কলকাতা: ধরমশালায় শুক্রবার সকাল সকাল রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) শততম টেস্ট খেলতে নামবেন। এ মাসেই শুরু হবে ভারতের কোটিপতি লিগ। আইপিএলের আগে ইংল্যান্ডের বিরুদ্ধেই (India vs England) শেষ টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। পঞ্চম তথা সিরিজের শেষ টেস্ট ম্যাচের আগের দিন অশ্বিনকে প্রশংসায় ভরিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। অশ্বিনের বিরাট প্রশংসা করার পাশাপাশি ধরমশালা টেস্টের আগে প্রেস কনফারেন্সে রোহিত শর্মা ইঙ্গিত দিয়েছেন, শেষ ম্যাচে রজত পাতিদারে আস্থা রাখা হবে নাকি দেবদত্ত পাড়িক্কালের অভিষেক হবে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sport এর এই প্রতিবেদনে।
ক্রিকেট মহলে অনেকেই বলাবলি করছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে হয়তো অভিষেক হবে দেবদত্ত পাড়িক্কালের। কারণ, এই সিরিজে অভিষেক হওয়া রজত পাতিদার নিজের পারফরম্যান্সের মাধ্যমে ছাপ ফেলতে ব্যর্থ হয়েছেন। অবশ্য রোহিত শর্মা জানালেন, এত তাড়াতাড়ি রজতকে বাদের খাতায় দিতে চায় না টিম ম্যানেজেমেন্ট। রোহিত বলেন, ‘রজত পাতিদার অসাধারণ ক্ষমতার অধিকারী। আমার ওকে ভালো লাগে। ওকে প্রতিভাবান ক্রিকেটার বলেই মনে হয়। আমাদের ওকে আরও একটু সময় দেওয়া উচিত।’ হিটম্যানের এই ইঙ্গিতের ফলে অনেকেই বলা শুরু করেছেন, তা হলে শেষ টেস্টেও সুযোগ পাচ্ছেন হয়তো রজতই।
দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট হেরেছিল রোহিতব্রিগেড। স্বাভাবিকভাবেই সেই ধাক্কা কাটিয়ে যে ভাবে টিম ইন্ডিয়া সিরিজ মুঠোয় ভরেছে, তাতে খুশি ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর কথায়, ‘এই সিরিজে আমরা দারুণ কামব্যাক করেছি। আমরা যতবার চাপে পড়েছি, ঠিক ততবার ইংল্যান্ডকে পাল্টা চাপেও ফেলেছি। এটা আমাকে আনন্দ দিয়েছে।’
ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিত শর্মার ক্যাপ্টেন্সি নিয়েও বিরাট আলোচনা হচ্ছে। এই প্রসঙ্গে রোহিতের বক্তব্য, ‘আমি স্কুলে বেশি পড়িনি। আমি এখানে অধিনায়ক হিসেবে অনেক কিছু শিখছি।’ অধিনায়ক হিসেবে সত্যিকার অর্থেই রোহিত শর্মা বেশ সফল। বাজ়বল জমানায় ইংল্যান্ডকে টেস্ট সিরিজে হারানো প্রথম অধিনায়কও রোহিত শর্মা।