T20 World Cup 2021: বিশ্বকাপে পাক টিমের কোচ হেডেন ও ফিল্যান্ডার
গত সপ্তাহেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য টিম ঘোষণার পরই আচমকা নিজেদের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন কোচ মিসবা-উল হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিস।
লাহোর: পিসিবির (PCB) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ‘বড় কাজ’ সেরে ফেললেন রামিজ রাজা (Ramiz Raja)। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) জন্য অস্ট্রেলিয়ার ম্যাথু হেডেন (Matthew Hayden) ও দক্ষিণ আফ্রিকার ভেরন ফিল্যান্ডারকে (Vernon Philander) কোচ হিসেবে নিয়োগ করল পাকিস্তান ক্রিকেট বোর্ড।
গত সপ্তাহেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য টিম ঘোষণার পরই আচমকা নিজেদের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন কোচ মিসবা-উল হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিস। পাক টিমের কোচ কে হবেন, তা নিয়ে প্রশ্ন ছিল। অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটসম্যান হেডেনকে কোচ করে নিয়ে আসা হল। বোলিং কোচ ফিল্যান্ডার।
রামিজ বলেছেন, ‘আমার মনে হয়, পাকিস্তান টিমকে এখন নতুন দিশা দেওয়া দরকার। আপাতত বিশ্বকাপের দিকে তাকিয়ে হেডেন ও ফিল্যান্ডারকে কোচ করা হল। আমাদের ভাবনা, দর্শন সম্পর্কে কারা ওয়াকিবহাল, সেটা জেনেই তাদের মধ্যে থেকে দু’জনকে খুঁজে নেওয়া হয়েছে। তার কারণ, পাকিস্তান টিমের জন্য সেরা বিকল্প আনাটাই ছিল আমাদের লক্ষ্য।’
মিসবা-ওয়াকার সরে যাওয়ার পর প্রাক্তন স্পিনার সাকলিন মুস্তাক ও আব্দুল রজ্জাককে আন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরাই ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে টিমের কোচিং করাবেন। তারপর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দায়িত্ব নেবেন হেডেন-ফিল্যান্ডার। বাবর আজমদের দায়িত্ব নেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন এই দুই প্রাক্তন। বিদেশি কোচ অবশ্য নতুন নয় পাকিস্তানে। রিচার্ড পাইবাস, বব উলমার, জিওফ লসন, ডাভ হোয়াটমোর, মিকি আর্থাররা কোচিং করিয়েছেন পাক টিমের। তবে, একসঙ্গে দুই বিদেশি কোচ কখনও আসেনি পাকিস্তানে।
আরও পড়ুন: Ramiz Raja: পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান রামিজ রাজা