ICC World Cup 2024: বিশ্বকাপে দুর্দান্ত আফগানরা, মেন্টর অজয় জাডেজার বেতন কত জানেন?
গত বছর হওয়া ওডিআই বিশ্বকাপের আগে আফগানিস্তানের (Afghanistan) ক্রিকেট বোর্ড জাডেজাকে বিশেষ দায়িত্ব দেয়। বিশ্বকাপের সময় তিনি রশিদদের সঙ্গেই ছিলেন। আসলে তাঁকে আফগানদের মেন্টর হিসেবে বেছে নিয়েছিল সে দেশের ক্রিকেট বোর্ড। রশিদদের মেন্টর হিসেবে ঠিক কত বেতন পেলেন অজয় জাডেজা, জানেন?
কলকাতা: এক সময় তিনি ছিলেন টিম ইন্ডিয়ার পোস্টার বয়। প্রাক্তন হয়ে যাওয়ার পরও তাঁকে নিয়ে ক্রিকেট প্রেমীদের মাতামাতি কমেনি। আর এখনও তিনি মন জয় করছেন সকলের। কথা হচ্ছে ভারতের প্রাক্তন অধিনায়ক অজয় জাডেজাকে (Ajay Jadeja) নিয়ে। গত বছর হওয়া ওডিআই বিশ্বকাপের আগে আফগানিস্তানের (Afghanistan) ক্রিকেট বোর্ড জাডেজাকে বিশেষ দায়িত্ব দেয়। বিশ্বকাপের সময় তিনি রশিদদের সঙ্গেই ছিলেন। আসলে তাঁকে আফগানদের মেন্টর হিসেবে বেছে নিয়েছিল সে দেশের ক্রিকেট বোর্ড। রশিদদের মেন্টর হিসেবে ঠিক কত বেতন পেলেন অজয় জাডেজা, জানেন?
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিইও নাসিব খান সম্প্রতি জানিয়েছেন, ভারতের প্রাক্তন ক্যাপ্টেন অজয় জাডেজা আফগানদের মেন্টর হওয়ার জন্য একটি টাকাও নেননি। নাসিব খান জানান, আফগানিস্তানের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একাধিক বার অজয় জাডেজাকে বেতন নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি প্রত্যেকবারই তা প্রত্যাখান করেছিলেন।
আরিয়ানা নিউজকে নাসিব খান এই প্রসঙ্গে বলেন, “২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে আফগানিস্তান টিমের মেন্টর হওয়ার জন্য অজয় জাডেজাকে আফগানিস্তান ক্রিকেট টিমের পক্ষ থেকে একাধিকবার টাকা নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। ও সব সময় উত্তর দিত, ‘যদি তোমরা ভালো খেলো, সেটাই আমার কাছে বেতন এবং সেই পুরস্কারই আমি চাই।'”
ACB CEO said that Ajay Jadeja refused to take any money from the Afghanistan Cricket board for his services during the ODI World Cup 2023 as he told “If you play well, that’s all the money & reward I need”. [Ariana News]
– Ajay Jadeja, Massive respect 🫡 pic.twitter.com/MuCwOx8Hne
— Johns. (@CricCrazyJohns) June 14, 2024
আফগান ক্রিকেট বোর্ডের কথা থেকেই পরিষ্কার, বিশ্বকাপে রশিদ-নবিদের মেন্টর হওয়ার জন্য একটি টাকাও বেতন নেননি অজয় জাডেডা। ভারতের মাটিতে হওয়া গত বছরের ওডিআই বিশ্বকাপে অজয় জাডেজার মেন্টরশিপে ভালো পারফর্ম করেছিল আফগানিস্তান ক্রিকেট টিম। অনেকেই তার জন্য জাডেজাকেও ক্রেডিট দিয়েছিলেন। উল্লেখ্য, এখন চলছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাতে ভালো পারফর্ম করছে আফগানিস্তান। ইতিমধ্যেই রশিদ খানরা পৌঁছে গিয়েছেন টুর্নামেন্টের সুুুপার এইট পর্বে।