IPL 2022 Auction: মেগা নিলামে থাকছেন কোন বিদেশি প্লেয়াররা? দেখুন সম্পূর্ণ তালিকা
সারা বিশ্ব থেকে মোট ১২১৪ জন প্লেয়ার এই নিলামের জন্য নাম নথিভুক্ত করেছিলেন। তার থেকে ভারতীয় বোর্ড বাছাই করে ৫৯০ জন খেলোয়াড়কে নির্বাচন করেছে। এই ৫৯০ জন ক্রিকেটারদের মধ্যে মোট ৩৭০ জন ভারতীয় এবং ২২০ জন বিদেশি প্লেয়ার।
নয়াদিল্লি: সামনেই আইপিএল ২০২২ এর মেগা নিলাম (IPL 2022 Auction)। ১২ এবং ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে এ বারের নিলাম অনুষ্ঠিত হতে চলেছে। এ বারের নিলামে মোট ১০টি দল অংশ নেবে। নিলামের আগে, আইপিএলের (IPL) পুরনো ৮টি দল তাদের কয়েকজন প্লেয়ারকে ধরে রেখেছে। এবং নতুন দুই দলকেও নিলামের আগে তাদের দলে ৪ জন প্লেয়ার নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। এ বার দুই দিনের নিলামে, ফ্র্যাঞ্চাইজিগুলি তাদের দল প্রস্তুত করবে। তার জন্য প্লেয়ারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিসিসিআই (BCCI)। সারা বিশ্ব থেকে মোট ১২১৪ জন প্লেয়ার এই নিলামের জন্য নাম নথিভুক্ত করেছিলেন। তার থেকে ভারতীয় বোর্ড বাছাই করে ৫৯০ জন খেলোয়াড়কে নির্বাচন করেছে। এই ৫৯০ জন ক্রিকেটারদের মধ্যে মোট ৩৭০ জন ভারতীয় এবং ২২০ জন বিদেশি প্লেয়ার।
আসন্ন নিলামে অংশ নিতে চলা এই ২২০ জন বিদেশি প্লেয়াররা মোট ১৪টি দেশের। দেখুন আসন্ন মেগা নিলামে অংশ নিতে চলা বিদেশি প্লেয়ারদের সম্পূর্ণ তালিকা —
১) অস্ট্রেলিয়া- প্যাট কামিন্স, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, মিচেল মার্শ, ম্যাথু ওয়েড, জশ হ্যাজেলউড, অ্যাডাম জাম্পা, অ্যারন ফিঞ্চ, মার্নাস লাবুসেন, নাথান কুল্টার-নাইল, ক্রিস লিন, ড্যানিয়েল সামস, বেন ম্যাকডারমট, জোশুয়া ফিলিপ, জেসন বেহরেনডর্ফ, নাথান এলিস, অ্যান্ড্রু টাই, টিম ডেভিড, বেন দ্বারশুইস, উসমান খোয়াজা, বেন কাটিং, মোইসেস হেনরিকস, শন অ্যাবট, রাইলি মেরেডিথ, কেন রিচার্ডসন, হেইডেন কের, তানভির সংহা, কুর্টিস পিটারসন, অ্যাস্টন আগর, ওয়েসলি আগর, বিলি স্ট্যানলেক, অ্যালেক্স রোস জেমস ফকনার, ডি’আর্সি শর্ট, জ্যাক ওয়াইল্ডারমুথ, জোয়েল প্যারিস, জ্যাক ওয়েদারড, ম্যাট কেলি, হিলটন কার্টরাইট, ক্রিস গ্রিন, নাথান ম্যাকঅ্যান্ড্রু, টম রজার্স, লিয়াম গুথ্রি, লিয়াম হ্যাচার, জেসন সাংহা, ম্যাথু শর্ট, আইডান কাহিল।
২) বাংলাদেশ- সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম
৩) আফগানিস্তান – মহম্মদ নবি, মুজিব জারদান, নূর আহমেদ, কাইস আহমেদ, নাজিবুল্লাহ জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, ফজলহক ফারুকী, জাহির খান, ওয়াকার সালামখিল, হজরতউল্লাহ জাজাই, করিম জানাত, নবীন উল হক, ইজহারুল হক নবিদ, হাশমতউল্লাহ গফারি।
৪) ইংল্যান্ড – জেসন রয়, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, মার্ক উড, আলিদ রশিদ, ডেভিড মালান, ক্রিস মরিস, লিয়াম লিভিংস্টোন, ইওন মর্গ্যান, অ্যালেক্স হলস, জোফ্রা আর্চার, জর্জ গার্টন, টাইমল মিলস , রিসি টপলে, টম কোলের-ক্যাডমোর, জেমস ভিন্স, লুইস গ্রেগরি, সাকিব মাহমুদ, লরি ইভান্স, বেনি হোওয়েল, জেকব লিনটট, ডেভিড উইলি, ক্রেগ ওভারটন, সামিত প্যাটেল।
৫) নিউজিল্যান্ড – স্কট কুগেলিজন, লকি ফার্গুসন, জেমস নিশাম, ঈশ সোধি, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, ড্যারেল মিচেল, মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস, টিম সেইফার্ট, অ্যাডাম মিলনে, টড অ্যাস্টেল, মার্টিন গাপ্টিল।
৬) দক্ষিণ আফ্রিকা – কুইন্টন ডি’কক, ফাফ ডু’প্লেসি, কাগিসো রাবাডা, ডেভিড মিলার, ইমরান তাহির, ডিওয়াইল্ড ব্রেভিস, এইডেন মার্করাম, মার্কো জ্যানসেন, লুঙ্গি এনগিডি, তাবারাইজ শামসি, রসি ভ্যান দার ডুসেন, ডোয়াইন প্রিটোরিয়াস, হেনরিক ক্লাসেন, কেশব মহারাজ, জানেমন মালান, রিলি রোসোউ, মার্চেন্ট ডি ল্যাঞ্চে, জুবায়ের হামজা, রায়ান রিকেলটন, ওয়েন পার্নেল, ড্যারিন ডুপাভিলন, ডোনাভান ফেরেরা, জেরাল্ড কোয়েটজি, নান্দ্রে বার্গার, সিসান্ডা মাগালা, আন্দিলে ফেহলুকওয়েও, মিগুয়েল প্রিটোরিয়াস, কোরবিন বোশ, অটনিয়েল বার্টম্যান, খুয়েজি গুমেদ, ডুয়ান জ্যানসেন, বেইয়ার্স সোয়েনপল, জোহান ভ্যান ডাইক।
৭) শ্রীলঙ্কা – ভানিন্দু হাসারাঙ্গা, দুশমন্ত চামিরা, মহেশ থেকশানা, চরিথ আসালঙ্কা, নিরোশান ডিকভেলা, কুসল মেন্ডিস, কুসল পেরেরা, আকিলা ধনঞ্জয়, ভানুকা রাজাপক্ষ, মাথিশা পাথিরানা, অভিক্ষা ফার্নান্দো, পাথুম নিসঙ্কা, চামিকা করুণারত্নে, দাসুন শানাকা, কেভিন কোত্থিগোডা, থিসারা পেরেরা, লাহিরু কুমারা, ইসুরু উদানা, নুয়ান থুশারা, দানুশকা গুনাথিলাকা, ধনঞ্জয় লক্ষণ, সিক্কুগে প্রসন্ন, দুনিথ ভেলালেজ।
৮) ওয়েস্ট ইন্ডিজ – শিমরন হেটমায়ার, ডোয়াইন ব্রাভো, জেসন হোল্ডার, নিকোলাস পুরান, ডমিনিক ড্রেকস, ওডিন স্মিথ, শেল্ডন কটরেল, এভিন লুইস, রোভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, আন্দ্রে ফ্লেচার, শাই হোপ, ওবেদ ম্যাককয়, হেইডেন কিং, ব্র্যান্ডন কিং, ফ্যাবিয়ান অ্যালেন, রোস্টন চেজ, আকিল হোসেইন, আলজারি জোসেফ, কেনার লুইস, ড্যারেন ব্রাভো, শামরা ব্রুকস, কার্লোস ব্র্যাথওয়েট, কিমো পল, জ্যাডেন সিলস, জন রাস জুগারনট, ফিদেল এডওয়ার্ডস, ওশানে থমাস, কাইল মেয়ার্স, রেমন রেইফার, নাঈম ইয়ং, রায়ান জন, মার্ক দেয়াল।
৯) আয়ার্ল্যান্ড – পল স্টার্লিং, জোশ লিটল, কার্টিস্ক্যাম্পার, মার্ক অ্যাডার, গ্যারেথ ডেলানি।
১০) জিম্বাবুয়ে – ব্লেসিং মুজারাবানি।
১১) নামিবিয়া – রুবেন ট্রাম্পেলম্যান, জোহানেস স্মিট, ডেভিড উইসি।
১২) নেপাল – সন্দীপ লামিছনে
১৩) স্কটল্যান্ড – ব্রড হুইল, সাফিয়ান শরিফ
১৪) আমেরিকা – আলি খান
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা