Ranji Trophy: সৌরাষ্ট্রের বিরুদ্ধে রঞ্জিতে রাহানের সেঞ্চুরি
Ajinkya Rahane: রাহানে যে জাতীয় দলের জার্সিটা ফিরে পেতে চান, তার একটা প্রমাণ দিলেন মুম্বইয়ের (Mumbai) হয়ে সৌরাষ্ট্রের (Saurashtra) বিরুদ্ধে সেঞ্চুরি করে।
আমেদাবাদ: রঞ্জিতে (Ranji Trophy) কামব্যাক করেই রানে ফিরলেন, দীর্ঘ দিন ফর্মে না থাকা অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। শুধু রানে ফিরলেন বলাটা ঠিক হবে না। তিনি যে জাতীয় দলের জার্সিটা ফিরে পেতে চান, তার একটা প্রমাণ দিলেন মুম্বইয়ের (Mumbai) হয়ে সৌরাষ্ট্রের (Saurashtra) বিরুদ্ধে সেঞ্চুরি করে। দিনের শেষে ২৫০ বলে ১০৮ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন ভারতের সিনিয়র তারকা প্লেয়ার রাহানে। শতরানের ইনিংস রাহানে সাজিয়েছিলেন ১৪টি চার ও ২টি ছয় দিয়ে। নিজেকে পুরনো ছন্দে ফিরে পাওয়ার জন্য রঞ্জি ট্রফিকে বেঁছে নিয়েছেন মুম্বইয়ের ব্যাটার রাহানে। খারাপ ফর্ম, দীর্ঘদিন ধরে সমালোচনার মধ্যে থেকেও আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স কিনেছে রাহানেকে। আইপিএলের (IPL) আগে রঞ্জিতে ভালো খেললে নিজের ওপর আত্মবিশ্বাস ফিরে পাবেন রাহানে। এবং এভাবেই রাহানের ব্যাট জ্বলে উঠতে থাকলে জাতীয় নির্বাচকরা আবারও ভরসা দেখাতে পারেন তাঁর ওপর।
????? ????? ? from our Knight ?@ajinkyarahane88 #SAUvMUM #CricketTwitter https://t.co/l7RTDwSllz
— KolkataKnightRiders (@KKRiders) February 17, 2022
সৌরাষ্ট্রের বিরুদ্ধে টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন মুম্বইয়ের অধিনায়ক পৃথ্বী শ। কিন্তু মাত্র ১ রান করে আউট হন তিনি। অপর ওপেনার আকার্শিত গোমেল ফেরেন মাত্র ৮ রানে। তিন নম্বরে নামা সচিন যাদবের ব্যাট থেকে আসে ১৯ রান। মাত্র ৪৪ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে ফেলে বেশ চাপে পড়ে গিয়েছিল মুম্বই। কিন্তু এর পরই চতুর্থ উইকেটে বড় জুটি গড়েন অজিঙ্ক রাহানে ও সরফরাজ খান।
রাহানের পাশাপাশি সরফরাজ খানও শতরান করেছেন। ১২১ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন সরফরাজ। তাঁর শতরানের ইনিংস সাজানো ছিল ১৫টি চার ও ২টি ছয় দিয়ে। দিনের শেষে মুম্বইয়ের স্কোর ৩ উইকেটে ২৬৩। রাহানে-সরফরাজ জুটিতে ভর করে বেশ ভালো জায়গাতেই রয়েছে মুম্বই। সেঞ্চুরি করে রাহানে আশা জাগালেও, ক্রিকেটপ্রেমীরা ‘পুরানে’ জুটির অপর ক্রিকেটারের দিকেও তাকিয়ে রয়েছে। সৌরাষ্ট্রের হয়ে রঞ্জিতে খেলছেন চেতেশ্বর পূজারা। রাহানের পর পূজারার ব্যাট থেকেও সেঞ্চুরি এলে তিনিও আত্মবিশ্বাস ফিরে পাবেন। এবং শ্রীলঙ্কা সিরিজের আগে এভাবেই নজর কাড়তে পারলে ফের ভরসা রাখার কথা ভেবে দেখতেই পারে বোর্ড।
আরও পড়ুন: Ranji Trophy: রঞ্জি অভিষেকেই যুব বিশ্বকাপজয়ী যশ ধুলের সেঞ্চুরি