BCCI Election: প্রত্যাশামতোই সৌরভের পর বিসিসিআইয়ের নতুন প্রেসিডেন্ট হলেন রজার বিনি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 18, 2022 | 6:04 PM

আজ, মুম্বইতে বসেছিল বিসিসিআইয়ের (BCCI) ৯১তম বার্ষিক সাধারণ সভা। সেই সভার পর ঠিক হয়েছে, এ বার বিসিসিআইয়ের নতুন প্রেসিডেন্ট হলেন রজার বিনি।

BCCI Election: প্রত্যাশামতোই সৌরভের পর বিসিসিআইয়ের নতুন প্রেসিডেন্ট হলেন রজার বিনি
BCCI Election: প্রত্যাশামতোই সৌরভের পর বিসিসিআইয়ের নতুন প্রেসিডেন্ট হলেন রজার বিনি
Image Credit source: Twitter

Follow Us

মুম্বই: বেশ কয়েকদিন আগেই জানা গিয়েছিল এ বার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট পদে বসতে চলেছেন তিরাশির বিশ্বকাপজয়ী দলের এক সদস্য। তিনি হলেন রজার বিনি (Roger Binny)। সেই খবরই এ বার সত্যি হল। আজ, মুম্বইতে বসেছিল বিসিসিআইয়ের (BCCI) ৯১তম বার্ষিক সাধারণ সভা। সেই সভার পর ঠিক হয়েছে, এ বার বিসিসিআইয়ের নতুন প্রেসিডেন্টের পদে বসলেব রজার বিনি। বিসিসিআইয়ের মসনদে যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) জমানা শেষ হতে চলেছে, এমন ইঙ্গিত ছিলই। অপেক্ষা ছিল শুধু ঘোষণার। বার্ষিক সাধারণ সভার পর কারা কারা এলেন বিসিসিআইয়ের দায়িত্বে, তুলে ধরল TV9Bangla

এ বারের বিসিসিআইয়ের নির্বাচনের আগে সৌরভ গঙ্গোপাধ্যায় মনোনয়ন জমা দেননি। তখনই পরিস্কার হয়ে গিয়েছিল, তাঁর জায়গায় বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হিসেবে অন্য কাউকে দেখা যাবে। ২০১৯ সাল থেকে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট ছিলেন সৌরভ। তাঁর সঙ্গে সেক্রেটারির দায়িত্বে ছিলেন জয় শাহ। সৌরভ আর বিসিসিআই প্রেসিডেন্ট না থাকলেও, জয় একই পদে থাকছেন।

ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্বে এলেন যাঁরা –

১) রজার বিনি – বিসিসিআই সভাপতি

২) রাজীব শুক্লা – বিসিসিআই সহ-সভাপতি

৩) জয় শাহ – বিসিসিআই সচিব

৪) দেবজিৎ সইকিয়া – বিসিসিআই যুগ্ম সচিব

৫) আশিষ শেলার – কোষাধ্যক্ষ

৬) অরুণ ধুমাল – আইপিএল চেয়ারম্যান

৭) অভিষেক ডালমিয়া – আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য

৮) খাইরুল জামাল – অ্যাপেক্স কাউন্সিল সদস্য

মহিলাদের আইপিএল নিয়ে সিদ্ধান্ত

বোর্ডের এক সূত্রের খবর অনুযায়ী, নতুন বছরের মার্চ মাসে মহিলাদের আইপিএল হবে, এজিএমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাঁচ দল মেয়েদের আইপিএলে খেলবে। তিনি জানান, দলগুলি কেমনভাবে বিক্রি হবে, কোন ফরম্যাটে খেলা হবে এই বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেবে আইপিএল গভর্নিং কাউন্সিল।

আইসিসির চেয়ারম্যান পদে কে?

এতদিন মনে করা হচ্ছিল আইসিসির চেয়ারম্যান পদে দেখা যেতে পারে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের বৈঠকে এই নিয়ে আলোচনাই হয়নি। এজিএমের পর, বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন, আইসিসির চেয়ারম্যান পদের জন্য কোনও নাম প্রস্তাব করা হবে না। আইসিসির মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ বৃহস্পতিবার। এবং বিসিসিআই ঠিক করেছে যে এ বার ভারতীয় বোর্ড কারও নাম প্রস্তাব করবে না।

 

Next Article