India vs England 2021: ক্রিকেটের মক্কায় হিরো জিমি

TV9 Bangla Digital | Edited By: raktim ghosh

Aug 14, 2021 | 9:24 AM

লর্ডসে (Lord's) ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন এক অনন্য নজির গড়লেন জেমস অ্যান্ডারসন (James Anderson)।

India vs England 2021: ক্রিকেটের মক্কায় হিরো জিমি
India vs England 2021: ক্রিকেটের মক্কায় হিরো জিমি (সৌজন্যে-টুইটার)

Follow Us

লন্ডন: লর্ডসে (Lord’s) ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন এক অনন্য নজির গড়লেন জেমস অ্যান্ডারসন (James Anderson)। চলতি টেস্ট ম্যাচে এক ইনিংসে ৫টি উইকেট তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই টেস্ট ক্রিকেটে ৩১তম পাঁচ উইকেট নেওয়ার নজির জিমির বর্ণময় কেরিয়ারে। আর এই ফাস্ট বোলারের চোটের কারণে দ্বিতীয় ম্যাচে খেলা নিয়ে শোনা গিয়েছিল অনিশ্চয়তার কথা। বেশ দাপিয়ে খেলছেন জিমি। পাশাপাশি গড়ছেন নয়া নজিরও।

অ্যান্ডারসন লর্ডস টেস্টের প্রথম দিন রোহিত শর্মা এবং চেতেশ্বর পূজারার উইকেট তুলে নিয়েছিলেন। এরপর দ্বিতীয় দিনে আজিঙ্কা রাহানে, ইশান্ত শর্মা এবং জসপ্রীত বুমরার উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডের তারকা ফাস্ট বোলার ক্রিকেটের মক্কায় এই অনন্য নজির গড়লেন। বুড়ো হাড়ে ভেল্কি হয়ত একেই বলে।

বয়স ৩৯ বছর ১৪ দিন। কিন্তু তাঁকে দেখে বোঝার জো নেই। এই বয়সেও অ্যান্ডারসন ফাস্ট বোলার হিসেবে সব থেকে বেশি বয়সে পাঁচ উইকেট নেওয়ার তালিকায় দ্বিতীয় স্থানে পৌঁছে গিয়েছেন। টেস্টে এক ইনিংসে সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে দক্ষিণ আফ্রিকার জিওফ চাবের। ১৯৫১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টারে ৪০ বছর ৮৬ দিনে এই রেকর্ড গড়েছিলেন তিনি।

আরও পড়ুন: India vs England 2021: কুম্বলেকে টপকে গেলেন জিমি

Next Article