কলকাতা: ধরমশালা টেস্ট ভারতীয় টিমের কাছে শুধু নিয়মরক্ষার হতে পারে। কিন্তু ইংল্যান্ড শিবিরের জন্য নয়। ভারতের বিরুদ্ধে হায়দরাবাদ টেস্ট জিতে সিরিজ শুরু করেছিলেন বেন স্টোকসরা। ক্রিকেটমহলে বার বার বলা হচ্ছিল, বাজ়বল কাজ দিচ্ছে ভারতের মাটিতে। কিন্তু তার পরের তিনটে টেস্ট যে বিশ্রী ভাবে ইংল্যান্ডকে হারতে হবে তেমনটা হয়তো অনেকেই ভাবেননি। বিরাট কোহলি, মহম্মদ সামির মতো সিনিয়র ক্রিকেটাররা এই টেস্টে (Test) নেই। যার ফলে তরুণ ক্রিকেটারদের পরখ করার সুযোগ পেয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তারুণ্যের উপর নির্ভর করে পরপর তিনটে টেস্ট জিতে সিরিজ মুঠোয় ভরেছেন রোহিতরা। কিন্তু তারপরও ধরমশালা টেস্টের আগে বিরাট কোহলির (Virat Kohli) না খেলাটা মেনে নিতে পারছেন না এই সিরিজে খেলা ইংল্যান্ডের (England) এক ক্রিকেটার।
ক্রিকেটের সবচেয়ে কঠিন ফর্ম্যাট বলা হয় টেস্টকে। আর এই ফর্ম্যাটেই ভারতীয় সুপারস্টার বিরাট কোহলিকে এক, দুই কিংবা চার, পাঁচ বার নয় ১০ বার আউট করেছেন ইংল্যান্ডের তারকা জেমস অ্যান্ডারসন। এ বার ভারত সফরে জিমির কাছে সুযোগ ছিল সেই সংখ্যা বাড়িয়ে নেওয়ার। কিন্তু জিমি সেই সুযোগটা পাননি। সম্প্রতি জিও সিনেমাকে জেমস অ্যান্ডারসন বলেছেন, ‘সেরা ক্রিকেটারদের বিরুদ্ধে সকলে খেলতে চায়। ও এই সিরিজে না খেলাটা লজ্জার। বছরের পর বছর আমাদের দারুণ লড়াই হয়েছে। শুধু আমার কথা বলব না, আমার মনে হয় দলগত দিক থেকে বললেও বিশ্বের সেরার বিরুদ্ধে কে না খেলতে চায়।’
অ্যান্ডারসনের মতে, বিরাটের না থাকায় ইংল্যান্ডের দর্শকরা হয়তো খুশি হয়েছেন। কিন্তু তিনি হননি। তাঁর কথায়, ‘আমার মনে হয় ইংল্যান্ডের ফ্যানেরা খুশি হবে বিরাট কোহলি এই সিরিজে না খেলায়। কারণ ও বিশ্বমানের প্লেয়ার। তবে আমাদের দিক থেকে দেখতে হলে বলব, নিজেকে পরখ করা প্রয়োজন। সেরা দলের বিরুদ্ধে লড়াই করাটা প্রয়োজন। বছরের পর বছর ধরে বিরাটের বিরুদ্ধে বোলিং করেছি। ওর বিরুদ্ধে বল করা সত্যিই কঠিন। তাই ও এই সিরিজে না খেলার থেকে খারাপ কিছু নেই।’