Andre Russell: আলো নিভিয়ে ডাকাতি! ম্যাচ হেরে বিস্ফোরণ নাইট তারকা রাসেলের

Caribbean Premier League: ২ অক্টোবর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (Caribbean Premier League) প্রথম প্লে অফে ত্রিনবাগো নাইট রাইডার্স হেরেছে বার্বাডোজ রয়্যালসের কাছে। এই ম্যাচ ঘিরেই বিতর্কিত মন্তব্য করেছেন রাসেল।

Andre Russell: আলো নিভিয়ে ডাকাতি! ম্যাচ হেরে বিস্ফোরণ নাইট তারকা রাসেলের
Andre Russell: আলো নিভিয়ে ডাকাতি! ম্যাচ হেরে বিস্ফোরণ নাইট তারকা রাসেলের
Follow Us:
| Updated on: Oct 04, 2024 | 2:13 PM

কলকাতা: আমার মনে হচ্ছে ডাকাতি হয়েছে… খুব কড়া ভাষায় এই কথাগুলোই ইন্সটাগ্রামে লিখেছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল (Andre Russell)। কারণ কী? আসলে, ২ অক্টোবর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (Caribbean Premier League) প্রথম প্লে অফে ত্রিনবাগো নাইট রাইডার্স হেরেছে বার্বাডোজ রয়্যালসের কাছে। এই ম্যাচ ঘিরেই বিতর্কিত মন্তব্য করেছেন রাসেল। ফ্লাডলাইটের কারণেই যত জটিলতা সেই ম্যাচে। আর তা নিয়ে ক্ষোভ উগরে দিলেন নাইট তারকা আন্দ্রে রাসেল।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের প্রথম এলিমিনেটর ম্যাচে প্রথমে ব্যাট করে ১৯.‌১ ওভারে ত্রিনবাগো নাইট রাইডার্স যখন ৩ উইকেটে ১৬৮ রান তোলে সেই সময় ফ্লাডলাইট নিয়ে সমস্যা তৈরি হয়। আসলে তখন স্টেডিয়ামের ৬টি ফ্লাডলাইটের মধ্যে ৩টি নিভে যায়। অবশ্য ১০ মিনিট পর তা আবার আলো জ্বলে ওঠে। কিন্তু ওই সময় আর বাকি ৫টি বল খেলতে দেওয়া হয়নি আন্দ্রে রাসেলের দলকে। এরপর ডিএলএস মেথডে বার্বাডোজের লক্ষ্য দাঁড়ায় ৫ ওভারে ৬০ রান। সেখানে ডেভিড মিলারের ১৭ বলে ৫০ রানের অপরাজিত ইনিংসের সুবাদে জয় তুলে নেয় বার্বাডোজ রয়্যালস।

এই খবরটিও পড়ুন

তারপরই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন রাসেল। তাঁর মতে কার্যত ডাকাতি করে নাইটদের সিপিএলে হারিয়ে দেওয়া হয়েছে। ইন্সটাগ্রামে তিনি লেখেন, ‘আমি সোশ্যাল মিডিয়ায় খুব একটা কথা বলা পছন্দ করি না। কিন্তু এ বার সিপিএলে যেটা হল, তাতে মনে হচ্ছে আমাদের সঙ্গে ডাকাতি করা হল। হঠাৎ করে আলো নিভে গেল। আবার ঠিক প্রথম ইনিংস শেষ হওয়ার মুহূর্তে আলো চলেও এল। প্রতিপক্ষকে ৩০ বলে ৬০ রানের টার্গেট দেওয়া হল। হ্যাঁ আমি আন্দ্রে রাসেল এটা বলছি। এটা সঠিক তথ্য।’

রাসেলের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। তাঁর মতোই একাধিক নেটিজ়েনও মন্তব্য করেছেন যে, সত্যিই ত্রিনবাগো নাইট রাইডার্সের সঙ্গে সিপিএলে ডাকাতি হয়েছে।