আমেদাবাদ: দাদা বিশ্বকাপে ভারত-পাক (India vs Pakistan) ম্যাচের একটা টিকিট হবে? কিংবা কি দাদা বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের টিকিট চাই? এমন দুই প্রশ্নই আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের আশেপাশে আজও নিশ্চয়ই শোনা যাচ্ছে। প্রথম প্রশ্ন করছেন যাঁরা ভারত-পাক ম্যাচের টিকিট জোগাড় করতে পারেননি। আর দ্বিতীয় প্রশ্ন করছেন যাঁরা বিশ্বকাপের টিকিটের কালোবাজারির সঙ্গে যুক্ত। যাঁদের সাধ্য রয়েছে, তাঁদের অনেকেই বেশি দাম দিয়ে ভারত-পাক ম্যাচের টিকিট নিশ্চয়ই কিনেছেন। শোনা গিয়েছে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে রমরমিয়ে বিক্রি হয়েছে ভারত-পাক ম্যাচের টিকিট। ভারতীয় ক্রিকেটারদের কাছেও টিকিট চেয়ে এসেছে প্রচুর আবেদন। আব্দারও বলতে পারেন। বিশ্বকাপ শুরুর আগেই ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি নিজের ইন্সটাগ্রামে জানিয়েছিলেন, তাঁর কাছে যেন টিকিটের অনুরোধ কেউ না করেন। এ বার ভারত-পাক ম্যাচের আগে সূর্যকুমার যাদবও (Suryakumar Yadav) বাধ্য হলেন ঠিক একই অনুরোধ করছে। ঠিক কী বললেন স্কাই? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
স্কাই ২২ গজে ৩৬০ ডিগ্রিতে শট খেলার জন্য পরিচিত। তেমনই কুল মেজাজে ফ্যানেদের অনুরোধও রাখেন তিনি। কিন্তু প্রসঙ্গ যখন বিশ্বকাপের টিকিট, সেক্ষেত্রে একটু শক্ত হতে দেখা গেল সূর্যকুমার যাদবকে। কারণ, তাঁর প্রতিটি সোশ্যাল মিডিয়া সাইটের ইনবক্স ভরে যাচ্ছে বিশ্বকাপের টিকিটের অনুরোধে। ফলে তাঁকে এ বার অন্য মেজাজে দেখা গেল। মজার ছলে তিনি নিজের ইন্সটাগ্রামে বিশ্বকাপের টিকিট চাওয়া ফ্যানেদের উদ্দেশে লিখেছেন, ‘ভাইলোগ ঘর পে আচ্ছে আচ্ছে টিভি হ্যায় সবকে, এনজয় করো অউর এসি ম্যায় বেইঠ কে ম্যাচ দেখো। নো মোর টিকিট রিকোয়েস্টস প্লিজ (ভাইরা বাড়িতে তো ভালো ভালো টিভি আছে সকলের, তাই এসি ঘরে বসে ম্যাচ উপভোগ করো। দয়া করে আর টিকিটের কোনও অনুরোধ করো না)।’
Suryakumar Yadav’s Instagram story. pic.twitter.com/oqDz3EgVlv
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 13, 2023
সূর্যকুমার যাদবের এই মজার কিন্তু তাঁর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ক্রিকেটারদের কাছে ম্যাচের আগে টিকিটের জন্য অনুরোধ করাটা ফ্যানেদের একটা প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। এ যদিও নতুন কিছু নয়। অতীতেও একাধিক ভারতীয় ক্রিকেটারদের মুখে শোনা গিয়েছে, তাঁদের কাছে হোটেল থেকে এয়ারপোর্ট সব জায়গায় ভক্তরা টিকিটের অনুরোধ করতেন। পাশাপাশি দল যেন জেতে, সেই আবদারও শোনা যেত ভক্তদের মুখে। সেই ছবিটা এখনও একই রয়েছে।