কলকাতা: বিশ্বকাপে (T20 World Cup) সেরা ও সফল ফিনিশার চাই… যে কারণে রিঙ্কু সিংয়ের (Rinku Singh) জায়গায় ভারতের বিশ্বকাপ টিমে সুযোগ পেয়েছিলেন শিবম দুবে (Shivam Dube)। যে কাজের জন্য তিনি ভারতের বিশ্বকাপের মূল স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন, তা কি শিবম করে দেখাতে পেরেছেন? ভারতীয় ক্রিকেট প্রেমীরা এক বাক্যে উত্তর দেবেন, একেবারেই নয়। উল্টে বোর্ডের উপর ক্ষোভ উগরে দিচ্ছেন টিম ইন্ডিয়ার অনুরাগীরা।
রিঙ্কু সিং নিজের যোগ্যতা প্রমাণ করে ভারতের নতুন ফিনিশারের তমকা পেয়েছিলেন। টি-২০ বিশ্বকাপের আগে শেষ জানুয়ারি মাসে ভারক যে আফগানদের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলেছিল, তাতে রিঙ্কু দুরন্ত পারফর্ম করেছিলেন। সিরিজের শেষ ম্যাচে ৬৯ রানের অপরাজিত এক ইনিংস উপহারও দিয়েছিলেন। সেই সময় ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা থেকে শুরু করে সকলে রিঙ্কুকে প্রশংসায় ভরিয়েছিলেন। এরপর অবশ্য ১৭তম আইপিএলে রিঙ্কু সেই অর্থে সুযোগ পাননি এবং রানও পাননি। তাই বিশ্বকাপের টিমে সুযোগ পাওয়ার দিক থেকে তাঁকে টেক্কা দিয়েছিলেন শিবম দুবে।
টি-২০ বিশ্বকাপে ভারতের রিজার্ভ প্লেয়ার রিঙ্কু সিং। শিবম দুবে এ বারের বিশ্বকাপে এক ম্যাচেও ছাপ ফেলতে পারেননি। শুধু আমেরিকার বিরুদ্ধে তিনি ৩১ রানের অপরাজিত ইনিংস উপহার দিতে পেরেছিলেন। শিবমকে প্রয়োজনে বোলিংয়েও ব্যবহার করার কথা ভেবেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আমেরিকার বিরুদ্ধেই তিনি বল করেছিলেন। কিন্তু আশানুরূপ পারফর্ম করতে পারেননি। আফগানিস্তানের বিরুদ্ধে শিবম দুবে ৫এ নেমেছিলেন। তাঁর কাছে সুযোগ ছিল ম্যাচের শেষ অবধি থাকা এবং নিজেকে ফিনিশার প্রমাণ করা। কিন্তু ৭ বলে ১০ রান করে মাঠ ছাড়েন তিনি।
Rinku Singh comes to every game to support Team India. No wonder why everyone loves him. pic.twitter.com/s8j0nH6veM
— R A T N I S H (@LoyalSachinFan) June 20, 2024
বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ থেকেই শিবমের আশানুরূপ পারফরম্যান্স না দেখার পর ভারতীয় ক্রিকেট প্রেমীরা ক্ষোভ প্রকাশ করছিলেন। আফগানদের বিরুদ্ধে শিবম ১০ রান করার পর আরও বেশি রোষের কবলে পড়েন। নেটনাগরিকরা বোর্ডের উপর নিজেদের ক্ষোভ উগরে দেন। তাঁদের মতে, রিঙ্কু সিংয়ের মতো ক্রিকেটারকে দলে না রেখে শিবম দুবেকে বেছে খুব ভুল করেছে বোর্ড। এক ঝলকে দেখে নিন নেটিজ়েনরা কী ভাবে রিঙ্কু সিংয়ের জন্য হাহাকার করছেন—
Rinku Singh deserves a chance in place of Shivam Dubey. pic.twitter.com/q3Lqjjv7bV
— Sunil the Cricketer (@1sInto2s) June 21, 2024
Rinku Singh🙏😭 pic.twitter.com/2OXs84okJF
— Pulkit🇮🇳 (@pulkit5Dx) June 20, 2024
Quite discriminatory on part of BCCI to select Shivam Dube, a talentless hack from Mumbai, for T20 World Cup over Rinku Singh who comes from a poor family in rural Uttar Pradesh. This shows elitist mentality of the BCCI. Selectors & governing body should hang their heads in shame
— Prabudh Singh (@prabuddhaaa) June 21, 2024
Pat Cummins taking hattrick
Rinku Singh waiting because of 3D Player Shivam Dube.
Yashasvi Jaiswal waiting because Rohit opening with Kohli..India winning but we are in tension with this combination.
— Satya Prakash (@Satya_Prakash08) June 21, 2024