কলকাতা: ক্যালেন্ডার বলছে আজ ১৩ নভেম্বর। আর ঠিক ১০দিন পর জেড্ডায় আইপিএলের মেগা নিলাম (IPL 2025 Mega Auction)। দুই দিন ব্যাপী সেই নিলামে দেশ-বিদেশের একাধিক ক্রিকেটারের ভাগ্য পরীক্ষা হবে। তার আগে গুজরাট টাইটান্স (Gujarat Titans) টিমে যোগ দিলেন নতুন কোচ। আইপিএল জয়ী এক তারকাকে শুভমন গিলের টিম তাদের নতুন সহকারী ও ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত করেছেন। জানেন কে তিনি?
আইপিএলের মেগা নিলামের আগে পার্থিব প্যাটেলকে সই করাল গুজরাট টাইটান্স। প্রাক্তন ভারতীয় উইকেটকিপার ব্যাটারকে এ বার থেকে শুভমন গিল, রশিদ খানদের ব্যাটিং কোচের ভূমিকায় দেখা যাবে। একইসঙ্গে গুজরাটের সহকারী কোচের দায়িত্বও দেওয়া হয়েছে পার্থিবকে। একাধিক দলের হয়ে অতীতে আইপিএলে খেলেছেন বাঁ-হাতি ব্যাটার পার্থিব।
গুজরাট টাইটান্স টিমের পক্ষ থেকে এক বিবৃতিতে পার্থিবকে কোচ করা নিয়ে লেখা হয়েছে, ‘পার্থিব প্যাটেলের দীর্ঘ ১৭ বছরের কেরিয়ার। ভারতের প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার তাঁর অভিজ্ঞতা দিয়ে টিমকে সমৃদ্ধ করবেন। টাইটান্সরা আসন্ন আইপিএলের জন্য প্রস্তুতি নিচ্ছে। পার্থিবের ব্যাটিং টেকনিক এবং স্ট্র্যাটেজি দলের প্লেয়ারদের সাহায্য করবে। তরুণ ক্রিকেটারদের মেন্টর হওয়ার একটা ক্ষমতা রয়েছে পার্থিবের মধ্যে। ওর পরামর্শে তরুণ ক্রিকেটাররা উপকৃত হবে। দলের প্লেয়ারদের পারফরম্যান্স উন্নত হবে। কোচিং স্টাফ টিমও শক্তিশালী হল।’
Aapdo Gujju chhokro Parthiv Patel joins Gujarat Titans as Assistant Coach! 🏏📷 #AavaDe | @parthiv9 pic.twitter.com/gyawH39Dve
— Gujarat Titans (@gujarat_titans) November 13, 2024
আইপিএলে পার্থিব প্রথম খেলেছিলেন চেন্নাই সুপার কিংসয়ের হয়ে। আর শেষবার ২০২০ সালে তিনি ছিলেন আরসিবিতে। সিএসকে ও আরসিবি ছাড়া পার্থিব আইপিএলে খেলেছেন ডেকান চার্জার্স, কোচি টাস্কার্স কেরালা, সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্সে। আইপিএলে মুম্বইয়ের জার্সিতেই ট্রফি জয়ের স্বাদ পেয়েছিলেন তিনি। ১৩৯ আইপিএল ম্যাচে তিনি ২৮৪৮ রান করেছেন ২,৮৪৮।