বয়স মাত্র ২৮ বছর। কিন্তু এই বয়সেই অবসরের সিদ্ধান্ত ভারতের ব্যাটসম্যান উন্মুক্ত চন্দের (Unmukt Chand)। ২০১২ সালে তাঁর নেতৃত্বেই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ফাইনালে শতরান করেছিলেন উন্মুক্ত। কিন্তু জুনিয়র ক্রিকেটের সেই সাফল্য সিনিয়র পর্যায়ে মেলে ধরতে পারেননি দিল্লির ক্রিকেটার। ধীরে ধীরে হারিয়ে গেছেন ভারতীয় ক্রিকেটের মূল স্রোত থেকে।
সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ছবি-ভিডিও সহ নিজের বিদায় বার্তা লিখেছেন দিল্লির ক্রিকেটার। ডানহাতি ব্যাটসম্যান বিদায় বার্তায় লিখেছেন, দেশের অধিনায়াক হিসেবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়টাই ছিল তাঁর কেরিয়ারের সব থেকে স্মরণীয় মুহূর্ত। ফাইনালে ১১১ রানের ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও পেয়েছিলেন তিনি। ভারতীয় এ দলকেও নেতৃত্ব দিয়েছিলেন।
T1- On to the next innings of my life #JaiHind?? pic.twitter.com/fEEJ9xOdlt
— Unmukt Chand (@UnmuktChand9) August 13, 2021
T2- On to the next innings of my life #JaiHind?? pic.twitter.com/8yK7QBHtUZ
— Unmukt Chand (@UnmuktChand9) August 13, 2021
ভারতীয় ক্রিকেটকে আলবিদা জানালেও এখনই ক্রিকেট থেকে সরে আসছেন না। ভারতীয় ক্রিকেটে তাঁর সুযোগ কম, তাই মার্কিন মুলুকে পাড়ি দিচ্ছেন দিল্লির ক্রিকেটার। সেখানে টি২০ ফ্রাঞ্চাইজি লিগ খেলবেন। যেহেতু ভারতীয় ক্রিকেটে নথিভুক্ত ক্রিকেটাররা অন্য দেশের লিগে খেলতে পারেন না তাই ভারতীয় ক্রিকেটকে অলবিদা জানানো ছাড়া কোনও উপায় ছিল না উন্মুক্তের।
T3- On to the next innings of my life #JaiHind?? pic.twitter.com/w84kWeCqhM
— Unmukt Chand (@UnmuktChand9) August 13, 2021
T4- On to the next innings of my life #JaiHind??@BCCI pic.twitter.com/z0VxnS4rwG
— Unmukt Chand (@UnmuktChand9) August 13, 2021
আরও পড়ুন: ভারত ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে খেলবেন অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী উন্মুক্ত?