Jimmy Neesham: মন সামলে এ বার দল সামলাচ্ছেন জিমি নিস্যাম

TV9 Bangla Digital | Edited By: Prantik Deb

Nov 11, 2021 | 7:43 PM

এ বারের টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) নিউজিল্যান্ড (New Zealand) দলের সব থেকে সাহসী ক্রিকেটারের ভূমিকায় দেখা গিয়েছে জিমি নিস্যামকে (Jimmy Neesham)। বুধবার সেমিফাইনালের পর টুইট করে জানিয়ে দিয়েছেন লড়াই শেষ হয়নি। এখনও কাজ বাকি আছে।

Jimmy Neesham: মন সামলে এ বার দল সামলাচ্ছেন জিমি নিস্যাম
রবিবার আরও বড় লড়াইয়ের জন্য নিজেকে তৈরি করছেন জিমি। সৌ: টুইটার

Follow Us

আবু ধাবি: সময়টা ২০১৭ নাগাদ। ঘুম থেকে উঠে জানালার দিকে তাকিয়ে যখন দেখতেন রোদ উঠেছে, মনে মনে একটাই প্রার্থনা করতেন, ঝেঁপে বৃষ্টি নামুক। যাতে পণ্ড হয়ে যায় খেলা। একদিন নয়, প্রতিদিন এমনটাই ভাবতেন! মানসিক ভাবে এতটাই ভেঙে পড়েছিলেন তিনি। দল ছাড়তে পারতেন না। খেলা ছাড়ার সাহসও দেখাতে পারতেন না। কিন্তু মাঠে নেমে খেলার সাহসটাও হারিয়ে ফেলেছিলেন তিনি। এই মানসিক অবস্থা থেকে বেরতে একসময় সিদ্ধান্ত নিয়ে ফেললেন, ক্রিকেটকে (cricket) আলবিদা জানিয়ে দেবেন। এই মানসিক অবস্থা যাঁর ছিল, তিনিই বুধবার নিউজিল্যান্ডকে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) ফাইনালে তুলতে সব থেকে বড় ভূমিকা নিলেন। প্রতিপক্ষের চোখে চোখ রেখে তাদের সব চ্যালেঞ্জ মাঠের বাইরে ফেললেন। তিনি জিমি নিস্যাম (Jimmy Neesham)। কিউয়ি টিমের বিস্ফোরক অলরাউন্ডার। মানসিক যন্ত্রনায় যখন নিস্যামের ক্রিকেট কেরিয়ার বিপর্যস্ত, তখন তাঁর ওপর গোপনেই নজর রেখেছিলেন নিউজিল্যান্ড (New Zealand) ক্রিকেটের হেড অব প্লেয়ার অ্যাসোশিয়েসন হিথ মিলস (Heath Mills)। তিনিই আবার জিমিকে ফিরিয়ে আনেন ক্রিকেট মাঠে।

আগেও একাধিক ক্রিকেটারের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেছেন হিথ। তাই নিস্যামের অবস্থা বুঝতে অসুবিধে হয়নি তাঁর। বুধবার নিস্যামের ওই ইনিংসের পর অতীতে ফিরে গিয়েছেন মিলস। বলছেন,”ওকে কিছুদিন পর্যবেক্ষণ করে আমি বুঝতে পারি, ছেলেটা মানসিক সমস্যা ভুগছে। ধীরে ধীরে ওর সঙ্গে কথা বলা শুরু করি। একদিন আমায় ফোন করে বলল, আমি খেলা ছেড়ে দিচ্ছি। মানসিক যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে ওটাই সেরা উপায় মনে হয়েছিল নিস্যামের। আমি ওকে বলেছিলাম, একেবারে সরে না গিয়ে চার-পাঁচ সপ্তাহের ছুটি নিতে। আমার কথা শুনে পাঁচ সপ্তাহের ছুটিতে যায় ও। আমি খুব ভালো করে বুঝতে পারতাম, ওর মধ্যে এখনও অনেক ক্রিকেট বাকি আছে। ছুটি কাটিয়ে নিস্যাম ফিরে আসার পর এক দুটো ম্যাচে ওর খেলা দেখে মন হল, ও আবার ক্রিকেটটা আবার উপভোগ করতে শুরু করেছে।”

এ বারের টি-২০ বিশ্বকাপে নিউজিল্যান্ড দলের সব থেকে সাহসী ক্রিকেটারের ভূমিকায় দেখা গিয়েছে জিমি নিস্যামকে। বুধবার সেমিফাইনালের পর টুইট করে জানিয়ে দিয়েছেন লড়াই শেষ হয়নি। এখনও কাজ বাকি আছে। মানসিক ভাবে আরও একটা লড়াইয়ের জন্য তৈরি হচ্ছেন জিমি। নিজের সঙ্গে নিজের মানসিক লড়াই জিতে এখন দলকে লড়াইয়ের অনুপ্রেরণা দিচ্ছেন কিউয়ি অলরাউন্ডার।

 

আরও পড়ুন : Pakistan vs Australia Live Score, T20 World Cup 2021: টসে জিতে বাবরদের ব্যাট করতে পাঠালেন ফিঞ্চ

Next Article