Virat Kohli-Anushka Sharma: অনুষ্কার কাঁধে মাথা রেখেই ক্ষত ঢাকলেন বিরাট! সাফল্যের পর ব্যর্থতাতেও কিংয়ের পাশে তাঁর লেডি লাক

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Nov 20, 2023 | 3:58 PM

Virat Kohli: আবার বছর কুড়ি পর! ২০০৩ বিশ্বকাপের সেই অভিশপ্ত স্মৃতি যেন ফিরে এল। ঘরের মাঠে হাতছাড়া হল বিশ্বকাপ। একের পর এক দুর্দান্ত ইনিংস খেলেও শেষ রক্ষা হল না ভারতের। চোখের কোনায় জল নিয়ে ড্রেসিংরুমের দিকে এগিয়ে যাওয়ার সময় কোহলির পথ আটকালেন অনুষ্কা। বিরাটের চোখও হয়তো তাঁকেই খুঁজছিল। বুকে জড়িয়ে ধরে ভরসা জোগালেন। মুহূর্তে ভাইরাল হল বিরাট-অনুষ্কার এই ছবি।

Virat Kohli-Anushka Sharma: অনুষ্কার কাঁধে মাথা রেখেই ক্ষত ঢাকলেন বিরাট! সাফল্যের পর ব্যর্থতাতেও কিংয়ের পাশে তাঁর লেডি লাক
বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা
Image Credit source: PTI

Follow Us

আমেদাবাদ: একটা দুঃস্বপ্নের মতো রাত। একরাশ আক্ষেপ। এই তো সেদিন সচিন তেন্ডুলকরকে ছুঁয়ে ছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। গ্যালারি জুড়ে ‘বিরাট’ উচ্ছ্বাসে মেতেছিল সকলে। বিরাটের স্বপ্ন পূরণের সাক্ষী ছিলেন স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। সবটা সিনেমার মতো সুন্দরভাবে সাজানো। তবে ক্লাইম্যাক্সটা কেমন যেন এলোমেলো হয়ে গেল। টুপির আড়ালে ক্ষত ঢাকার আপ্রাণ চেষ্টা চালিয়ে গেলেন কিং। তবে কাছের মানুষদের ফাঁকি দেওয়া যে কঠিন। অনুষ্কা ঠিকই বুঝেছিলেন এই মুহূর্তে বিরাটের সবচেয়ে বেশি প্রয়োজন তাঁর কাঁধের। চোখের কোনায় জল নিয়ে ড্রেসিংরুমে যাওয়ার পথে বিরাটকে বুকে জাপটে ধরে সেই কাজটাই করলেন যা এতদিন ধরে করে আসছেন। ভরসা জোগালেন। বিরাট-অনুষ্কার এই মুহূর্ত যেন একটাই কথা বলছে, প্রত্যেক হেরে যাওয়া বিরাটের পাশে যেন এমন একজন অনুষ্কা থাকে। যে দিনের শেষে শক্ত করে হাতটা ধরবে। এই প্রসঙ্গে বিস্তারিত TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আবার বছর কুড়ি পর! ২০০৩ বিশ্বকাপের সেই অভিশপ্ত স্মৃতি যেন ফিরে এল। ঘরের মাঠে হাতছাড়া হল বিশ্বকাপ। একের পর এক দুর্দান্ত ইনিংস খেলেও শেষ রক্ষা হল না ভারতের। চোখের কোনায় জল নিয়ে ড্রেসিংরুমের দিকে এগিয়ে যাওয়ার সময় কোহলির পথ আটকালেন অনুষ্কা। বিরাটের চোখও হয়তো তাঁকেই খুঁজছিল। বুকে জড়িয়ে ধরে ভরসা জোগালেন। মুহূর্তে ভাইরাল হল বিরাট-অনুষ্কার এই ছবি। সাক্ষী থাকল গোটা বিশ্ব। খেলা তো আসলে জীবনেরই অঙ্গ। জীবন নামক ময়দানেও  তো রোজ কেউ না কেউ জিতছে, আবার কেউ হারছে। শুধু হেরে যাওয়ার পর হয়তো অনুষ্কার মতো শক্ত একটা হাতের প্রয়োজন সবার। একটা কাঁধের প্রয়োজন, যাতে ভর দিয়ে নতুন স্বপ্ন বোনা যায়।

 

শোনা যাচ্ছে অন্তঃসত্ত্বা অনুষ্কা। তা সত্ত্বেও বিরাটের সমর্থনে বারবার স্টেডিয়ামে পৌঁছে গিয়েছেন তিনি। গলা ফাটিয়েছেন তাঁর বিরাটের জন্য। শেষেও তাই করলেন। আজ জড়িয়ে ধরে যেন কানে-কানে বলে দিলেন, ‘আমি আছি আগামীতেও, যেমন এখন আমি আছি।’

Next Article