Pakistan vs Australia Match Highlights, T20 World Cup 2021: দুরন্ত ছন্দে থাকা পাকিস্তানকে হারিয়ে ফাইনালে অজিরা

| Edited By: | Updated on: Nov 11, 2021 | 11:19 PM

Pakistan vs Australia Live Score in Bengali: দেখুন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) পাকিস্তান (Pakistan) বনাম অস্ট্রেলিয়া (Australia) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

Pakistan vs Australia Match Highlights, T20 World Cup 2021: দুরন্ত ছন্দে থাকা পাকিস্তানকে হারিয়ে ফাইনালে অজিরা
পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া

দুবাই: আজ, বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) দ্বিতীয় সেমিফাইনালে (Semi Final) মুখোমুখি হয়েছিল বাবর আজমের পাকিস্তান (Pakistan) এবং অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া (Australia)। টসে জিতে প্রথমে বাবর আজমের পাকিস্তানকে ব্য়াটিংয়ে পাঠিয়েছিলেন অজি অধিনায়ক ফিঞ্চ। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৬ রান তুলেছিলেন রিজওয়ানরা। রান তাড়া করতে নেমে শুরুতেই ক্যাপ্টেনের উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। তবে ওয়ার্নার লড়াই চালিয়ে যান। এবং শেষ পর্যন্ত ১ ওভার বাকি থাকতেই দলকে জেতান মার্কাস স্টোইনিস ও ম্যাথু ওয়েড। সুপার-১২ (Super 12)-এ পাঁচটে ম্যাচেই জিতেছিল পাকিস্তান। সেমিফাইনালে পৌঁছনো প্রথম দলও ছিল তারাই। কিন্তু শেষ চারের লড়াইয়ে হাড্ডাহাড্ডি লড়াই হলেও পারলেন না শাদাবরা। দুরন্ত ছন্দে থাকা পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেলেন স্টার্করা। অস্ট্রেলিয়া গ্রুপ পর্বের ৪টি ম্যাচে জিতেছিল। এবং সুপার-১২-র কোনও ম্যাচে না হারা পাকিস্তানকে দ্বিতীয় সেমিফাইনালে হারিয়ে দিলেন ওয়ার্নাররা। রবিবার অজিদের সামনে কিউয়িরা।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 11 Nov 2021 11:12 PM (IST)

    ফাইনালে অস্ট্রেলিয়া

    ৫ উইকেটে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া। ৬ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় অজিরা।

  • 11 Nov 2021 10:46 PM (IST)

    ১৫ ওভারে অস্ট্রেলিয়া ১১৫/৫

    খেলা বাকি ৫ ওভারের। ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে অজিরা তুলেছে ১১৫ রান। ক্রিজে মার্কাস স্টোইনিস ও ম্যাথু ওয়েড।

  • 11 Nov 2021 10:18 PM (IST)

    ১০ ওভারে অস্ট্রেলিয়া ৮৯/৩

    প্রথম ১০ ওভারের খেলা শেষ। ৩ উইকেট হারিয়ে ৮৯ রান তুলেছে অস্ট্রেলিয়া। ম্যাচ জিততে ওয়ার্নারদের এখনও প্রয়োজন রান ৮৮। ক্রিজে ডেভিড ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সওয়েল।

    ওয়ার্নার ৪৯*, ম্যাক্সওয়েল ৪*

  • 11 Nov 2021 09:57 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে এক উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া তুলেছে ৫২ রান। ক্রিজে ওয়ার্নার ও মার্শ। ফাইনালে উঠতে অজিদের এখনও প্রয়োজন ৮৪ বলে ১২৫ রান।

  • 11 Nov 2021 09:43 PM (IST)

    ৩ ওভারে অস্ট্রেলিয়া ১৩/১

    প্রথম ওভারের তৃতীয় বলেই অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চের উইকেট তুলে নেন শাহিন শাহ আফ্রিদি। ৩ ওভারের খেলা শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৩

  • 11 Nov 2021 09:25 PM (IST)

    রান তাড়া করতে নামল অস্ট্রেলিয়া

    ওপেনিংয়ে নামলেন অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার।

  • 11 Nov 2021 09:15 PM (IST)

    ১৭৬ রানে থামল পাকিস্তান

    নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৬ রান তুলেছে পাকিস্তান। ফাইনালে উঠতে অ্যারন ফিঞ্চদের প্রয়োজন ১২০ বলে ১৭৭ রান।

  • 11 Nov 2021 09:09 PM (IST)

    খেলা বাকি শেষ ওভারের

    ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৭ রান তুলেছে পাকিস্তান। শেষ ওভারে কত রান তোলে পাকিস্তান সেদিকেই নজর থাকবে।

  • 11 Nov 2021 08:44 PM (IST)

    ১৫ ওভারে পাকিস্তান ১১৭/১

    খেলা বাকি ৫ ওভারের। ১৫ ওভারের মধ্য়ে ক্যাপ্টেন বাবরের উইকেট হারিয়ে ১১৭ রান তুলেছে পাকিস্তান। বাবর ফিরলেও পাক ওপেনার মহম্মদ রিজওয়ান হাফসেঞ্চুরিও পূর্ণ করে ফেলেছেন।

  • 11 Nov 2021 08:39 PM (IST)

    রিজওয়ানের হাফসেঞ্চুরি

    অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে ৪১ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন মহম্মদ রিজওয়ান।

  • 11 Nov 2021 08:16 PM (IST)

    ১০ ওভারে পাকিস্তান ৭১/১

    ১০ ওভারে ১ উইকেট হারিয়ে পাকিস্তান তুলেছে ৭১ রান।

    অ্যাডাম জাম্পা দশম ওভারের শেষ বলে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে ফেরান অ্যাডাম জাম্পা। ৩৪ বলে ৩৯ রান করে সাজঘরে ফেরেন বাবর।

    ২৬ বলে ২৮ রানে ব্যাট করছেন মহম্মদ রিজওয়ান।

  • 11 Nov 2021 07:59 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে সফল পাকিস্তান। ৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৪৭ রান তুলেছেন বাবর আজমরা।

    বাবর আজম ব্যাট করছেন ২৪ রানে। মহম্মদ রিজওয়ান রয়েছেন ২১ রানে।

  • 11 Nov 2021 07:46 PM (IST)

    ৩ ওভারে পাকিস্তান ২১/০

    কোনও উইকেট না হারিয়ে ৩ ওভারের মধ্যে ২১ রান তুলেছে পাকিস্তানের ওপেনিং জুটি

  • 11 Nov 2021 07:31 PM (IST)

    পাকিস্তানের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন বাবর আজম ও মহম্মদ রিজওয়ান।

  • 11 Nov 2021 07:14 PM (IST)

    অস্ট্রেলিয়ার প্রথম একাদশ

    অস্ট্রেলিয়ার প্রথম একাদশ: অ্যারন ফিঞ্চ (ক্যাপ্টেন), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মার্কাস স্টোইনিস, ম্যাথিউ ওয়েড (উইকেটকিপার), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জস হ্যাজেলউড।

  • 11 Nov 2021 07:10 PM (IST)

    পাকিস্তানের প্রথম একাদশ

    পাকিস্তানের প্রথম একাদশ: বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফকর জামান, মহম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ।

  • 11 Nov 2021 07:04 PM (IST)

    টস আপডেট

    টসে জিতল অস্ট্রেলিয়া।

    টসে জিতে পাকিস্তানকে ব্যাটিং করতে পাঠালেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

  • 11 Nov 2021 06:55 PM (IST)

    দুবাইতে অজি-পাক মহারণ

  • 11 Nov 2021 06:52 PM (IST)

    অজিদের বিরুদ্ধে কি মাঠে নামবেন রিজওয়ান-শোয়েব?

    অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে কিছুটা হলেও চাপে রয়েছে বাবর আজমের টিম। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আগের দিনের প্র্যাকটিসে জ্বরের কারণে মাঠে নামেননি মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan) এবং শোয়েব মালিক (Shoaib Malik)। টিম সূত্রের খবর, দু’জনেরই হালকা জ্বর হয়েছে।

    পড়ুন বিস্তারিত- T20 World Cup 2021: শোয়েব-রিজওয়ানের জ্বর, অজিদের বিরুদ্ধে সেমিফাইনালে নেই?

  • 11 Nov 2021 06:46 PM (IST)

    কীভাবে শেষ চারের লড়াইয়ে উঠল বাবর আজমের পাকিস্তান?

    চলতি টি-২০ বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছে পাকিস্তান। কোন পথে সেমিফাইনালের লড়াইয়ে জায়গা দখল করল পাকিস্তান? পড়ুন বিস্তারিত- T20 World Cup 2021: কোন পথে সেমিফাইনালে বাবর আজমের পাকিস্তান, দেখুন ছবিতে

  • 11 Nov 2021 06:45 PM (IST)

    কোন পথে সেমিফাইনালে অজিরা?

    কীভাবে টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছল অস্ট্রেলিয়া… পড়ুন বিস্তারিত – T20 World Cup 2021: ছবিতে দেখুন কীভাবে শেষ চারে পৌঁছল অস্ট্রেলিয়া

  • 11 Nov 2021 06:35 PM (IST)

    দুবাইতে সেমিফাইনালের জন্য হাজির পাকিস্তান ক্রিকেট দল

  • 11 Nov 2021 06:33 PM (IST)

    অপেক্ষার আর কিছুক্ষণ

    দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ মুখোমুখি পাকিস্তান-অস্ট্রেলিয়া।

  • 11 Nov 2021 06:29 PM (IST)

    নজর রাখুন হেড টু হেডে

    আন্তর্জাতিক টি-২০ (T-20) ক্রিকেটে মোট ২২ বার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে ১৩ বার জিতেছে পাকিস্তান এবং ৯ বার জিতেছে অস্ট্রেলিয়া।

Published On - Nov 11,2021 6:29 PM

Follow Us: