদের ভবিষ্যৎ। তাঁদের ক্রিকেটের উন্নয়নের কী ব্যবস্থা নেওয়া হচ্ছে? এবং আফগান মহিলা ক্রিকেটাররা কী আন্তর্জাতিক মঞ্চে খেলতে পারবেন? যেহেতু আমিরির মতো একাধিক মহিলা ক্রিকেটার আফগানিস্তান ছেড়ে অন্যত্র পালিয়ে গিয়েছেন, তাই তাঁরা দেশের হয়ে খেলার আশা ছাড়েননি। আমিরি অবশ্য জানিয়েছেন, এই নিয়ে আফগান ক্রিকেট বোর্ড বা আইসিসি তাঁদের সঙ্গে যোগাযোগ করেনি।

তালিবান ক্ষমতায় আসার পর, আফগানিস্তানের মহিলা ক্রিকেটাররা একে একে তাঁদের ব্যাট-বল এবং ক্রিকেটের সব সরঞ্জাম পুড়িয়ে দিতে বাধ্য হয়েছিলেন। ক্রিকেট খেলার স্বপ্ন চিরতরে ভুলতে বসেছিলেন। অস্ট্রেলিয়ার থাকতে থাকতে আবার আফগান মহিলা ক্রিকেটাররা নতুন করে ক্রিকেটকে নিয়ে বাঁচতে শিখেছেন। তাই এ বার তাঁরা স্বপ্নও দেখছেন ফের দেশের জার্সি চাপিয়ে খেলার।

মুর্শিদাবাদ নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
মুর্শিদাবাদ নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
পহেলগাঁও হামলা নিয়ে বিস্ফোরক নওশাদ
পহেলগাঁও হামলা নিয়ে বিস্ফোরক নওশাদ
'খুনিরা পাকিস্তানে লুকিয়ে থাকলেও খুঁজে বার করতে হবে', বিস্ফোরক নওশাদ
'খুনিরা পাকিস্তানে লুকিয়ে থাকলেও খুঁজে বার করতে হবে', বিস্ফোরক নওশাদ
'আমাদের স্কুল যেতেই হবে', আপাতত আন্দোলন প্রত্যাহার
'আমাদের স্কুল যেতেই হবে', আপাতত আন্দোলন প্রত্যাহার
বিসর্জনের আগে ঢাক প্রস্তুত করার কাজ করছে তৃণমূল: শঙ্কর ঘোষ
বিসর্জনের আগে ঢাক প্রস্তুত করার কাজ করছে তৃণমূল: শঙ্কর ঘোষ
'কাশ্মিরী মহিলারা পর্যন্ত পথে নেমে বলছে বন্দেমাতরম', বিস্ফোরক অভিনেতা
'কাশ্মিরী মহিলারা পর্যন্ত পথে নেমে বলছে বন্দেমাতরম', বিস্ফোরক অভিনেতা
মুসলিমদের মানববন্ধন রাজাবাজারে, উঠল পাকিস্তান মুর্দাবাদ স্লোগান
মুসলিমদের মানববন্ধন রাজাবাজারে, উঠল পাকিস্তান মুর্দাবাদ স্লোগান
'এবার ওরা বেছে বেছে মারল, স্ট্র্যাটেজিতে চেঞ্জ করেছে', বিস্ফোরক সৌগত
'এবার ওরা বেছে বেছে মারল, স্ট্র্যাটেজিতে চেঞ্জ করেছে', বিস্ফোরক সৌগত
'৩৭০ ওঠানোর পরই তো ঘটনা হল', বিস্ফোরক সৌগত রায়
'৩৭০ ওঠানোর পরই তো ঘটনা হল', বিস্ফোরক সৌগত রায়
রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে: শ‌ওকত
রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে: শ‌ওকত