MS Dhoni Profile: IPLএর মাহেন্দ্রক্ষণে ফের ধোনি ধামাকার সাক্ষী হওয়ার পালা

Mar 18, 2024 | 12:48 PM

CSK, IPL 2024: মাহির ছত্রছায়ায় একাধিক তরুণ ক্রিকেটার সিএসকে শিবিরে এসে ডালপালা মেলেছেন। ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ এবং ২০২৩ মোট ৫ বার ধোনির নেতৃত্বেই ইয়েলোব্রিগেডে এসেছে আইপিএল ট্রফি। এ বার ষষ্ঠ আইপিএল খেতাব জয়ের লক্ষ্যে দলবল নিয়ে ২২ মার্চ মাঠে নামবেন ধোনি।

MS Dhoni Profile: IPLএর মাহেন্দ্রক্ষণে ফের ধোনি ধামাকার সাক্ষী হওয়ার পালা
IPLএর মাহেন্দ্রক্ষণে ফের ধোনি ধামাকার সাক্ষী হওয়ার পালা
Image Credit source: BCCI

Follow Us

কলকাতা: ধোনি, মাহি, ক্যাপ্টেন কুল, থালা… প্রাক্তন ভারত অধিনায়কের ভক্তদের কাছে তিনি এই সকল নামেই প্রিয় এবং পরিচিত। তাঁর ছক্কা হাঁকানোর স্টাইল, তাঁর ম্যাচ ফিনিশ করার স্টাইল, তাঁর ঠাণ্ডা মাথায় বিপক্ষকে চুরমার করে দেওয়ার স্টাইল— দেশ-বিদেশের একাধিক ক্রিকেটারকে অনুপ্রাণিত করে। মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) আট থেকে আশির আবেগের অপর নাম। ৪৩ ছুঁই ছুঁই ধোনি আজও ধামাকা দেখানোর জন্য তৈরি। বিশ্বের সেরা ফিনিশার বলা হয় তাঁকে। ঝুলিতে রয়েছে আইসিসির তিনটি ট্রফি। টি-২০ বিশ্বকাপ, ওডিআই বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি। দেশের অন্যতম সফল অধিনায়ক। আর আইপিএলে? সেখানেও টুর্নামেন্টের অন্যতম সফল অধিনায়ক। গত বছরই সিএসকেকে (CSK) পঞ্চম বার আইপিএল (IPL) খেতাব জিতিয়েছেন। এ বারও চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দেবেন মাহি। লক্ষ্য হেক্সার…

রাঁচির ছেলে হলেও চেন্নাই সুপার কিংস ধোনির দ্বিতীয় বাড়ি হয়ে গিয়েছে। ২০০৮ সাল থেকে আইপিএল শুরু। আর আইপিএলের জন্মলগ্ন থেকেই ধোনির গায়ে রয়েছে হলুদ জার্সি। প্রিয় ধোনি সিএসকের অনুরাগীদের কাছে থালা হয়ে উঠেছেন। ২০০৮-১৫ টানা চেন্নাইয়ের হয়ে খেলেছেন। মাঝে ২০১৬-১৭ রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে আইপিএলে খেলেছিলেন। তারপর ২০১৮ থেকে ফের সিএসকের ক্যাপ্টেন ধোনি। তাঁর ছত্রছায়ায় একাধিক তরুণ ক্রিকেটার সিএসকে শিবিরে এসে ডালপালা মেলেছেন। ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ এবং ২০২৩ মোট ৫ বার ধোনির নেতৃত্বেই ইয়েলোব্রিগেডে এসেছে আইপিএল ট্রফি। এ বার ষষ্ঠ আইপিএল খেতাব জয়ের লক্ষ্যে দলবল নিয়ে ২২ মার্চ মাঠে নামবেন ধোনি।

মহেন্দ্র সিং ধোনির সঙ্গে আলাদা করে কোনও ক্রিকেট প্রেমীর পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু যাঁরা ধোনির কথা জানেন না, তাঁরা ক্রিকেটটা পুরোটা জেনে বা বুঝে উঠতে পারেননি। একসময় ছিলেন ট্রেনের টিকিট কালেকটর। সেখান থেকে ভারতীয় দলের ক্যাপ্টেন। স্বাভাবিকভাবেই রাঁচির ছেলের পথচলা এতটাও মসৃণ ছিল না। যতদিন ভারতের জার্সি গায়ে চাপিয়েছেন, নিজেকে মাঠে নিংড়ে দিয়েছেন। যে কারণে আজও তিনি সকলের প্রিয়। ভারতের হয়ে ৯০টি টেস্ট, ৩৫০টি ওডিআই এবং ৯৮টি টি-২০ ম্যাচ খেলেছেন ধোনি। এই তিন ফর্ম্যাটে যথাক্রমে তিনি করেছেন ৪৮৭৬ রান, ১০৭৭৩ রান এবং ১৬১৭ রান। ব্যাট হাতে ঝড় তোলার পাশাপাশি উইকেটের পিছনে মাহির জুড়ি মেলা ভার। ধোনি নিজেই ক্রিকেটের পাঠশালা। দেশের ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি ক্রিকেটারদেরও সব সময় পরামর্শ দেন ধোনি। তাঁর সদাহাস্য চেহারা সকলের মন ভালো করে দেয়। যত দিন যাচ্ছে বয়স একদিকে বাড়ছে আর ধোনির খেলার তাগিদও যেন টেক্কা দিয়ে বাড়ছে।

Next Article