বেঙ্গালুরু: শিয়রে এশিয়া কাপ। তারপর রয়েছে ভারতের মাটিতে বিশ্বযুদ্ধ। তার আগে এই মুহূর্তে ভারতীয় টিমের সবচেয়ে বড় চিন্তা মিডল অর্ডারের দায়িত্ব কাঁধে কে তুলে নেবেন? পরিসংখ্যান বলছে, ভারতের জার্সিতে ওডিআইতে মিডল অর্ডারে বর্তমানে সবচেয়ে সফল ব্যাটারের নাম কেএল রাহুল (KL Rahul)। ভারতের (India) হয়ে তিনি একাধিক ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন। তাঁর ব্যাটে একাধিক ওডিআই ম্যাচে দেখা গিয়েছে দায়িত্বশীল ইনিংস। তাই ঘরের মাঠে বিশ্বকাপে মিডল অর্ডারের চিন্তা মেটাতে যদি থাকেন লোকেশ রাহুল, তা হলে অনেকটা স্বস্তি পাবে টিম ইন্ডিয়া। লোকেশ রাহুলের পাশাপাশি ভারতীয় টিমে যদি থাকেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), তা হলে ভারতের কোচ-ক্যাপ্টেনের কপালের ভাঁজ মুছে যেতে পারে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
এরই মাঝে বেঙ্গালুরুর এনসিএতে এক প্র্যাক্টিস ম্যাচ হয়েছে। সেখানে দেখা গিয়েছে লোকেশ রাহুল, শ্রেয়স আইয়াররা ব্যাটিং করছেন। আর সেই ভিডিয়ো নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন ঋষভ পন্থ। যেখানে ছন্দে দেখা গিয়েছে রাহুল-শ্রেয়সদের। তাই বিশ্বকাপের আগে একটা ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেল। তবে এ বার জাতীয় দলে ফিরে মাঠে নেমে তাঁরা পারফর্ম করতে না পারলে ভারতের চাপ বাড়বে।
KL Rahul and Shreyas Iyer in the practice match.
Rishabh Pant watching them! pic.twitter.com/aDWVc52zOm
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 14, 2023
ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপে রাহুলকে নিয়ে যতই স্বপ্ন দেখুক টিম ইন্ডিয়া, তাতে একটা মুশকিলও রয়েছে। তা হল রাহুলের চোট প্রবণতা। আইপিএলের পর তাঁকে আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যায়নি। সামনের এশিয়া কাপই তাঁর কাছে সুযোগ ওডিআই বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নেওয়ার।
ওডিআই ফর্ম্যাটে ১৪-৪০ ওভার এই সময়টা ভীষণ গুরুত্বপূর্ণ। ৫০ ওভারের ক্রিকেটে এই জায়গাতেই ভারত দূর্বল। লোয়ার অর্ডারে হার্দিক-জাডেজা-অশ্বিনরা সামলে দিতে পারেবেন। কিন্তু মাঝের দিকে শ্রেয়স-রাহুলে ভরসা করা ছাড়া উপায় নেই ভারতীয় টিম ম্যানেজমেন্টের। কিন্তু রাহুল-শ্রেয়সদের যদি এশিয়া কাপে প্রত্যাবর্তন না হয়, তা হলে ভারতীয় টিম কী করবে? ভারতীয় ক্রিকেট প্রেমীরা তাই আসন্ন এশিয়া কাপে ভারতের স্কোয়াড ঘোষণার দিকে তাকিয়ে রয়েছেন।