Pakistan Cricket Board: নির্বাচন কমিশনের ফতোয়া পদে নেই পাক চেয়ারম্যান আশরফ?

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Aug 23, 2023 | 3:38 PM

Pakistan Cricket Board: এশিয়া কাপের আগে হঠাৎই ডামাডোল পাক ক্রিকেট বোর্ডে। নির্বাচন কমিশনের ফতোয়ায় সরে দাঁড়াতে হচ্ছে নতুন চেয়ারম্যান জ়াকা আশরফকে। কে নেবেন দায়িত্ব?

Pakistan Cricket Board: নির্বাচন কমিশনের ফতোয়া পদে নেই পাক চেয়ারম্যান আশরফ?
নির্বাচন কমিশনের ফতোয়া পদে নেই পাক চেয়ারম্যান আশরফ?
Image Credit source: Twitter

Follow Us

করাচি: পাকিস্তান ক্রিকেট (Pakistan Cricket Board) মানেই রোজ নতুন বিতর্ক। আরও ভালো করে বললে, ক্রিকেট প্রশাসনে কে কখন থাকবেন, কখন নিঃশব্দে বিদায় নিতে হবে তাঁকে, কেউ জানে না। রামিজ রাজাকে মাসখানেক আগেই বাবর আজমদের (Babar Azam) ক্রিকেট বোর্ড থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তারপর অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান পদে এসেছিলেন নাজম শেঠি। পর পর পূর্ণ দায়িত্ব নিয়েছেন জ়াকা আশরফ। সেই তাঁকে নিয়েই এ বার প্রশ্ন। যা খবর, তাতে খুব শিগগিরিই হয়তো চেয়ারম্যানের পদ ছেড়ে দিতে হবে আশরফকে। কয়েক দিন পরেই এশিয়া কাপ (Asia Cup 2023)। তার পরই ভারতের মাটিতে বিশ্বকাপ (World Cup 2023) খেলতে হবে বাবর আজম, মহম্মদ রিজওয়ানদের। তার আগেই হঠাৎ গভীর সঙ্কটে পড়েছে পিসিবি। পরিস্থিতি সামাল দেবে কী করে পাকিস্তানের ক্রিকেট বোর্ড, বুঝতেই পারছেন কেউ। আশরফকে নিয়ে হঠাৎই কেন সমস্যার কালো মেঘ? TV9Bangla Sports তুলে ধরল এই প্রতিবেদনে।

মাসখানেক হয়নি পিসিবির দায়িত্ব নিয়েছেন আশরফ। পাকিস্তানে আর কিছুদিনের মধ্যে নির্বাচন। শাহবাজ শেরিফের সরকারকে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে, যত দ্রুত সম্ভব রাজনৈতিক নিয়োগ ধুয়ে মুছে দিতে হবে। যাঁরা বিভিন্ন পদে আছেন, সরিয়ে দিতে হবে তাঁদের। এই নির্দেশ পাওয়ার পর বিপাকে পিসিবি। এশিয়া কাপের ঠিক আগেই এই নির্দেশ বলবৎ করতেই হবে পাক বোর্ডকে। ফলে এশিয়া কাপের আগেই নতুন কোনও চেয়ারম্যান খুঁজে নিতে হবে। পিসিবির যা পরিস্থিতি, তাতে মিউজিক্যাল চেয়ারের মতো অবস্থা। কে যে কখন দায়িত্ব নেবেন ক্রিকেট বোর্ডের, কেউ জানে না। ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত ধরলে ছ’জন চেয়ারম্যান দায়িত্ব সামলেছেন। বিশ্বের আর কোনও বোর্ডে এত ঘনঘন শীর্ষ কর্তা বদলায়নি।

পিসিবির চাপে পড়ার পিছনে বড় কারণ হল, এশিয়া কাপের আয়োজক তারাই। হাইব্রিড মডেলে হবে এই টুর্নামেন্ট। পাক বোর্ডের অর্থনৈতিক অবস্থার কথা ভাবলে এশিয়া কাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা সুষ্ঠু ভাবে আয়োজন করতে চেয়েছিল বোর্ড। তার আগেই চেয়ারম্যান পদ ফাঁকা হয়ে যাচ্ছে। যা শোনা যাচ্ছে, নাজম শেঠি আবার ফিরতে পারেন বোর্ডে। নির্বাচন কেটে যাওয়া পর্যন্ত হয়তো তিনিই দায়িত্ব সামলাবেন। তারপর আবার দায়িত্বে নতুন কেউ আসবেন, নাকি জ়াকা আশরফই সামলাবেন, তা অবশ্য অজানা।

Next Article
Sanju Samson: রজনীকান্তের বিরাট ফ্যান, ডাবলিনে ‘জেলার’ দেখলেন সঞ্জু স্যামসন
India vs Ireland, 3rd T20, Highlights: বৃষ্টিতে ভেস্তে গেল তৃতীয় টি-টোয়েন্টি, ২-০ সিরিজ ভারতের