Virat Kohli: যেখানে সবচেয়ে বেশি খুশি হন বিরাট কোহলি…

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 14, 2023 | 7:54 PM

ওয়েস্ট ইন্ডিজ থেকে ফেরার পর বিরাট ছুটির মেজাজে ছিলেন। কিন্তু বিরাটের মতো পরিশ্রমী ক্রিকেটার বেশিদিন ছুটি কাটান না। আবার যখন শিয়রে এশিয়া কাপ।

Virat Kohli: যেখানে সবচেয়ে বেশি খুশি হন বিরাট কোহলি...

Follow Us

নয়াদিল্লি: ২২ গজ বা বাড়ি নয়, বিরাট কোহলি সবচেয়ে বেশি খুশি হন যে জায়গায় তা কি জানেন? বিরাট কোহলির (Virat Kohli) ইন্সটাগ্রামে ঢুঁ মারলে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সকলে। ওয়েস্ট ইন্ডিজ থেকে ফেরার পর বিরাট ছুটির মেজাজে ছিলেন। কিন্তু বিরাটের মতো পরিশ্রমী ক্রিকেটার বেশিদিন ছুটি কাটান না। আবার যখন শিয়রে এশিয়া কাপ। এরই মাঝে আসলে ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট আজ, ১৪ অগস্ট নিজের ইন্সটাগ্রাম (Instagram) স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন। এবং তাতে তিনি লিখেছেন ‘হ্যাপি প্লেস।’ বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বিরাট কোহলি ইন্সটাগ্রাম স্টোরিতে তাঁর যে সেলফি শেয়ার করেছেন তাতে দেখা গিয়েছে, তিনি রয়েছেন জিমে। তাঁর মুখে এক গাল হাসি। এবং বিরাটের পিছনে রয়েছে জিমের সরঞ্জাম। এই ছবিতেই ভিকে লিখেছেন ‘হ্যাপি প্লেস।’ তা থেকেই বোঝা যাচ্ছে, তাঁর সবচেয়ে প্রিয় জায়গা কোনটি। আসলে এশিয়া কাপের প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিরাট কোহলি। এই ছবি অন্তত তা-ই প্রমাণ করে।

এ বারের এশিয়া কাপ শুরু হবে ৩০ অগস্ট। যদিও ভারতের যাত্রা শুরু হবে ২ সেপ্টেম্বর। এখনও অবধি এশিয়া কাপের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা করেনি বিসিসিআই। আগামী ২৩ সেপ্টেম্বর বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে এশিয়া কাপগামী ভারতীয় ক্রিকেটাররা পৌঁছে যাবেন। ভারতের যে ক্রিকেটারদের এশিয়া কাপে খেলতে যাবেন তাঁদের জন্য একটি প্রস্তুতি শিবির আয়োজন করা হচ্ছে। এ বার সেখানে পৌঁছে যাবেন বিরাট কোহলি-রোহিত শর্মারাও।

কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়া রোহিত শর্মার জিম সেশনের এক ভিডিয়ো ভাইরাল হয়েছিল। ফলে বোঝা যাচ্ছে বিরাট-রোহিতরা ছুটি কাটিয়ে আবার নিজেদের প্রিয় কাজে ফিরে গিয়েছেন।

Next Article