Asia Cup 2023: ‘টিম যখন চাইবে, আমি তৈরি থাকব’, পাকিস্তান ম্যাচের আগে বলে দিলেন কে?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 31, 2023 | 6:05 PM

Mohammed Shami: ভারত-পাকিস্তান ম্যাচের চাপ অভিজ্ঞ ক্রিকেটাররাই বেশি সামলাতে পারেন। ভারতীয় বোলিংয়ে অভিজ্ঞতার ছড়াছড়ি। নতুন বলে বুমরার সঙ্গী কে হবেন, পুরনো বলে কে বল করবেন? নানা প্রশ্নের উত্তর দিলেন এক সিনিয়র পেসার।

Asia Cup 2023: টিম যখন চাইবে, আমি তৈরি থাকব, পাকিস্তান ম্যাচের আগে বলে দিলেন কে?
'টিম যখন চাইবে, আমি তৈরি থাকব', পাকিস্তান ম্যাচের আগে বলে দিলেন কে?

Follow Us

ক্যান্ডি: পাকিস্তানের বিরুদ্ধে জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) বোলিং পার্টনার কে হবেন, তা নিয়ে আলোচনা চলছে। এ সব নিয়ে মাথা ব্যথা নেই তাঁর। নতুন বল যদি না পান, আক্ষেপ থাকবে না। শুধু মাথায় রাখবেন টিমের নির্দেশ। বয়স বেড়েছে তাঁর, কিন্তু আজও টিমম্যানই ভাবেন তাঁকে। সুইং আর গতিতে আজও মাত করে দিতে পারেন। প্রতিপক্ষের ভয়ঙ্কর হয়ে ওঠা ব্যাটারকে থামিয়ে দিতে পারেন। বুমরা, মহম্মদ সিরাজরা যেমন অপরিহার্য, তেমনই তাঁর অভিজ্ঞতা কাজে লাগবে ভারতের। বিশেষ করে বিশ্বকাপে (World Cup 2023) যে তিন সিমারের উপর ভরসা রাখতে চলেছে টিম ম্যানেজমেন্ট, সেই তালিকায় রয়েছেন তিনিও। সেই মহম্মদ সামি (Mohammed Shami) কী ভাবছেন এশিয়া কাপে (Asia Cup 2023) পাকিস্তান ম্যাচের আগে? TV9Bangla Sportsএর এই প্রতিবেদনে বিস্তারিত।

শনিবারের ম্যাচের আগে সামি বলে দিচ্ছেন, ‘নতুন বল হোক আর পুরনো বল, কোনওটা নিয়েই আমার কোনও আপত্তি নেই। এই জাতীয় কোনও ইগো আমার নেই। নির্ভর করছে, নতুন বল না পুরনো বল, কখন টিম আমাকে চাইছে। আমি সব সময় তৈরি। আমি, বুমরা কিংবা সিরাজ— তিনজনেই খুব ভালো বোলিং করছি। কে খেলবে, সেটা টিম ম্যানেজমেন্টের উপর নির্ভর করছে।’

৯০ ওয়ান ডে ম্যাচে ১৬২ উইকেটের মালিক সামি। ইকনমি রেট ৫.৬০। লাল হোক আর সাদা বল, নিজের সেরাটাই বরাবর দিয়েছেন বাংলার পেসার। সামি বলছেন, ‘লাল বল না সাদা বল, কোন বলে ভালো পারফর্ম করি, এ নিয়ে প্রচুর কথা হয়। যদি সঠিক জায়গায় বল রাখা যায়, তা হলে কোনও বলেই সমস্যা হওয়ার কথা নয়। আমার একটাই লক্ষ্য থাকে, মাঠে নেমে একশো শতাংশ দেওয়া। আসল হল ফোকাস ঠিক রাখা এবং নিজেকে ঠিকঠাক মেলে ধরা। এই সহজ পরিকল্পনা নিয়েই মাঠে নামি।’

বুমরা থাকায় টিম স্পিরিট অনেক বাড়বে বলে মনে করছেন সামি। তাঁর কথায়, ‘অনেক দিন বুমরাকে টিমে পাইনি আমরা। ওর মতো প্লেয়ারকে মিস করেছি। অনেক সময় মনে হয়েছে, বুমরার মতো প্লেয়ার পাশে থাকলে নিজের লক্ষ্যটা আরও ভালো সেট করা যেত। বুমরাকে এ বার পাব। আমাদের বোলিং অনেক শক্তিশালী হবে। ও যেমন ফিট, ভালো বলও করছে। আমার তো মনে হয়, একটা দারুণ এশিয়া কাপ অপেক্ষা করে রয়েছে।’

সাদা বলের ক্রিকেটে দেশের হয়ে শেষ খেলেছেন মার্চ মাসে। সরাসরি পাকিস্তান ম্যাচে দেখা যাবে সামিকে। বাংলার পেসার কিন্তু তৈরি। ‘যে কোনও বড় ম্যাচের জন্য সব সময় প্রস্তুতি থাকে। ট্রেনিং ক্যাম্পে আমরা সে ভাবেই প্র্যক্টিস করেছি। তবে আমাদের বোলিং গভীরতা যথেষ্ট রয়েছে। ওয়ান ডে ম্য়াচের জন্য কিন্তু ফোকাসড থাকতে হয়। পরিকল্পনাও রাখতে হয়। সেটা কিন্তু রাখছি।’

Next Article