Alex Carey haircut : চুল কাটিয়ে টাকা দিলেন না অজি ক্রিকেটার! ইংরেজ নাপিতের অভিযোগে অ্যাসেজে শোরগোল

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jul 09, 2023 | 12:00 PM

Ashes series 2023 : হেডিংলি টেস্টের প্রথম দিনের শেষে অ্যালেক্স ক্যারি তাঁর সতীর্থ উসমান খোয়াজা, ডেভিড ওয়ার্নার এবং মার্নাস লাবুশেনকে নিয়ে তাঁর সেলুনে আসেন। দোকান বন্ধ হওয়ার একটু আগে।

Alex Carey haircut : চুল কাটিয়ে টাকা দিলেন না অজি ক্রিকেটার! ইংরেজ নাপিতের অভিযোগে অ্যাসেজে শোরগোল
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা : জমে উঠেছে অ্যাসেজ যুদ্ধ (The Ashes)। ২২ গজে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার একে অপরকে টেক্কা দেওয়ার জমজমাট লড়াই। যত প্রতিযোগিতা এগোচ্ছে ততই বাড়ছে উত্তেজনা। লর্ডস টেস্টে বেয়ারস্টোর আউট নিয়ে রীতিমতো খণ্ডযুদ্ধ বেঁধে গিয়েছিল। বৈধ আউট হলেও অস্ট্রেলিয়ার ক্রিকেট স্পিরিট নিয়ে প্রশ্ন উঠেছে। প্রথম দুটি টেস্ট খুইয়ে হেডিংলিতে জয়ের জন্য মরিয়া ইংল্যান্ড। সেখানেও এক প্রস্থ স্টিভ স্মিথ ও জনি বেয়ারস্টোর মধ্যে কথার লড়াই চলেছে। তবে লড়াইটা শুধু ২২ গজে আটকে আছে, তেমনটা নয়। মাঠের বাইরেও বজায় অ্যাসেজের উত্তেজনা। বেয়ারস্টোর স্টাম্প আউটের পিছনে যাঁকে ‘ভিলেন’ বলে ভাবা হচ্ছে সেই অ্যালেক্স ক্যারির (Alex Carey) বিরুদ্ধে উঠেছে ‘মারাত্মক’ অভিযোগ। লন্ডনের এক নাপিতের দাবি, ক্যারি চুল কাটিয়ে টাকা না দিয়েই চলে গিয়েছেন! ব্রিটিশ ট্যাবলয়েড ‘দ্য সান’ খবরটি ফলাও করে ছেপেছে। ব্রিটিশ মিডিয়ায় এমন খবর দেখে তেলেবেগুনে জ্বলে উঠেছেন স্টিভ স্মিথ। ওই ট্যাবলয়েডের দাবি খারিজ করে তাঁর বক্তব্য, লন্ডনে থাকাকালীন এখনও পর্যন্ত অ্যালেক্স ক্যারি চুল কাটাতে যাননি। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

অভিযোগ তোলা লন্ডনের ওই নাপিতের নাম অ্যাডাম মাহমুদ। ৩৯ বছরের অ্যাডামের লিডসে একটি সেলুন রয়েছে। যেখানে ক্যাশ ছাড়া পেমেন্ট হয় না। তাঁর দাবি, হেডিংলি টেস্টের প্রথম দিনের শেষে অ্যালেক্স ক্যারি তাঁর সতীর্থ উসমান খোয়াজা, ডেভিড ওয়ার্নার এবং মার্নাস লাবুশেনকে নিয়ে তাঁর সেলুনে আসেন। দোকান বন্ধ হওয়ার একটু আগে। সকলের চুল, দাড়ি কাটার পর অ্যালেক্স ক্যারি বলেন, তাঁর কাছে ক্যাশ টাকা নেই। ওই নাপিত বলেছেন, “সেলুন থেকে অস্ট্রেলিয়ার টিম হোটেলের দূরত্ব মাত্র ৫ মিনিট। হোটেল থেকে টাকা এনে পেমেন্ট করে দিতে পারতেন। তাছাড়া ক্যাশ টাকা তোলার যন্ত্রও ছিল। কিন্তু ক্যারি বলেন টাকা ট্রান্সফার করে দেবেন। তারপর হয়তো ও ভুলে গিয়েছেন। আমি সোমবার পর্যন্ত সময় দিলাম পেমেন্ট করার। তার মধ্যে টাকা না দিলে আমার খারাপ লাগবে।” চুল কাটানোর জন্য ৩০ পাউন্ড দিতে হবে অ্যালেক্স ক্যারিকে।

অভিযোগ পুরোপুরিভাবে অস্বীকার করা হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে। থ্রেডস অ্যাপে স্টিভ স্মিথের দাবি, লন্ডনে থাকাকালীন ক্যারি চুল কাটাতে যাননি, তাহলে এমন অভিযোগ আসছে কোথা থেকে। ওয়ার্নার, খোয়াজা ও লাবুশেনের সঙ্গে যে চতুর্থ ব্যক্তি সেলুনে গিয়েছিলেন তিনি অ্যালেক্স ক্যারি নন, অস্ট্রেলিয়া টিমেরই অন্য এক সদস্য। তিনি ট্রান্সফারের মাধ্য়মে টাকা পেমেন্ট করে দিয়েছেন।

জনি বেয়ারস্টোকে স্টাম্প আউট করার পর থেকে ইংরেজদের চোখে ‘ভিলেন’ অ্যালেক্স ক্যারি। ইংল্যান্ডের সমর্থকরা তাঁকে প্রতারক বলে দাগিয়ে দিয়েছে। এই অভিযোগ কী সেই ঘটনারই জের? অ্যাডাম মাহমুদ নামে ওই নাপিত অবশ্য বলেছেন, বেয়ারস্টোর আউটের বিষয়ে তিনি কিছুই জানতেন না!

Next Article