IPL 2024, KKR: ‘ওর মতো হতে চাই’, বলছেন কেকেআরে অভিষেকেই নজরকাড়া রমনদীপ

Mar 25, 2024 | 8:40 PM

IPL 2024, Kolkata Knight Riders: প্রথম ম্যাচেই ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়ে কলকাতা নাইট রাইডার্স। ফিল সল্ট একদিকে থাকলেও উল্টোদিক থেকে পরপর আউট সুনীল নারিন, শ্রেয়স আইয়ার, নীতীশ রানা, ভেঙ্কটেশ আইয়াররা। মাত্র ৫১ রানেই চার উইকেট হারায় কলকাতা নাইট রাইডার্স। এরপর দুই নতুন নাইট জুটি কিছুটা ভরসা দেয়। ফিল সল্ট এবং রমনদীপ সিং ২৯ বলে ৫৪ রান যোগ করে প্রাথমিক ধাক্কা সামলান।

IPL 2024, KKR: ওর মতো হতে চাই, বলছেন কেকেআরে অভিষেকেই নজরকাড়া রমনদীপ
Image Credit source: IPL

Follow Us

আইপিএলের পূর্ণ সূচি প্রকাশ হয়ে গিয়েছে। এখন আরও লক্ষ্যটা পরিষ্কার। কলকাতা নাইট রাইডার্সের শুরুটা জয় দিয়েই হয়েছে। প্রথম ম্যাচে তারা হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। কেকেআরে এ বারই সুযোগ পেয়েছেন রমনদীপ সিং। মিনি অকশনে তাঁকে নেওয়া হয়। প্রথম ম্যাচেই সুযোগ দেওয়া হবে, এমনটা অবশ্য প্রত্যাশা করা হয়নি। টিম ম্যানেজমেন্ট ভরসা রেখেছিল রমনদীপের উপর। মর্যাদা দিয়েছেন। তাঁর লক্ষ্য আন্দ্রে রাসেলের মতো ম্যাচ উইনার হয়ে ওঠা।

প্রথম ম্যাচেই ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়ে কলকাতা নাইট রাইডার্স। ফিল সল্ট একদিকে থাকলেও উল্টোদিক থেকে পরপর আউট সুনীল নারিন, শ্রেয়স আইয়ার, নীতীশ রানা, ভেঙ্কটেশ আইয়াররা। মাত্র ৫১ রানেই চার উইকেট হারায় কলকাতা নাইট রাইডার্স। এরপর দুই নতুন নাইট জুটি কিছুটা ভরসা দেয়। ফিল সল্ট এবং রমনদীপ সিং ২৯ বলে ৫৪ রান যোগ করে প্রাথমিক ধাক্কা সামলান। ফিল সল্ট হাফসেঞ্চুরি করেন। রমনদীপ মাত্র ১৭ বলে ৩৫ রান করেন।

কেকেআরে প্রথম মরসুম। নিজের লক্ষ্য প্রসঙ্গে কেকেআরকে এক সাক্ষাৎকারে রমনদীপ বলেন, ‘আমি বরাবরই আন্দ্রে রাসেলের ফ্যান। ওকে দীর্ঘদিন অনুসরণ করেছি। টি-টোয়েন্টি ফরম্যাটে ওর যা ইমপ্যাক্ট সেটাকে কুর্নিশ জানাতেই হবে। আমিও ব্যাটিংয়ের সময় ওর মতো করেই ভাবার চেষ্টা করি। সেই পরিস্থিতিতে রাসেল থাকলে কী করত, সেটাই চেষ্টা করি। আর বোলিংয়ের ক্ষেত্রে বলব, রাসেল সবচেয়ে কঠিন সময়ে বোলিং করে। কেকেআরকে বহু ম্যাচ জিতিয়েছে। আশা করি, কোনওদিন আমিও রাসেলের মতো ম্যাচ উইনার হয়ে উঠতে পারব।’

Next Article