Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asia Cup 2023: ভারতের সঙ্গে সম্পর্কের জের? লোগো বিতর্কে জেরবার পাকিস্তান

India vs Pakistan: শনিবার ভারত বনাম পাকিস্তানের ম্যাচ এশিয়া কাপে। মাঠে নামার আগে ভারত বনাম পাকিস্তান শুরু হয়ে গিয়েছে। লোগো বিতর্কে জড়িয়ে গিয়েছে ভারতের নাম!

Asia Cup 2023: ভারতের সঙ্গে সম্পর্কের জের? লোগো বিতর্কে জেরবার পাকিস্তান
ভারতের সঙ্গে সম্পর্কের জের? লোগো বিতর্কে জেরবার পাকিস্তান
Follow Us:
| Edited By: | Updated on: Sep 01, 2023 | 1:11 PM

মূলতান: যতই বাবর আজম (Babar Azam) সেঞ্চুরি পান, যতই নেপালের বিরুদ্ধে দুরন্ত জয় আসুক, বিতর্ক থেকে মুক্তি নেই পাকিস্তানের। এশিয়া কাপের (Asia Cup 2023) প্রথম ম্যাচেই ছন্দে দেখা গিয়েছে গ্রিন আর্মিকে। ইফতিকার আহমেদও মিডল অর্ডারে নেমে সেঞ্চুরি করেছেন এশিয়া কাপের প্রথম ম্যাচে। ভারতের (India vs Pakistan) বিরুদ্ধে ম্য়াচ শনিবার। তার চব্বিশ ঘণ্টা আগে লোগো বিতর্কে জেরবার পাক টিম। এ বারের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। হাইব্রিড মডেলে হচ্ছে টুর্নামেন্ট। ভারতের যাবতীয় ম্যাচ হবে শ্রীলঙ্কায়। লিগের ফর্ম্যাট নিয়ে এমনিতেই জটিলতার শেষ নেই। তারই মধ্যে লোগো বিতর্কে (Asia Cup Logo Controversy) চাপে পড়ে গিয়েছে বাবর আজমের দেশ। কেন এই বিতর্ক? কেনই বা লোগো বিতর্কে জড়িয়ে গেল ভারতের নাম? TV9Bangla Sportsএর এই প্রতিবেদনে বিস্তারিত।

নেপালের বিরুদ্ধে ম্যাচে দেখা গিয়েছে, পাকিস্তান টিম যে জার্সি পরে মাঠে নেমেছিল, তাতে এশিয়া কাপের লোগো আছে ঠিকই, কিন্তু আয়োজক দেশ হিসেবে পাকিস্তানের নামই নেই। অতীতে অন্যান্য আয়োজক দেশের ক্ষেত্রে কিন্তু তা দেখা যায়নি। আয়োজক দেশ হওয়া সত্ত্বেও এমনটা কেন হল? এই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করেছেন ক্রিকেট ভক্তরা। রশিদ লতিফের মতো প্রাক্তন পাক ক্রিকেটারও প্রশ্ন তুলে দিয়েছেন এ নিয়ে। অনিচ্ছাকৃত ভুলের কারণে এমন ঘটেছে, নাকি ইচ্ছে করেই বাদ রাখা হয়েছে পাকিস্তানের নাম?

লতিফ বলেছেন, ‘এশিয়া কাপের লোগোতে কেন আয়োজক দেশ পাকিস্তানের নাম নেই? এটা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। এশিয়া কাপ শুরু হয়ে গিয়েছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে কিন্তু এই ভুলের কারণ ব্যাখ্যা করতে হবে।’

পরিস্থিতি যে বেশ জটিল হয়ে উঠেছে, সন্দেহ নেই। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে বিতর্ক ধামাচাপা দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু পাকিস্তানের ক্রিকেট ফ্যানরা এসিসির ঢিলেঢালা মনোভাব নিয়ে মোটেও সন্তুষ্ট নয়। চলতি বছরই এশিয়ান ইমার্জিং নেশন্স কাপ, এশিয়ান অনূর্ধ্ব ১৬ ইভেন্টে কিন্তু আয়োজক দেশের নাম জার্সিতেই রয়েছে। সিনিয়রদের এশিয়া কাপে কাপে সেটা হল না কেন? মহসিন খানের মতো প্রাক্তন টেস্ট ব্যাটার বলেছেন, ‘এশিয়ান কাউন্সিলকে এ নিয়ে পরিষ্কার ব্যাখ্যা দিতেই হবে।’

এশিয়া কাপের লোগো বিতর্কে স্বাভাবিক ভাবেই জড়িয়ে পড়েছে ভারতও। পাকিস্তানের সঙ্গে ভারতের তিক্ত সম্পর্কই এর পিছনে আসল কারণ কিনা, তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন অনেকে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহের দিকে আঙুল তুলছেন অনেকে। যিনি আবার এশিয়া ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্টও। শুরুতে জানা গিয়েছিল, এ বারের এশিয়া কাপে পাকিস্তানের নাম লেখা জার্সি পরার কথা ছিল ভারতের। এটাই সাধারণ নিয়ম। বিশ্বকাপ বা অন্যান্য বড় টুর্নামেন্টে তাই দেখা যায়। এশিয়া কাপের ক্ষেত্রে তা হল না কেন? ভারতের জার্সিতে পাকিস্তানের নাম লেখা থাকুক, সেটা চায়নি বিসিসিআই।

এই যুক্তি কিন্তু প্রকাশ্য এনে ফেলেছেন রশিদ লতিফ। তাঁর কথায়, ‘দুই দেশের সাম্প্রতিক পরিস্থিতি, ঘটনাপ্রবাহই কি এর পিছনে? এ নিয়ে ব্যাখ্যা দিতেই হবে। হতেই পারে বিসিসিআই কর্তারা হয়তো মনে করেছেন, এশিয়া কাপের লোগোতে আয়োজক দেশ হিসেবে পাকিস্তানের নাম থাকলে ভারতীয় ক্রিকেটাররা অস্বস্তিতে পড়তে পারে, সেই কারণেই কি তুলে দেওয়া হল পাকিস্তানের নাম?’

রশিদ লতিফ, মহসিন খানরা যা বলছেন, তা একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের একটি সূত্র থেকে অন্য যুক্তিও খাড়া করা হচ্ছে। বলা হচ্ছে, গত বছর এশিয়া কাপে শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরশাহিতে হয়েছিল। তখনও জার্সিতে আয়োজক দেশের নাম উল্লেখ ছিল না। ‘এশিয়া কাপ ২০২২’ লেখা ছিল। এ বারও পরিস্থিতি এক। আয়োজক পাকিস্তান হলেও শ্রীলঙ্কায় অধিকাংশ ম্যাচ। সে ক্ষেত্রে দুই দেশের নামই উল্লেখ করা উচিত। তা সম্ভব নয়। এতে পরবর্তীকালে আবার জার্সি নিয়ে বিভ্রান্তি বাড়ে। তাই জার্সিতে আয়োজক দেশ হিসেবে কারও নাম উল্লেখ করা হয়নি।