Suryakumar Yadav: আমার দলে অনেক নেতা, ইডেনে নামার আগে তৃপ্ত সূর্য

অভিষেক সেনগুপ্ত | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 21, 2025 | 6:49 PM

IND vs ENG, Eden Gardens: বুধবার ক্রিকেটের নন্দনকাননে জস বাটলারের ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচ খেলতে নামবে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া।

Suryakumar Yadav: আমার দলে অনেক নেতা, ইডেনে নামার আগে তৃপ্ত সূর্য
ভারতের টি-২০ ক্যাপ্টেন সূর্যকুমার যাদব
Image Credit source: X

Follow Us

অভিষেক সেনগুপ্ত

ইনিংসে যেমন অগুনতি ছয় থাকে, তেমন হাত ভর্তি ট্যাটু! গুনতে গুনতে দিন শেষ হয়ে যাবে! চোখে-মুখে মিটমিটে হাসি। যেন ফুলটস বলের অপেক্ষায়। এলও! প্রশ্ন বুঝতে না পেরে হাসতে হাসতে প্রশ্নও করে বসলেন, “ক্যায়া, ক্যায়া… ম্যায় ওপেন করুঁ?” যেন আড্ডা মারতে বসেছেন। “চাপ? ক্যায়া বোল রহে হো স্যার! প্র‍্যাক্টিসে আসার সময় তো গান বাজছিল টিম বাসে!” হুল্লোড়ের চূড়ান্ত। টি-টোয়েন্টি (T20) প্রজন্ম এমনই। খেলাটা শুধু মাঠে। ফর্ম্যাট যাই হোক না কেন, ভারতীয় ক্রিকেট টিমের ক্যাপ্টেন তো! প্রেস মিটে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) দেখলে সব গুলিয়ে যাবে।

ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে যা যা বললেন তুলে ধরা হল…

এই খবরটিও পড়ুন

গম্ভীরের কোচিং

ইডেন আমার কাছে বরাবর স্পেশাল। আমার ফ্র‍্যাঞ্চাইজি কেরিয়ার এখান থেকেই শুরু। গোতি ভাইয়ের সঙ্গে খেলেছি চার বছর। এমন কোচ উনি, বেশি কথা বলারও দরকার পড়ে না। কোচিং স্টাইল খুব ইজি। আলাদা করে কোনও চাপে থাকে না।

প্ল্যানিং

বিশ্বকাপ অনেক দূরের ব্যাপার। সামনে শ্রীলঙ্কা, বাংলাদেশ, সাউথ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ। এই ইংল্যান্ড সিরিজটা ইন্টারেস্টিং হতে চলেছে।

সামিকে নিয়ে

সামির মতো অভিজ্ঞ বোলারকে পাশে পেতে সবাই চায়। ও কেমন বোলার, সবাই জানে। ও এনসিএতে প্রচুর খেটেছে। ভালো খেলবে বলেই তো টিমে রয়েছে।

শিশির ফ্যাক্টর

রাতের ম্যাচে হেভি ডিউ হলে প্রবলেম হয়ই। বোলাররাও জানে, কীভাবে সামাল দিতে হয়। যাই হোক না, দুটো টিমকেই সামলাতে পরিস্থিতি।

সামি-বুমরা জুটি

দু’জনই দারুণ বোলার। ধ্বংসাত্মক বোলার। বিশ্বকাপে ওরা দারুণ পারফর্ম করেছিল। সামি, বুমরা জুটি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দারুণ পারফর্ম করবে, আমার বিশ্বাস।

হার্দিক

হার্দিকের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। ভালো বন্ধু আমরা। মুম্বইয়ে যখন যোগ দেয় ও, তখন থেকেই আমাদের বন্ধুত্ব।

ক্যাপ্টেন্সি

অক্ষর ভাইস ক্যাপ্টেন টিমের। হার্দিকও থাকবে। একটাই পজেটিভ দিক, মাঠে এখন অনেক ক্যাপ্টেন।

সঞ্জু

সঞ্জুকে নিয়ে এই মুহূর্তে কোনও প্রশ্ন নেই। দারুণ ফর্মে রয়েছে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে না থাকা

ভালো খেললে চ্যাম্পিয়ন্স ট্রফির টিমে থাকতাম। আমি ভালো করতে পারিনি, তাই নেই। তবে টিমে নেই বলে খারাপ লাগছে।

ব্যাটিং অর্ডার

আমাদের টিমের ব্যাটিং অর্ডার ফ্লেক্সিবল। যে কেউ যে কোনও জায়গায় ব্যাট করতে হতে পারে। এটা আমরা সব সময় মাথায় রাখি।

আগামী পরিকল্পনা

এখনই আগামী বছরের বিশ্বকাপ নিয়ে ভাবছি না। কিন্তু তার আগে পর্যন্ত আমরা জার্নিটা এনজয় করতে চাই। কোচ বা আমরা জানি, বড় টুর্নামেন্টে কী করতে হয়

ইংল্যান্ড সিরিজ

ইংল্যান্ড সব সময় কঠিন টিম। সেরাটাই দিতে হবে। ওদের কোথায় দুর্বলতা, তা নিয়ে টিম মিটিংয়ে কথাও বলেছি।

Next Article