মুম্বই: ক্রিকেট (Cricket) মাঠে আউট ঘিরে জটিলতা, বিতর্ক আরও কমবে। আধুনিক প্রযুক্তি ধীরে ধীরে কমিয়ে দেবে আরও ভুলত্রুটি। এমনই বলছেন অনিল কুম্বলে (Anil Kumble)।
পঞ্জাব কিংসের (Punjab Kings) কোচ তাঁর দলবল নিয়ে কয়েক দিন পরেই নেমে পড়বেন আইপিএলের (IPL) বাকি ম্যাচে। তার আগে ভারতের প্রাক্তন লেগস্পিনার বলছেন, ‘ক্রিকেটে ইতিমধ্যে ডিআরএস (DRS) ঢুকে পড়েছে। আমার বিশ্বাস আগামী দিনে আরও টেকনোলজি আসবে ক্রিকেটে। যা আউটের ক্ষেত্রে ভুলত্রুটি আরও কমিয়ে দেবে।’
আধুনিক প্রযুক্তি কেন গুরুত্বপূর্ণ ক্রিকেটে, তার ব্যাখ্যাও করছেন কুম্বলে। তাঁর কথায়, ‘আমি খুব ভালো করে জানি, এ নিয়ে একটা দীর্ঘকালীন বিতর্ক চলছে। এবং চলবেও। কিন্তু এটা মেনে নিতে কোনও সমস্যা নেই, টেকনোলজির গুরুত্ব খেলায় বাড়ছে। ক্রিকেটে আরও বেশি করে। এখন কোনও ব্যাটসম্যান মাঠে গিয়ে কোনও একটা বলে ছয় মারলেই খেলাটা শেষ হয়ে যায় না।’
ক্রিকেট ধীরে ধীরে আধুনিক হচ্ছে। তার সঙ্গে তাল মেলাতেই প্রযুক্তির ব্যবহার বাড়ছে। কুম্বলের কথায়, ‘এমন নয় যে শুধু ব্রডকাস্টাররাই খেলায় প্রযুক্তি ঢোকাচ্ছে। সেই সঙ্গে কিন্তু ফেডারেশনগুলোও খেলার আরও প্রযুক্তিকরণ চাইছে। গত কয়েক বছরে টিভি সম্প্রচারকারী সংস্থারাই শুধু প্রযুক্তির পক্ষে সওয়াল করত। এখন কিন্তু আমরা ধীরে ধীরে ওটিটি প্ল্যাটফর্মে ঢুকে পড়ছি। যেটা খেলাটাকে আরও পাল্টে দেবে।’
টি-টোয়েন্টি (T20) এবং হান্ড্রেডের (The Hundred) মতো ছোট ফর্ম্যাট আরও বেশি জনপ্রিয়তা পাবে। বিশেষ করে ডাটা ইন্টেলিজেন্স-এর দিক থেকে দেখলে। কুম্বলের মন্তব্য, ‘ক্রিকেট যত ছোট হয়ে আসছে, তত প্রযুক্তি ঢুকে পড়ছে। টেস্ট থেকে ওয়ান ডে, সেখান থেকে টি-টোয়েন্টি হয়ে হান্ড্রেড। খেলাটা যত ছোট হবে, ততই কিন্তু প্রযুক্তি নির্ভরতা বাড়বে।’
আরও পড়ুন: বুধবার শাস্ত্রী সহ কোচিং স্টাফরা ফিরতে পারেন দেশে
আরও পড়ুন: T20 World Cup 2021: বিশ্বকাপে পাক টিমের কোচ হেডেন ও ফিল্যান্ডার