Shubman Gill: ক্যাপ্টেন হই বা ভাইস ক্যাপ্টেন… নেতৃত্ব নিয়ে কী বলছেন শুভমন গিল?

Duleep Trophy 2024: শুভমন গিল দলীপ ট্রফিতে নেতৃত্বে নজর কাড়তে পারলে নির্বাচকরাও নিশ্চিন্ত হতে পারবেন। বাংলাদেশ সিরিজ থেকে টেস্টেও রোহিতের ডেপুটি করা হতে পারে তাঁকে। তাঁর কাছে বড় পরীক্ষা ব্যাটিংয়েও। দলীপে সফর শুরুর আগে ক্যাপ্টেন্সি নিয়ে কী বলছেন ভারতের তরুণ তুর্কি?

Shubman Gill: ক্যাপ্টেন হই বা ভাইস ক্যাপ্টেন... নেতৃত্ব নিয়ে কী বলছেন শুভমন গিল?
ক্যাপ্টেন হই বা ভাইস ক্যাপ্টেন... নেতৃত্ব নিয়ে কী বলছেন শুভমন গিল?Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Sep 04, 2024 | 8:02 PM

কলকাতা: রাত পোহালেই দলীপ ট্রফির (Duleep Trophy) ঢাকে কাঠি। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত এ ও বি দল। এ দলের ক্য়াপ্টেন শুভমন গিল (Shubman Gill)। জিম্বাবোয়ে সফরে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গুজরাট টাইটান্সকেও। সদ্য শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ফরম্যাটেই তাঁকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছিল। মনে করা হচ্ছে, ভবিষ্যতে তিন ফরম্যাটেই নেতা করা হতে পারে শুভমনকে। তাঁর কাছেও মহড়া। দলীপে ক্যাপ্টেন্সিতে নজর কাড়তে পারলে নির্বাচকরাও নিশ্চিন্ত হতে পারবেন। বাংলাদেশ সিরিজ থেকে টেস্টেও রোহিতের ডেপুটি করা হতে পারে। তাঁর কাছে বড় পরীক্ষা ব্যাটিংয়েও। দলীপে সফর শুরুর আগে ক্যাপ্টেন্সির চাপ নিয়ে কী বলছেন শুভমন গিল?

নেতৃত্বের চাপ নিয়ে শুভমন গিল বলেছেন, ‘বেশি চাপ অনুভব হয় না। আমি ক্যাপ্টেন হই বা ভাইস ক্যাপ্টেন, ব্যাটার হিসেবে আমার ভূমিকা বদলায় না। দলের হয়ে রান করা গুরুত্বপূর্ণ।’ ভারতের তরুণ ক্রিকেটার এও মনে করেন, ক্যাপ্টেন হিসেবে অবশ্যই বাড়তি দায়িত্ব থাকে। দলের সকলের শক্তি, দুর্বলতা সম্পর্কে জানতে হয়। যে ম্যাচ বা টুর্নামেন্টই হোক না কেন, সেখানে নেতৃত্ব দিলে, নিজেকে আরও বেশি করে বোঝা যায়।

আগামিকাল থেকে শুরু হতে চলা দলীপে এ টিমকে নেতৃত্ব দেবেন শুভমন। এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে গিল বলেন, ‘দলীপ ট্রফি একটা বড় টুর্নামেন্ট। প্রত্যেকটা ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা এমন কিছু ক্রিকেটারদের বিরুদ্ধে খেলব, যাঁদের সঙ্গে ভারতীয় টিমে খেলেছি। তাই ভালো লড়াই দেখা যাবে আশা করছি।’

একইসঙ্গে শুভমন জানান, তাঁর মনে হয় নির্বাচকদের সঙ্গে বোলারদের ওয়ার্কলোড ম্যানেজ নিয়ে নিশ্চিত ভাবে কথা হয়েছে। এ ছাড়াও গিলের মনে হয়, যেহেতু ক্রিকেটাররা অনেক ম্যাচ খেলেন, তাই তাঁদের কাছে পরিষ্কার যে কোন ম্যাচে কেমন পারফর্ম্যান্স চাইছে দল।