BCCI : ভায়াকম ১৮-কে সম্প্রচার স্বত্ব বিক্রি বিসিসিআইয়ের, কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচ?

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Aug 31, 2023 | 6:25 PM

সোনির কাছ থেকে বিসিসিআইয়ের হোম রাইটস ছিনিয়ে নিল ভায়াকম ১৮। টিভি ও ডিজিটাল উভয় প্ল্যাটফর্মেই ভারতের সবকটি হোম ম্যাচের সম্প্রচার করবে সংস্থাটি।

BCCI : ভায়াকম ১৮-কে সম্প্রচার স্বত্ব বিক্রি বিসিসিআইয়ের, কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচ?

Follow Us

কলকাতা : পাঁচ বছরের জন্য বিসিসিআইয়ের হোম রাইটস ছিনিয়ে নিল ভায়াকম ১৮ (Viacom 18)। টিভি ও ডিজিটাল, উভয় প্ল্যাটফর্মেই ভারতের হোম সিরিজগুলি সম্প্রচার করবে সংস্থাটি। এ বার থেকে স্পোর্টস ১৮ চ্যানেলে ভারতীয় দলের হোম ম্যাচগুলি দেখা যাবে। লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপে। বিসিসিআইয়ের (BCCI) মিডিয়া রাইটসের দৌড়ে ছিল সোনি এবং স্টার স্পোর্টসের মতো চ্যানেলগুলি। তবে শেষ হাসি হাসল ভায়াকম ১৮।  চুক্তি পাঁচ বছরে। এই পাঁচ বছরে ভারতীয় দল ঘরের মাঠে ৮৮টি ম্যাচ খেলবে। তার মধ্যে ২৫টি টেস্ট, ২৭টি ওডিআই এবং ৩৬টি আন্তর্জাতিক টি ২০ ম্যাচ রয়েছে। বিসিসিআই টিভি ও ডিজিটাল উভয় প্ল্যাটফর্মে সম্প্রচার স্বত্বের জন্য জন্য ভায়াকম ১৮-র কাছে থেকে পাবে আনুমানিক ৮২০০ কোটি টাকা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ থেকে এই চুক্তি কার্যকর হবে। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।

বিসিসিআই টেলিভিশন রাইটসের জন্য বেস প্রাইস রেখেছিল ২০ কোটি টাকা। ডিজিটালের জন্য ভিত্তিমূল্য ছিল ২৫ কোটি টাকা। দুই মাধ্যম নিয়ে মোট ৪৫ কোটি টাকা ছিল বেস প্রাইস। নিলামে স্টার স্পোর্টস, সোনি নেটওয়ার্ককে পিছনে ফেলে দেয় ভায়াকম ১৮। টুইটারে এই ঘোষণা করেছেন বিসিসিআই সচিব জয় শাহ। ২০১৮ সালে ৬,১৩৮ কোটি টাকার বিনিময়ে স্টার ইন্ডিয়ার এই স্বত্ব কিনেছিল। ১৯৯৫-৯৯ সালের মধ্যে ৮৮ কোটি টাকায় ভারতের হোম সিরিজগুলির সম্প্রচার স্বত্ব কিনেছিল ইএসপিএন। ১৯৯৯-২০০৪ সালের মধ্যে ২৪০ কোটি টাকার বিনিময়ে স্বত্ব পায় দূরদর্শন। ২০০৬ থেকে ২০০৯ সালের মধ্যে নিম্বস স্পোর্টস ২৪০০ কোটি টাকায় স্বত্ব জেতে। ২০১২ সালে স্টার ইন্ডিয়া বিসিসিআইকে দিয়েছিল ৩৮৫১ কোটি টাকা।

ভারতের হোম সিরিজগুলির পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের সম্প্রচার করবে ভায়াকম ১৮। এই সংস্থার কাছে রয়েছে আইপিএল (ডিজিটাল), উইমেন্স প্রিমিয়র লিগ, প্যারিস অলিম্পিক ২০২৪, দক্ষিণ আফ্রিকার হোম ম্যাচ, টি ১০ লিগ, রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ, দক্ষিণ আফ্রিকা টি ২০ লিগ, এনবিএ, সিরি আ, লা লিগা, লিগ ওয়ান এবং ডায়মন্ড লিগের সম্প্রচার স্বত্ব।

Next Article